যমজ সন্তান জন্মানোর কথা প্রায়ই শোনা যায়। কিন্তু একসঙ্গে তিন শিশুকে গর্ভে ধারণ করার ঘটনা বেশ বিরল। উপরন্তু সেই তিন শিশু যদি দেখতেও হবহু এক হয়, তাহলে তা রীতিমতো অবাক করবে যে কাউকে। অথচ বাস্তবে ঘটেছে ঠিক এমনটাই। একসঙ্গে তিন শিশুকে জন্ম দিয়েছেন মহিলা, যাদের দেখতে হুবহু একইরকম। কোথায় ঘটেছে এই বিরল কাণ্ড? আসুন শুনে নিই।
দুজনেই চেয়েছিলেন যমজ সন্তান হোক। পরীক্ষা করে দেখা যায় দুজন নয়, তিনজন পৃথিবীতে আসতে চলেছে। অর্থাৎ একইসঙ্গে তিন শিশুকে গর্ভে ধারণ করেছেন মহিলা। সেই নিয়ে বেশ উচ্ছ্বসিতও ছিলেন মহিলা ও তাঁর স্বামী। কিন্তু প্রসবের পর যারা বাইরে এল, তাদের দেখে রীতিমতো অবাক হলেন সকলেই।
আরও শুনুন: পুরুষের প্রবেশ নিষেধ, শুধু মহিলাদের জন্যই দেশে তৈরি হচ্ছে ২৫০টি ‘পিঙ্ক পার্ক’
ঘটনাটি ব্রিটেনের।তবে হাজারে নয়, এই ঘটনা যেন লাখে একবার হয়। তিন শিশুকে দেখে এমনটাই দাবি করেন চিকিৎসকরাও। কারণ ওই তিন শিশু দেখতে হুবহু এক। এমনিতেই যমজ শিশুর জন্ম হওয়া বিরল ঘটনা। সেখানে এই মহিলা জন্ম দিয়েছে এমন তিন শিশু যাদের দেখতে হুবহু এক। তাদের দেখে, সকলে একদিকে যেমন উচ্ছ্বসিত তেমনই বিস্মিতও। এমনকি চিকিৎসকেরাও এর নেপথ্যে কোনও বিশেষ ব্যাখ্যা খুঁজে পাচ্ছেন না।। তাঁদের দাবি এই ঘটনা বিরল হলেও অবাস্তব নয়। প্রকৃতির খেয়ালে এমন কতশত ঘটনা ঘটতে পারে যা আমরা সচরাচর কল্পনাও করতে পারি না। ঠিক যেভাবে যমজ শিশুর ক্ষেত্রে মাতৃগর্ভে দুটি ভ্রূণের সৃষ্টি হয়, সেভাবেই এক্ষেত্রে তিনটি ভ্রূণের সৃষ্টি হয়েছে। যা পরিণত হওয়ার পর এই তিন শিশুর রূপ নিয়েছে। কিন্তু তারা যে দেখতেও একেবারে একরকম হবে, সেটা কল্পনা করতে পারেননি কেউই।
আরও শুনুন: ফেল কড়ি মাখো আদর! অচেনা নারীকে আদর করেই মোটা অঙ্কের উপার্জন যুবকের
যদিও এই তিন শিশুকে জন্মের পর একমাস ধরে হাসপাতালেই রাখা হয়েছিল। চিকিৎসকরা ভেবেছিলেন এদের শরীর হয়তো এখনও সম্পূর্ণভাবে পুষ্ট হয়নি। অবশেষে তাদের বাড়ি নিয়ে আসা হয়েছে। এর আগে ওই যুগলের একটি কন্যা সন্তান ছিল। সেই মেয়েও তিন ভাইকে দেখে ভীষণ খুশি। তবে তিনজনই একরকম দেখতে হওয়ায় তাদের চিনতে ভারী সমস্যায় পড়ছেন ওই পরিবারের সদস্যরা। তিনজনকেই আপাতত আলাদা রঙের জামা পরিয়ে রাখা হচ্ছে। এমনকি তাদের বিছানা-বালিশের রঙও আলাদা রাখা হয়েছে। যাতে তিনজনকে আলাদাভাবে চেনা যায়। তবে এই সমস্যা খুব শীঘ্রই মিটে যাবে মনে করছেন ওই যুগল। হাজার হোক তাঁরা তো বাবা-মা, তাই সন্তান যতই একরকম দেখতে হোক, তাদের চিনতে ঠিকই পারবেন তাঁরা।