কাটল আইনি জটিলতা। সংসদের নতুন ভবন উদ্বোধনে বাধা নেই মোদির। রাষ্ট্রপতির উদ্বোধনের দাবি নিয়ে জনস্বার্থ মামলা খারিজ করল সুপ্রিম কোর্ট। প্রকাশিত রাজ্য জয়েন্টের ফলাফল। উত্তীর্ণ পরীক্ষার্থীদের টুইটে শুভেচ্ছা মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর। নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেককে জেরা করতে পারবে সিবিআই। নীতি আয়োগের বৈঠক ঘিরে তীব্র কেন্দ্র-রাজ্য সংঘাত। বিদেশ সফরের অনুমতি মিলল রাহুলের। প্রয়াত স্বর্ণযুগের বলিষ্ঠ অভিনেতা অমরনাথ মুখোপাধ্যায়।
হেডলাইন:
আরও শুনুন: 24 মে 2023: বিশেষ বিশেষ খবর- সংসদ ভবনের উদ্বোধন বয়কটে এককাট্টা ১৯ বিরোধী দল, সুর নরম কেন্দ্রের
বিস্তারিত খবর:
1. সংসদের নতুন ভবন উদ্বোধনে বাধা নেই মোদির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নন, নতুন সংসদ ভবনের উদ্বোধন করা উচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুরই- এই মর্মে বৃহস্পতিবারই সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন জয়া সুকিন নামের এক আইনজীবী। এদিন সেই মামলা খারিজ করে দিল শীর্ষ আদালত। মামলাকারীর দাবি ছিল, ভারতীয় সংবিধানের ৭৯ ধারায় স্পষ্ট বলা আছে দেশের সংসদ গঠিত হয়েছে রাষ্ট্রপতি, রাজ্যসভা এবং লোকসভা নিয়ে। যেহেতু রাষ্ট্রপতি সংসদের শীর্ষাসনে, তাই নয়া ভবন উদ্বোধন হওয়া উচিত তাঁর হাতেই। কিন্তু আইনজীবীর করা সেই মামলা নাকচ করে শীর্ষ আদালতের প্রশ্ন, উদ্বোধনের সঙ্গে সংবিধানের ৭৯ ধারা লঙ্ঘনের সম্পর্ক কোথায়? এই ইস্যুতে আইনি জট কাটিয়ে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, আইনসভার সিদ্ধান্তে হস্তক্ষেপ করবে না বিচারসভা।
এদিকে নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করেছে কমবেশি ২০টি বিরোধী দল। সংসদের উদ্বোধন ঘিরে বিরোধীদের এই অপ্রত্যাশিত জোট খানিকটা হলেও চাপে ফেলে দিয়েছিল বিজেপিকে। কিন্তু এবার পালটা পদক্ষেপ শাসক দলেরও। রবিবার নতুন সংসদের উদ্বোধনে উপস্থিত থাকছে এনডিএ জোটের সব শরিক-সহ প্রায় ২৫টি দল। যদিও এই দলগুলির অধিকাংশই নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। তাই রাজনৈতিক বাধ্যতার কারণেই বিজেপির পাশে দাঁড়িয়েছে এই দলগুলি, এমনটাই মত বিরোধী শিবিরের।
2. প্রকাশিত হল এ বছরের পশ্চিমবঙ্গ রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল। চলতি বছরের ৩০ এপ্রিল পরীক্ষা হওয়ার ২৬ দিনের মাথায় ফল ঘোষণা করলেন জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা। পরীক্ষায় বসেছিলেন প্রায় ৯৮ হাজার পরীক্ষার্থী। উত্তীর্ণ পড়ুয়াদের অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
মেধাতালিকা অনুযায়ী, প্রথম ১০ স্থানাধিকারীর মধ্যে ৬ জনই সিবিএসই বোর্ডের, ৩ জন পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের এবং একজন আইসিএসই বোর্ডের পড়ুয়া। প্রথম মহম্মদ সাহিল আখতার এবং দ্বিতীয় সোহম দাস দুজনেই কলকাতার ডিপিএস রুবি পার্কের ছাত্র। তবে ফলাফল অনুযায়ী, রাজ্য জয়েন্টে সাফল্যের নিরিখে রাজ্য বোর্ডের পড়ুয়ারাই সবচেয়ে এগিয়ে। মেধাতালিকায় প্রায় ৫৩ শতাংশ পড়ুয়া এই বোর্ডের। মেধাতালিকায় প্রায় ২৯ শতাংশ সফল পড়ুয়া সিবিএসই বোর্ডের। এদিকে রাজ্যে ইঞ্জিনিয়ারিংয়ের আসনসংখ্যা প্রায় ৩৪ হাজার। ৩০ জুনের পর শুরু হবে কাউন্সেলিং। পড়ুয়াদের সুবিধার জন্য কাউন্সেলিং প্রক্রিয়ার সরলীকরণ করেছে বোর্ড।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।