অঙ্গে অঙ্গে জোড়া দুই ভাইবোন। কিন্তু তা বলে কি যৌনতা থেকে মুখ ফেরাতে হবে? উঁহু। কীভাবে নিজেদের আলাদা আলাদা সঙ্গীর সঙ্গে সময় কাটানো যায়, সে উপায় খুঁজে নিয়েছেন এই দুই তরুণ তরুণী। আসুন, শুনে নেওয়া যাক।
একই পরিবারের দুই সন্তান, অর্থাৎ দুই ভাই-বোন। তবে তাঁদের দুজন বলা হবে নাকি একজন, তা নিয়ে ধন্দ আছে। কেননা তাঁরা কনজয়েন্ড যমজ, অর্থাৎ তাঁদের শরীরের একজনের অঙ্গ মিশে গিয়েছে অন্যজনের অঙ্গে। হ্যাঁ, লোরি আর জর্জ শ্যাপেলের মাথা একসঙ্গে জোড়া। তাঁদের মস্তিষ্কের ফ্রন্টাল লোবের ৩০ শতাংশ পরস্পর সংযুক্ত। ফলে চলাফেরা, বেড়ানো বা যে কোনও রকম কাজ দুজনের একসঙ্গে করা ছাড়া উপায় নেই। কিন্তু তারপরেও তাঁরা এক নন। বরং দুজনেই দুজনের মতো আলাদা ভাবে জীবন কাটান, এমনটাই দাবি দুই ভাইবোনের। আর সেই জীবনে রয়েছে প্রেম বা যৌনতাও। যেহেতু দুজনের মাথা একসঙ্গে জুড়ে আছে, তখন জীবনযাপনে তাঁদের কিছু বাধ্যবাধকতা আছে। সে কথা তাঁরা মেনেই নিয়েছেন। কিন্তু শুধু শরীর নিয়ে ভাবলে চলবে কেন! মন তো আছে! মনের দিকে থেকে বা মেজাজ-মর্জিতে দুজনে কিন্তু বেশ আলাদা। তাই মন বা শরীরের চাওয়া পাওয়াকে তাঁরা কীভাবে গুরুত্ব দেবেন, সে কথাও ঠিক করেন নিজেরাই।
আরও শুনুন: মহিলা কর্মীদের সঙ্গে প্রেমের ছাড়পত্র দিচ্ছে সংস্থা! কেন বিতর্ক জমল নেটপাড়ায়?
জন্মের সময় মনে করা হয়েছিল, তাঁরা দুই বোন। কিন্তু পরে জর্জ নিজেকে পুরুষ হিসেবেই চিহ্নিত করেছেন। কেবল লিঙ্গপরিচয়ে নয়, ব্যক্তিগত ইচ্ছে অনিচ্ছের ক্ষেত্রেও তাঁরা খানিক আলাদাই। লোরি একইসঙ্গে পড়া আর কাজ দুটোই চালিয়ে নিয়ে যেতে চান। চান ভবিষ্যতে সংসার করতে, সন্তানের জন্ম দিতেও। এদিকে জর্জ কিন্তু এখনও পর্যন্ত তেমন কিছু ভাবছেন না। তা বলে কি বোনের প্রেমের পথে বাধা হয়ে দাঁড়াবেন তিনি? মোটেই না। তাঁর দাবি, বোন বিয়ে করলে সেই ব্যক্তির ভগ্নীপতির ভূমিকা পালন করতে তিনি সাগ্রহে রাজি। আর বর্তমানে? বোনের অন্তরঙ্গ সময়ে মুখ ঘুরিয়ে বসে থাকাই সুবিধাজনক বলে মনে করেন জর্জ। সত্যি বলতে, বছর ২৩ বয়স থেকেই যৌন জীবনে অভ্যস্ত লোরি। তিনি জানিয়েছেন, তিনি ডেটে গেলে জর্জ সঙ্গে করে কোনও একটা বই নিয়ে যান। আর গোটা সময়টা বই পড়েই কাটিয়ে দেন তিনি। তা ছাড়া দুজনের মাথা একসঙ্গে জোড়া থাকলেও যেহেতু দুজনের মুখ উলটোদিকে, ফলে চুম্বনের সময় তিনিও অস্বস্তিতে পড়েন না, এমনটাই জানিয়েছেন লোরি। জোড়া যমজ হলেও, শুধুমাত্র সেই কারণেই কারও স্বাভাবিক যৌনজীবন থাকবে না- এই মতের বিরোধিতায় সরব দুই ভাইবোনই।