ফের বিতর্ক উসকে উঠল দেবী কালীকে নিয়ে। কালীর একটি কার্টুন পোস্ট করার জেরে বিপাকে পড়ল খোদ ইউক্রেন সরকার। এই ছবিতে দেবীকে অপমান করা হয়েছে, আঘাত করা হয়েছে হিন্দু ভাবাবেগে, এমনটাই দাবি ভারতীয়দের একাংশের। আর সেই মর্মেই পালটা তোপ দেগেছেন ভারত সরকারের এক উচ্চপদস্থ আধিকারিকও। কী ঘটেছে ঠিক? আসুন, শুনে নেওয়া যাক।
হিন্দুদের উপাস্য দেবী কালীকে নিয়ে বিতর্কিত ছবি পোস্ট করেছেন খোদ ইউক্রেনের বিদেশমন্ত্রী। যে ছবি আদতে হিন্দু ভাবাবেগেই আঘাত দিয়েছে। এই মর্মেই সম্প্রতি ক্ষোভ উগরে দিলেন ভারত সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রকের আধিকারিক কাঞ্চন গুপ্তা। তাঁর পালটা তোপ, রাশিয়ার সঙ্গে যুদ্ধের প্রেক্ষাপটে ভারতের কাছে বারবার সাহায্য চেয়েছে ইউক্রেন, অথচ ভারতীয় দেবীর ছবি বিকৃত করেই এভাবে প্রোপাগান্ডা পোস্টার ছড়াচ্ছে তারা। সব মিলিয়ে দেবী কালীকে নিয়ে ফের শোরগোল উঠল রাজনৈতিক মহলে।
কী ঘটেছে ঠিক?
আরও শুনুন: সমলিঙ্গ বিয়েকে স্বীকার করে না বেদ, ‘সংস্কৃতি’র ধুয়ো তুলে সমকামিতাকে তোপ ধর্মগুরুর
জানা গিয়েছে, সম্প্রতি ইউক্রেন সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকেই দেবী কালীর একটি ছবি পোস্ট করা হয়। ওই পোস্টে পাশাপাশি দুটি ছবি ছিল। একটি ছবি বাস্তবের শহর আর তার উপরে বিস্তৃত আকাশে অদ্ভুত আকারে মেঘ ঘনিয়ে আসার ফটোগ্রাফ। অন্য ছবিটি আসলে ওই ফোটোগ্রাফের উপরেই কারিকুরি করা। সেখানে মেঘের আদলে দেবী কালীর একটি ছবি বসানো হয়েছে। মেরিলিন মনরো-র স্কার্ট উড়ে যাওয়ার যে বিখ্যাত ছবিটি দেখা যায়, অনেকটা সেইরকম ধাঁচেই এই ছবিটি বানানো। আর সেই ছবি দেখেই চটে লাল ভারতীয়দের একাংশ। যদিও ছবিটির ক্যাপশনে একে ‘ওয়ার্ক অফ আর্ট’ বলেই দাবি করা হয়েছে, কিন্তু একে শিল্পের নজরে না দেখে হিন্দু ধর্মের প্রতি অপমান হিসেবেই দেখছেন তাঁরা। আর সেই মর্মেই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে আক্রমণ শানিয়েছেন ভারত সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রকের আধিকারিক কাঞ্চন গুপ্তা। নিজের একটি পুরনো টুইট টেনে এনে তিনি দেখিয়েছেন, রাজনৈতিক ক্ষেত্রে একের পর এক ভারতবিরোধী অবস্থান নিয়েছে ইউক্রেন। আর সেই অবস্থান থেকে মোটেও সরে আসেনি সে দেশ, এই ছবিটি টুইট করে তেমনটাই দাবি করেছেন ওই আধিকারিক। এই ছবির মাধ্যমে হিন্দু ধর্ম এবং ভারতীয় সংস্কৃতিকে অপমান করা হয়েছে বলে দাবি নেটিজেনদের একাংশেরও।
আরও শুনুন: ‘আন্ডারওয়ার্ল্ড’ থেকে উত্থান মা কালীর! ভিনদেশির ‘বিকৃত’ ভাবনায় চটে লাল ভারতীয়রা
কিছুদিন আগেই কালী প্রসঙ্গে বিতর্ক উসকে উঠেছিল দেশে। একটি তথ্যচিত্রের পোস্টারে কালীর সাজে একজন বহুরূপীকে দেখে ক্ষোভ উগরে দিয়েছিলেন অনেকেই। শুরু হয়ে গিয়েছিল রাজনৈতিক তরজাও। তার পরে এক বিদেশি ব্যক্তির কালীকে নিয়ে বেফাঁস মন্তব্যের জেরেও রীতিমতো বিতর্ক শুরু হয়েছিল। ‘আন্ডারওয়ার্ল্ড’ থেকে উত্থান মা কালীর, কানাডানিবাসী ব্যক্তির এই মন্তব্যের পালটা ক্ষোভ উগরে দিয়েছিলেন নেটিজেনরা। এবার ফের কালী ইস্যুতে উসকে উঠল নয়া বিতর্ক।