দিন ঘোষণার পরেও কাটছে না জট। পঞ্চায়েত ভোট নিয়ে ফের আদালতে বিরোধীরা। যথেষ্ট নয় মনোনয়নের সময়সীমা, পর্যবেক্ষণ কলকাতা হাই কোর্টের। রাজ্যে ইডি-সিবিআই সক্রিয়তার মধ্যেই দিল্লিতে শুভেন্দু অধিকারী। সাক্ষাৎ অমিত শাহের সঙ্গে। পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবি বিরোধী দলনেতার। তীব্র গরমের মাঝেই স্বস্তির বৃষ্টি। অবশেষে ভিজল কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। রবিবার বর্ষা ঢুকবে উত্তরবঙ্গে, আশ্বাস হাওয়া অফিসের। টেস্টের রাশ অস্ট্রেলিয়ার হাতেই। ফলোঅন বাঁচাল টিম ইন্ডিয়া। ২৯৬ রানে শেষ ভারতের প্রথম ইনিংস। চাপের মধ্যেও দুরন্ত ইনিংস রাহানে ও শার্দূলের।
হেডলাইন:
আরও শুনুন: 8 জুন 2023: বিশেষ বিশেষ খবর- ৮ জুলাই রাজ্যজুড়ে একদফায় পঞ্চায়েত ভোট, ঘোষণা কমিশনের
আরও শুনুন: 7 জুন 2023: বিশেষ বিশেষ খবর- রবিবারই ভিজবে কলকাতা, জেলাতেও বৃষ্টির আশ্বাস হাওয়া অফিসের
বিস্তারিত খবর:
1. পঞ্চায়েত ভোটের দিন ঘোষণার পরেও কাটছে না জট। মনোনয়নের সময়সীমা নিয়ে প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ বিরোধীরা। শুক্রবার থেকেই শুরু হয়েছে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া। যা চলবে ১৫ জুন পর্যন্ত। কংগ্রেস ও বিজেপির দাবি, এত অল্প সময়ের মধ্যে ৭৫ হাজার মনোনয়নপত্র জমা দেওয়া অসম্ভব। এই পরিস্থিতিতে অনলাইনে মনোনয়ন জমা দেওয়ার সুযোগ চেয়েছেন তাঁরা। পাশাপাশি প্রার্থী এবং ভোটারের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য কেন্দ্রীয় বাহিনীর দাবি তোলে বিজেপি। সব মিলিয়ে পঞ্চায়েত ভোট নিয়ে পাঁচ দফা আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি ও কংগ্রেস। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানিতে আদালতের পর্যবেক্ষণ, মনোনয়ন দেওয়ার পক্ষে এই সময় যথেষ্ট নয়। তবে এই সময়সীমা বাড়ানো যায় কি না, সেই ভার কমিশনকেই দিয়েছে আদালত। জেলাশাসক এবং জেলা বিচারকদের কাছে মনোনয়ন পত্র জমা দেওয়া যেতে পারে কি না, আগামী সোমবার তা জানাবে কমিশন। তবে অনলাইনে মনোনয়ন পত্র জমা দেওয়ার আবেদনের তীব্র বিরোধিতা করেন রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রযুক্তি ব্যবহারে রাজ্যের আপত্তি কীসের, প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি। হাই কোর্টের নির্দেশ, এই বিষয়গুলি নিয়ে কমিশনকে নিজেদের বক্তব্য জানাতে হবে। কমিশন সূত্রে খবর, পঞ্চায়েত নির্বাচনে পুরনো বিন্যাস অনুযায়ী থাকছে নিরাপত্তা ব্যবস্থা। বুথের সংখ্যা বেড়েছে, তাই নিরাপত্তা কর্মীর সংখ্যাটাও স্বভাবতই বাড়বে। রাজ্য পুলিশের সশস্ত্র পুলিশ বাহিনী মোতায়েন করা হবে প্রত্যেক বুথেই। ভোটার লাইন ঠিক করার দায়িত্বে থাকবে লাঠিধারী পুলিশ। পাশাপাশি থাকছে কুইক রেসপন্স টিমও (QRT)। আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি। তার পরেই স্পষ্ট হবে রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের পুরো ছবি।
2. পঞ্চায়েত নির্বাচন ঘোষণার পরদিনই দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে সাক্ষাৎ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। ভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবি জানালেন তিনি। রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী যে প্রয়োজন, সে দাবি দীর্ঘদিন ধরেই জানিয়ে এসেছেন শুভেন্দু। ভোট ঘোষণার পর বাহিনীর দাবিতে হাই কোর্টে মামলাও করেছেন। কিন্তু সেখানেই শেষ নয়। শুক্রবার সকালেই সোজা দিল্লিতে উড়ে যান বিরোধী দলনেতা। নর্থ ব্লকে গিয়ে কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। সূত্রের খবর, শাহর সঙ্গে প্রায় আধ ঘণ্টা বৈঠক হয় শুভেন্দুর। জানা যাচ্ছে, অমিত শাহকে মূলত কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজনীয়তা বুঝিয়েছেন বিরোধী দলনেতা। পাশাপাশি রাজ্য বিজেপির সংগঠনের হাল হকিকত নিয়েও কথা হয়েছে দুজনের। রাজ্যে ইডি-সিবিআইয়ের তৎপরতার মধ্যেই শুভেন্দুর দিল্লি সফরকে গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।