ফের নোট ‘বন্দি’-র সিদ্ধান্ত মোদি সরকারের। বাজার থেকে তুলে নেওয়া হচ্ছে ২০০০ টাকার নোট। বিজ্ঞপ্তি দিয়ে জানাল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। কুন্তল-মামলায় জিজ্ঞাসাবাদের জন্য অভিষেককে তলব সিবিআই-এর। মাধ্যমিকের প্রথম দশে স্থান ১১৮ পড়ুয়ার। ৬৯৭ পেয়ে প্রথম কাটোয়ার দেবদত্তা। এগরা বিস্ফোরণে রিপোর্ট তলব জাতীয় মানবাধিকার কমিশনের। হিন্ডেনবার্গ রিপোর্ট ইস্যুতে বিরাট স্বস্তি আদানি গোষ্ঠীর।
হেডলাইন:
আরও শুনুন: 18 মে 2023: বিশেষ বিশেষ খবর- এগরা বিস্ফোরণে এখনই নয় NIA তদন্ত, শুভেন্দুর আরজি খারিজ করে রায় আদালতের
বিস্তারিত খবর:
1. আবার নোট বাতিলের সিদ্ধান্ত কেন্দ্রের। এবার ২ হাজার টাকার নোট তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে আরবিআই জানাল, ২৩ মে থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে ব্যাঙ্কে জমা করতে হবে ২ হাজার টাকার নোট। একবারে সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত জমা করা যাবে। যে কোনও ব্যাংকেই এই নোট জমা করে কিংবা বদলে ফেলে অন্য নোট নেওয়া যাবে।
২০১৬ সালে ৫০০ এবং ১ হাজার টাকার নোট বাতিল করেছিল নরেন্দ্র মোদির সরকার। আরবিআইয়ের তরফে জানানো হয়েছে, সেই সময় নোটের ঘাটতি পূরণ করতে বাজারে ২ হাজার টাকার নোট আনা হয়েছিল। বর্তমানে অন্য নোটগুলির জোগান যথেষ্ট পরিমাণে রয়েছে। তাই ২০১৮-১৯ সালে ২ হাজার টাকার নোট ছাপানো বন্ধ করে দেওয়া হয়। এর আগে নোট বাতিলের সময় সরগরম হয়েছিল জাতীয় রাজনীতি। ৭ বছরের মাথায় এবার ২ হাজার টাকার নোট তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্র।
2. কলকাতা হাই কোর্টে কুন্তল মামলা পিছিয়ে যাওয়ার পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পাঠাল সিবিআই। শনিবার সকাল ১১টায় নিজাম প্যালেসে হাজির হতে বলা হয়েছে তাঁকে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার নোটিস পাওয়ার পেতেই নবজোয়ার কর্মসূচি থামিয়ে কলকাতায় ফেরার সিদ্ধান্ত অভিষেকের। তবে এদিন বাঁকুড়া ছাড়ার আগে সোনামুখীর জনসভায় সিবিআইকে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বললেন, ”কাল আমি নির্ধারিত সময়ে নিজাম প্যালেসে যাব। ক্ষমতা থাকলে গ্রেপ্তার করে দেখাও।”
নিয়োগ সংক্রান্ত মামলায় ধৃত কুন্তল ঘোষ দাবি করেন, তাঁকে অভিষেকের নাম বলতে চাপ দিচ্ছে সিবিআই-ইডি। সেই সংক্রান্ত মামলাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জিজ্ঞাসাবাদ করতে পারে বলেই জানিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক। শীর্ষ আদালতের নির্দেশে মামলাটি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বদলে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে গেলেও রায় বদলায়নি। পালটা ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন অভিষেক। সেই মামলায় এদিন কলকাতা হাই কোর্ট জানায়, এ নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির প্রয়োজন নেই। আর উচ্চ আদালতের নির্দেশের কয়েক ঘণ্টা পরই অভিষেকের কাজে পৌঁছে গেল সিবিআইয়ের নোটিস। অভিষেককে তড়িঘড়ি তলব নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। কেন সারদাকর্তা সুদীপ্ত সেনের অভিযোগের পরেও শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করা হয়নি, তা নিয়ে ফের প্রশ্ন তুলেছেন তিনি। নিয়োগ দুর্নীতি ও সিবিআই তলব নিয়ে তৃণমূলকে পালটা খোঁচা বিরোধীদের।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।