শুধু মুসলিমদের হাতেই কি হিন্দু মেয়েদের বিপদ ঘটে? তাহলে খোদ মোদির রাজ্য গুজরাট থেকে বিপুল সংখ্যায় হিন্দু মেয়েরা হারিয়ে যাচ্ছে কেন? প্রশ্ন তুলে মোদি-শাহের বিরুদ্ধে কড়া আক্রমণ শানাল উদ্ধব শিবির। ঠিক কী অভিযোগ উদ্ধব ঠাকরের শিবসেনার? আসুন, শুনে নেওয়া যাক।
মুসলিমদের সঙ্গে সম্পর্কে জড়িয়ে জঙ্গিগোষ্ঠী আইসিসের কবলে পড়েছে ৩২ হাজার হিন্দু মেয়ে, এমনটাই দাবি করেছে ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমা। মোদি-সহ বিজেপি শিবির থেকে উচ্ছ্বসিত প্রশংসাও পেয়েছে এই ছবি। কিন্তু তার মাঝেই সামনে এল বিস্ফোরক তথ্য। খোদ ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো তথা এনসিআরবি-র পরিসংখ্যানে দেখা যাচ্ছে, গত ৫ বছরে শুধু গুজরাট থেকেই নিখোঁজ হয়েছে বিভিন্ন বয়সের প্রায় ৪০ হাজার জন নারী। আর সেই ইস্যু টেনেই এবার মোদি-শাহকে তোপ দাগল উদ্ধব ঠাকরের শিবসেনা। মুসলিমদের কারণে হিন্দু মেয়েরা বিপন্ন, এই মর্মে বারেবারেই সুর চড়ায় গেরুয়া শিবির। কিন্তু খোদ মোদির রাজ্য গুজরাট থেকেও যে বিপুল সংখ্যক হিন্দু মেয়ে উধাও হয়ে যাচ্ছে, এই ইস্যুকে কীভাবে দেখছে বিজেপি- সেই প্রশ্নেরই জবাব চেয়েছে ঠাকরে-গোষ্ঠীর মুখপত্র ‘সামনা’।
কী ঘটেছে ঠিক?
আরও শুনুন: দেশ ছেড়ে পাকিস্তানের বাসিন্দা অনেকে! ‘এনিমি প্রপার্টি’ বিক্রি করে ৩৪০০ কোটি আয় সরকারের
আসলে নারীপাচারের খতিয়ান দিতে গিয়েই প্রতি রাজ্য থেকে নিখোঁজ হওয়া মেয়েদের পরিসংখ্যান তুলে এনেছে এনসিআরবি। আর সেই হিসেব মোতাবেক দেখা যাচ্ছে, বিগত ৫ বছরে শুধু গুজরাট থেকেই ৪০ হাজার মেয়ে নিখোঁজ হওয়ার অভিযোগ জমা পড়েছে পুলিশের কাছে। আর শুধু গুজরাটই নয়, মহারাষ্ট্রের অবস্থা আরও খারাপ। সেখান থেকে প্রতিদিন প্রায় ৭০ জন মেয়ে নিখোঁজ হয় বলে জানাচ্ছে কেন্দ্রীয় সংস্থার পরিসংখ্যান। যার দরুন স্রেফ তিন মাসেই ৫০০০-এর কাছাকাছি মেয়ে নিখোঁজ হয়ে গিয়েছে এই রাজ্যটি থেকে। এদিকে উদ্ধব ঠাকরে-কে সরিয়ে দিয়ে আপাতত মহারাষ্ট্রের গদিতে বসেছেন একনাথ শিন্ডে। ফলে নারী পাচার নিয়ে শিন্ডে-ফড়নবিশ সরকারকেও বিঁধতে ছাড়েনি উদ্ধবের অধীন শিবসেনা। তাঁদের মুখপত্রে অভিযোগ তোলা হয়েছে, বিভিন্ন ধর্মীয় ইস্যু নিয়েই সবার নজর ঘুরিয়ে রাখে বিজেপি সরকার। কিন্তু গুজরাট ও মহারাষ্ট্রের সীমান্ত এলাকায় গরিব মেয়েদের কী দুরবস্থা, তা নিয়ে তারা উচ্চবাচ্য করে না। সমস্যা নিয়ে কথা বলা দূরে থাক, উলটে মোদিভক্তরা শুধু গুজরাট মডেলের সাফল্যের দিকটা তুলে ধরে বলেও ক্ষোভ উগরে দিয়েছে ঠাকরে-গোষ্ঠীর মুখপত্র ‘সামনা’। শুধু তাই নয়, কাশ্মীর ফাইলস এবং দ্য কেরালা স্টোরি, এই দুই সিনেমাই যেভাবে বিজেপি শিবিরের আনুকূল্য পেয়েছে, একইভাবে গুজরাটের নিখোঁজ মেয়েদের নিয়েই গুজরাট ফাইলস নামে আরও একটি সিনেমা তৈরি করার দাবি জানিয়েছে উদ্ধব-শিবির। সব মিলিয়ে, কেরালা স্টোরি নিয়ে তর্কবিতর্কের মধ্যেই সামনা-র এই অভিযোগে জলঘোলা হল আরও।