২০০০ টাকার নোট বাতিলের ঘোষণা হতেই শোরগোল দেশজুড়ে। নিজেদের কাছে থাকা ২০০০ টাকার নোটগুলিকে আগেভাগেই খরচ করে ফেলা যায় কি না, সেই চেষ্টা করছেন অনেকেই। আর তারই ফল মিলল মন্দিরের প্রণামী বাক্সে। এই মন্দিরটির প্রণামী বাক্স উপচে পড়েছে ২০০০ টাকার নোটেই। আসুন, শুনে নেওয়া যাক।
মন্দিরের প্রণামী বাক্সে সাধ্যমতো অনুদান দেন ভক্তরা। সে আর নতুন কথা কী! কিন্তু এই মন্দিরে অনুদান নিয়েই বেধেছে গোলমাল। না না, অনুদান জমা পড়েনি এমন নয়। বরং বিপুল পরিমাণে প্রণামী দিয়েছেন কোনও ভক্ত। কিন্তু তার সবই ২০০০ টাকার নোটে। হ্যাঁ, প্রণামী বাক্সে মিলেছে মোট চারটি টাকার বান্ডিল। যার প্রত্যেকটিতেই রয়েছে ১০০টি করে নোট। কিন্তু সবই ২০০০ টাকার। সম্প্রতি এমনই ঘটনা ঘটেছে হিমাচলপ্রদেশের কাংড়া অঞ্চলের জ্বালাজি মন্দিরে। ওই মন্দিরে যিনি অনুদান দিয়েছেন, তিনি অবশ্য নিজের নাম প্রকাশ করেননি। তবে একইসঙ্গে চারটি নোটের বান্ডিল দেখে অনুমান করা যাচ্ছে যে তা কোনও একজনেরই দেওয়া। নোট বাতিলের মরশুমে এত ২০০০ টাকার নোট নিয়ে কী করা যায়, সেই চিন্তাতেই আপাতত মাথায় হাত পড়েছে মন্দির কর্তৃপক্ষের।
কিছুদিন আগেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বিজ্ঞপ্তি জারি করে ঘোষণা করেছে যে, এবার ২০০০ টাকার নোট বাতিল করা হবে। এই মূল্যমানের নোট নতুন করে আর ছাপানো হবে না। এমনকি বাজারে ২০০০ টাকার যত নোট আছে, তাও তুলে নেওয়া হবে। আরবিআইয়ের ঘোষণা অনুযায়ী, আগামী ৩০ সেপ্টেম্বরের পর ২০০০ টাকার নোট আর বৈধ থাকবে না। ফলে এই তারিখের মধ্যেই নোটগুলি ব্যাঙ্কে জমা করে দিতে হবে আমজনতাকে। বছর সাতেক আগে ঠিক যেভাবে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করা হয়েছিল, এবার ফের একইভাবে ২০০০ টাকার নোটও বাজার থেকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রের মোদি সরকার। সেই সময় নিজেদের কাছে থাকা ওই পুরনো নোটগুলি ব্যাঙ্কে জমা দেওয়ার জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়াতে হয়েছিল সাধারণ মানুষকে। আর সেই স্মৃতিই উসকে দিয়েছে এই নয়া ঘোষণা। ফলে ব্যাঙ্কে লাইন না দিয়েও কীভাবে নিজেদের কাছে থাকা ২০০০ টাকার নোট অন্যভাবে খরচ করে ফেলা যায়, সেই পথ খুঁজছেন অনেকেই। ইতিমধ্যেই একাধিক খবরে জানা গিয়েছে, পেট্রল পাম্প থেকে শুরু করে শপিং মল, বিভিন্ন জায়গায় কেবল ২০০০ টাকার নোটে দাম মেটাতে চাইছেন আমজনতা। ব্যাঙ্কে জমা করার ঝক্কি এড়াতে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র, এমনকি বিলাসবহুল পণ্যসামগ্রী কেনার দিকেও মন দিয়েছেন অনেকেই। তবে মন্দিরে প্রণামী হিসেবেও যে ওই নোট ব্যবহার করে ফেলা যেতে পারে, এমনটা চট করে কেউই ভাববেন না বোধহয়। আর সেই কাজ করেই সকলকে চমকে দিয়েছেন ওই ভক্ত।