পদমর্যাদায় তিনি প্রধানমন্ত্রী। কিন্তু তা বলে রসিকতা করতে মোটেই পিছপা হন না তিনি। এর আগেও তাঁর রসবোধের পরিচয় পেয়েছেন নেটিজেনরা। আর এবার খোদ বিদেশি রাষ্ট্রদূতের প্রতিই সরস কটাক্ষ ছুড়ে দিলেন নরেন্দ্র মোদি। ঠিক কী বলেছেন তিনি? আসুন, শুনে নেওয়া যাক।
স্ত্রীর সঙ্গে প্রতিযোগিতায় নেমেছিলেন বিদেশি রাষ্ট্রদূত। আর সেই প্রতিযোগিতার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই মন্তব্য উড়ে এল খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছ থেকে। রীতিমতো মজার ছলেই তিনি লিখেছেন, “এই প্রতিযোগিতায় হেরে গেলে নিশ্চয়ই আপনি কিছু মনে করবেন না?” আর প্রধানমন্ত্রীর এহেন রসিকতা দেখেই মুগ্ধ নেটদুনিয়া।
আরও শুনুন: ১৫ হাজার টাকায় ৬ তীর্থস্থান ভ্রমণ, দেশবাসীর পুণ্যলাভে অভিনব উদ্যোগ ভারতীয় রেলের
নেটিজেনদের কাছে প্রধানমন্ত্রীর সরস কথাবার্তা অবশ্য নতুন নয়। সোশ্যাল মিডিয়ার কোনও কোনও মন্তব্যে মাঝে মাঝেই মোদির রসবোধ উঁকি দিয়ে যায়। তবে এবার সেই রসিকতার নিশানা ছিল জাপানের রাষ্ট্রদূতের প্রতি। আন্তর্জাতিক কূটনীতির প্রোটোকলে বাঁধা এই সম্পর্কের মধ্যেও এক ঝলক খোলা হাওয়া বয়ে এনেছে প্রধানমন্ত্রীর এহেন রসিকতা। কিন্তু কী ঘটেছে ঠিক?
আসলে সম্প্রতি ভারত সফরে এসেছিলেন জাপানের রাষ্ট্রদূত হিরোশি সুজুকি। সেই সময়ই একটি অনুষ্ঠানে যোগ দিতে পুনেতে যান তিনি। ভিডিওতে দেখা গিয়েছে, পুনের রাস্তায় মারাঠি স্ট্রিট ফুডের স্বাদ নিচ্ছেন সুজুকি। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রীও। মারাঠি খাবারের মধ্যে অন্যতম জনপ্রিয় দুটি পদ, বড়া পাও ও মিসাল পাও খেতে দেখা গিয়েছে তাঁদের। এই খাবার নিয়ে রাষ্ট্রদূতের একটিই অভিযোগ ছিল, খাবারগুলি খুবই ঝাল। তবে তাঁর স্ত্রীর নাকি এ নিয়ে কোনও হেলদোল ছিল না। ভিডিও পোস্ট করে তিনি নিজেই জানিয়েছেন, ঝাল-মশলাদার খাবার খাওয়ার দৌড়ে তাঁকে অনায়াসেই গোল দিতে পারেন তাঁর স্ত্রী।
আরও শুনুন: গোমাংস খাওয়ার বিরোধিতা! মুসলিমদের নিরামিষ খাওয়ার পরামর্শ খোদ মুসলিম আধিকারিকের
জাপানি রাষ্ট্রদূতের এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে দ্রুতগতিতে। এমনকি খোদ প্রধানমন্ত্রীর চোখকেও তা ফাঁকি দিতে পারেনি। আর এই ভিডিও দেখেই সুজুকি-র দিকে সরস মন্তব্য ছুড়েছেন মোদি। একইসঙ্গে ভারতের বিভিন্নরকম খাদ্যাভ্যাস চেখে দেখার এই ঘটনা দেখে খুশি হয়েছেন তিনি। খোলা গলায় জানিয়েছেন সে কথাও। পাশাপাশি রাষ্ট্রদূত যেভাবে মজার ছলে ভিডিও করে দেশীয় খাবারটির পরিচয় দিয়েছেন, তা দেখেও মজাই পেয়েছেন তিনি। এমন আরও ভিডিও বানানোর জন্য জাপানি রাষ্ট্রদূতকে উৎসাহ দিতেও ভোলেননি ভারতের প্রধানমন্ত্রী।
This is one contest you may not mind losing, Mr. Ambassador. Good to see you enjoying India’s culinary diversity and also presenting it in such an innovative manner. Keep the videos coming! https://t.co/TSwXqH1BYJ
— Narendra Modi (@narendramodi) June 11, 2023