সীতাকে ‘ভারতের মেয়ে’ বলা হবে কেন? ক্ষুব্ধ প্রশ্ন নেপালের মেয়রের। ‘আদিপুরুষ’ সিনেমায় এই বাক্যটি আছে শুনেই বেজায় চটলেন এই রাজনীতিক। শুধু তাই নয়, সে দেশ থেকে হিন্দি সিনেমা নিষিদ্ধ করারও হুঁশিয়ারি দিলেন তিনি। আসুন, শুনে নেওয়া যাক।
ফের বিতর্কের মুখে ‘আদিপুরুষ’। সিনেমার প্রথম ট্রেলার রিলিজের পর থেকে ছবি মুক্তি পর্যন্ত, বিতর্ক যেন এর পিছু ছাড়ছে না। তেমনই বিতর্কে জড়িয়েছেন এই ছবির সীতা, অর্থাৎ কৃতি শ্যানন। ছবির সাফল্য প্রার্থনায় মন্দিরে গিয়ে সীতাকে চুম্বন করেছিলেন ছবির পরিচালক, তা নিয়ে কম জলঘোলা হয়নি। ঘটনায় সরব হয়েছিলেন হিন্দুত্ববাদীরাও। এবার সেই সীতাকে নিয়েই ফের উঠল প্রশ্ন। তবে সিনেমার সীতা নন, আসল সীতাকে নিয়েই প্রশ্ন তুলেছেন নেপালের রাজধানী কাঠমান্ডুর মেয়র বলেন্দ্র শাহ। তিনি জানিয়েছেন, সিনেমায় এক জায়গায় সীতাকে ‘ভারতের কন্যা’ বলে উল্লেখ করা হয়েছে। ওই বাক্যটি ছবি থেকে বাদ দেওয়া না হলে গোটা নেপালে হিন্দি ছবি প্রদর্শন বন্ধ করে দেওয়া হবে বলে হুংকার ওই রাজনীতিকের।
কিন্তু কেন এই নিয়ে আপত্তি তুলছেন তিনি?
আরও শুনুন: Ramayana: রামায়ণের আদিতে ছিলই না লক্ষ্মণরেখা! কোথা থেকে এল এই গল্প?
আসলে মেয়রের দাবি, সীতা ভারতের নন, নেপালের মেয়ে। রামায়ণমতে যেখানে তাঁর জন্ম হয়েছিল, সেই স্থানটি বর্তমান নেপালের জনকপুর। আর সেই কারণেই সীতাকে ভারতের মেয়ে বলায় তাঁর আপত্তি। আসলে রামায়ণকে অবলম্বন করেই তৈরি হয়েছে ‘আদিপুরুষ’ সিনেমাটি। যেখানে রামচন্দ্রের চরিত্রে রয়েছেন প্রভাস। সীতার চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে কৃতিকে। আর সেখানেই সীতাকে প্রসঙ্গক্রমে ভারতের মেয়ে বলা হয়েছে। এদিকে রামায়ণ অনুযায়ী সীতার জন্মস্থান ঠিক কোন জায়গা, তা নিয়েও বিতর্ক রয়েছে। রামায়ণ বলে, মিথিলার রাজা জনকের কন্যা সীতা। তাই কেউ কেউ মনে করেন নেপালের জনকপুরেই সীতার জন্ম। আবার কারও কারও দাবি, নেপালে নয়, ভারতেই সীতার জন্মস্থান। দেশের বর্তমান মানচিত্রে যে জায়গাটির নাম সীতামাঢ়ি, তাকেই সীতার জন্মভূমি বলে মান্যতা দেন ভক্তদের একাংশ।
আরও শুনুন: অয্যোধ্যায় তৈরি হচ্ছে রামলালার মূর্তি, সীতার ‘জন্মভূমি’ নেপাল থেকে এল বিশেষ শিলা
তবে নেপালের মেয়র স্বাভাবিকভাবেই প্রথম মতটির সপক্ষে কথা বলেছেন। আর তাই এই ছবির বিরুদ্ধেও খড়্গহস্ত হয়ে উঠেছেন তিনি। ওই বিশেষ কথাটি ছবি থেকে বাদ দেওয়ার দাবি তুলেছেন তিনি। তাও শুধুমাত্র নেপালে নয়, ভারতে চলা ছবির ভার্সনেও যেন ওই কথাটি না থাকে, সে বিষয়ে কড়া বার্তা দিয়েছেন তিনি। অন্যথায় নেপালে হিন্দি ছবি চলার উপরেই নিষেধাজ্ঞা জারি করার হুঁশিয়ারি দিয়েছেন সে দেশের ওই রাজনীতিক।