দেশজুড়ে মাঝে মাঝেই উসকে উঠে সাম্প্রদায়িক বিতর্কের আঁচ। আরেকদিকে জেগে থাকে তার পালটা বয়ানও। যেমন বয়ান লিখে চলেছেন এই দুই বন্ধু। একদিন, দুদিন নয়, দীর্ঘ ২৩ বছর ধরে। দুজনের ধর্ম আলাদা, কিন্তু একইসঙ্গে দোকান চালাতে বাধা হয়নি সেই ধর্ম। আসুন, শুনে নেওয়া যাক দুই বন্ধুর কথা।
ধর্ম শব্দের অর্থ আসলে ধারণ করা। কিন্তু ইদানীং কালে ধর্মের সঙ্গে বড় বেশি অসহিষ্ণুতাকেই জুড়ে দিয়েছি আমরা। যার আঁচে মাঝে মাঝেই গনগনে হয়ে ওঠে সাম্প্রদায়িক ভিন্নতা। জ্বলেপুড়ে খাক হয়ে যেতে হয় অনেক মানুষকে। কিন্তু এই সবকিছুর মধ্যেই শান্তির মরূদ্যান জিইয়ে রাখার ভার নেন কেউ কেউ। সাম্প্রদায়িকতার উলটো দিকে দাঁড়িয়ে সম্প্রীতির বার্তা দেন তাঁরা। যেমন দিয়ে চলেছেন এই দুজন মানুষ। ঘোষণা করে বা সোচ্চারে নয়, নিজেদের কাজের মধ্যে দিয়েই তাঁরা বুঝিয়ে দিয়েছেন যে ধর্মের অন্ধত্ব নয়, বরং মানবিক ধর্মই শ্রেয়।
আরও শুনুন: প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ‘মোদিজি থালি’, নতুন চমক আমেরিকার রেস্তরাঁয়
গত ২৩ বছর ধরে একসঙ্গে একটি পানের দোকান চালান দিলীপ চৌগুলে এবং গানি তাম্বোলি। ধর্মবিশ্বাসের দিক দিয়ে একজন হিন্দু, অন্যজন মুসলিম। কিন্তু সেই ধর্ম কখনোই তাঁদের একসঙ্গে চলার পথে বাধা হয়ে দাঁড়ায়নি। ৩৫ বছর ধরে তাঁরা একে অপরের বন্ধু। আর সেই বন্ধুত্বের খাতিরেই একসময় একসঙ্গে দোকান দেওয়ার কথা ভাবেন তাঁরা। সেইমতোই কোলহাপুরের শিবাজি চকে পানের দোকান দেন তাঁরা। প্রথমদিকে গানি পান বিক্রি করতেন, এদিকে দিলীপের একটি নিজের দোকান ছিল। পরে দুজনে মিলেই একসঙ্গে ব্যবসা করার সিদ্ধান্ত নেন তাঁরা। তাঁদের বন্ধুত্বের রেশ ধরেই সুসম্পর্ক বজায় রয়েছে দুটি পরিবারের মধ্যেও। এমনকি রমজান কিংবা দিওয়ালির মতো ধর্মীয় উৎসবেও একইসঙ্গে অংশ নেন সকলে।
আরও শুনুন: মায়ের স্মৃতিতে তাজমহল বানালেন ব্যক্তি, উপাসনা করতে পারবেন সব ধর্মের মানুষই
কিছুদিন আগে এই কোলহাপুরেই উসকে উঠেছিল সাম্প্রদায়িক হিংসার আঁচ। কিন্তু সেই জায়গাতেই একে অপরের হাত ছাড়েননি এই দুই বন্ধু। তাঁদের এই পানের দোকানটি দেখতে আসেন অনেকেই। দুই বন্ধুর ছবিও তোলেন তাঁরা। তবে এই বিষয়টিকে আলাদা করে বেশি গুরুত্ব দিতে নারাজ দুজনেই। ধর্ম নয়, বন্ধুত্বকেই এগিয়ে রেখেছেন দুজনে। আর সেই বন্ধুত্বে কোনও ধর্মই আঁচড় কাটতে পারবে না, সাফ জানান দিলীপ ও গানি।