দেশের নয়া সংসদ ভবন উদ্বোধন প্রধানমন্ত্রীর। হল সেঙ্গল প্রতিষ্ঠা, সর্বধর্ম প্রার্থনা। অনুষ্ঠানে গরহাজির ২১টি বিরোধী দল, পড়ে শোনানো হল অনুপস্থিত রাষ্ট্রপতির বার্তা। কুস্তিগিরদের অভিযান আটকাতে মারধর পুলিশের, হেনস্তা মহিলা কুস্তিগিরদের। প্রতিবাদে সরব মমতা বন্দ্যোপাধ্য্যায়। ১২ জুন ২১ বিরোধী দলের বৈঠক পাটনায়। একমঞ্চে শামিল তৃণমূল, আপ ও কংগ্রেস। বীরবাহা হাঁসদার উপর হামলার প্রতিবাদ। IIFA-এর মঞ্চে বাজিমাত গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ির। সেরা অভিনেতার খেতাব জিতলেন হৃতিক রোশন।
হেডলাইন:
আরও শুনুন: 26 মে 2023: বিশেষ বিশেষ খবর- সংসদের নতুন ভবন উদ্বোধনে বাধা নেই মোদির, রায় সুপ্রিম কোর্টের
বিস্তারিত খবর:
1. বিতর্ক উড়িয়ে নয়া সংসদ ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উদ্বোধন অনুষ্ঠানে রীতিমতো যজ্ঞ ও নানা রকম ক্রিয়াকর্ম অনুষ্ঠিত হয়। তাৎপর্যপূর্ণ ভাবে এদিন সর্বধর্ম প্রার্থনারও আয়োজন করা হয়েছিল। এদিন সংসদ ভবন উদ্বোধনের আর একটি গুরুত্বপূর্ণ দিক হল সেঙ্গল প্রতিষ্ঠা। স্পিকারের আসনের কাছেই এটিকে স্থাপন করা হয়। এদিন নতুন সংসদ ভবনে দাঁড়িয়ে মোদি বলেন, “এই নতুন ভবন শুধুমাত্র একটি স্থাপত্য নয়। এই ভবন ১৪০ কোটি ভারতবাসীর আকাঙ্ক্ষা। এটা বিশ্বের কাছে ভারতের দৃঢ়চিত্তের বার্তা।” তিনি আরও জানান, “পরাধীনতার পর আমাদের দেশ বহু কিছু হারিয়ে আমরা নতুন যাত্রা শুরু করেছে। সেই যাত্রা বহু কঠিন রাস্তা পেরিয়া আজ আজাদি কা অমৃতকালে এসে পৌঁছেছে। এটা দেশকে নতুন দিশা দেখানোর অমৃতকাল। এটা অনন্ত স্বপ্নপূরণের আধার।’ নতুন ভবনের উদ্বোধনকে ‘আত্মনির্ভর ভারতের সূর্যোদয়ের সাক্ষী” বলেই অভিহিত করেছেন প্রধানমন্ত্রী। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে অবশ্য অনুপস্থিত ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তাঁর বার্তা পড়ে শোনানো হয়। তিনি জানান, “নতুন সংসদ ভবন উদ্বোধনের মহান দিনটি ভারতের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমাদের বিশাল বহুত্ববাদী দেশের সমস্ত ভারতবাসীর কাছে আজকের দিনটি গৌরবের এবং আনন্দের।” তাৎপর্যপূর্ণ ভাবে এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে একযোগে অনুপস্থিত ছিল ২১টি বিরোধী দলের প্রতিনিধিরা।
2. নয়া সংসদ ভবন উদ্বোধনের দিনই লজ্জাজনক ঘটনার সাক্ষী থাকল দেশ। দিল্লিতে নতুন সংসদ অভিযান করতে গিয়ে আটক হলেন সাক্ষী মালিক, বজরং পুনিয়া, ভিনেশ ফোগাটরা। টানতে টানতে দেশের সেরা রেসলারদের হাজতে নিয়ে গেল পুলিশ। মারধর করা হল মহিলা রেসলারদেরও। বিশ্বের মঞ্চে দেশকে গর্বিত করেছেন যাঁরা, এদিন তাঁদের রীতিমতো নিগ্রহের শিকার হতে হল। মাটিতে পড়ে থাকলেন দেশের মুখ উজ্জ্বল করা তারকারা। মহাসমারোহে সংসদ ভবন উদ্বোধন যখন চলছে তখনই একরকম মাটিতে মিশল দেশের সম্মান। টুইট করে ঘটনার তীব্র প্রতিবাদ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবাদ করা হয়েছে কংগ্রেসের তরফেও। এই ঘটনার প্রতিবাদে সম্মিলিতভাবে সরব হয়েছে দেশের অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলিও।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।