গর্ভধারণের পর মাত্র ৪ সপ্তাহ কেটেছে। এরইমাঝে ফের গর্ভবতী হয়েছেন এক মহিলা। দুই সন্তানকে একইসঙ্গে জন্মও দিয়েছেন তিনি। কিন্তু এত কম সময়ের ব্যবধানে পরপর দুবার গর্ভধারণ করা কি আদৌ সম্ভব? চিকিৎসকেরা কী বলছে এ বিষয়ে? আসুন শুনে নিই।
দ্বিতীয়বার গর্ভধারণ খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু গর্ভে সন্তান থাকাকালীন কেউ যদি ফের গর্ভবতী হন, তাহলে তা অবশ্যই বিরল বলা চলে। অথচ এক্ষেত্রে ঘটেছে ঠিক তেমনটাই। প্রথম সন্তানকে গর্ভে ধারণ করার মাত্র ৪ সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার গর্ভবতী হয়েছেন এক মহিলা।
আরও শুনুন: খ্রিস্টান হয়েও কেন পা ছুঁয়ে মোদিকে প্রণাম? ব্যাখ্যা দিলেন পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রী
প্রথমে অবশ্য এই ব্যাপারটা তিনিও নিজেও বুঝতে পারেননি। ভেবেছিলেন যমজ সন্তানের জন্ম দিয়েছেন। কিন্তু সেক্ষেত্রে দুই খুদেকে একইরকম দেখতে হত। এখানে তেমনটা একেবারেই হয়নি। তাদের শুধুমাত্র আলাদা দেখতে তাই নয়, কোন দিক দিয়েই তাদের মিল নেই। ওজন গায়ের রং সব কিছুতেই বেশ খানিকটা পার্থক্য রয়েছে দুজনের। এই দেখেই মহিলার সন্দেহ হয়। চিকিৎসকের কাছে গেলে সব সত্যি সামনে আসে। তিনি জানতে পারেন, এই দুই খুদে আদৌ যমজ নয়। তারা স্রেফ পিঠোপিঠি দুই বোন। একইসঙ্গে জন্ম হলেও দুজনের বয়স এক নয়। কারণ মহিলার গর্ভে একজন আসার প্রায় একমাস পর দ্বিতীয়জন এসেছে। তাই হিসাবমতো দুজনের বয়সের পার্থক্য ৪ সপ্তাহ। এমন ঘটনা বিরল। তবে একেবারে অসম্ভব নয়, এমনটাই দাবি চিকিৎসকদের। আসলে গর্ভধারণের পর মহিলাদের শরীরে বিশেষ কিছু হরমোন ক্ষরিত হয়। এর জেরে নির্দিষ্ট সময় পর্যন্ত দ্বিতীয়বার গর্ভধারণ প্রায় অসম্ভব বললেই চলে। কিন্তু এই মহিলার ক্ষেত্রে তেমনটা হয়নি। গর্ভবস্থায় থাকাকালীন ফের গর্ভধারণ করেছেন তিনি। যার ফলে একইসঙ্গে জন্ম নিয়েছে দুই শিশু।
আরও শুনুন: ৯ মাসের গর্ভবতী হয়েও দৌড়ে এক মাইল পার মাত্র ৪ মিনিটে, মহিলার কীর্তিতে বিস্মিত নেটদুনিয়া
বর্তমানে দুই খুদের বয়সই তিন পেরিয়েছে। একেবারেই সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছে তারা। মাত্র এক মাসের ছোটবড়। তাই বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই কার বয়স বেশি। তবে এ ব্যাপারে প্রশ্ন করলে, বেশ মজার উত্তর দেন তাদের মা। যেহেতু তাদের জন্ম একইসঙ্গে তাই যে পৃথিবীর আলো আগে দেখেছে তাকে বড় হিসেবে ধরে নেওয়া যেতে পারে। সাধারণ যমজ সন্তানের ক্ষেত্রে এভাবেই বয়সের হিসাব করেন অভভাবকেরা। কিন্তু এক্ষেত্রে যে আগে পৃথিবীর আলো দেখেছে সে মহিলার দ্বিতীয় সন্তান। তাই হিসাবমতো সে ছোট। আবার যার জন্ম হয়েছে দু’মিনিট পর, সে আসলে এক মাসের বড়। সকলেই রীতিমতো অবাক হন এই অদ্ভুত কথা শুনে। সেইসঙ্গে দুই খুদে যেন ভবিষ্যতেও একইরকম হাসিখুশি ও সুস্থ থাকে, সেই কামনাও করেন সকলেই।