রবিবার বৃষ্টিতে ভিজবে কলকাতা। অবশেষে স্বস্তির বার্তা হাওয়া অফিসের। বৃষ্টির সম্ভাবনা রাজ্যের বাকি জেলাতেও। শুক্রবার থেকেই আশা হাওয়া বদলের। শাহকে মমতার ফোনের প্রসঙ্গে পিছু হটলেন শুভেন্দু। ১৫ দিনের মধ্যে ছাড়তে হবে বিতর্কিত জমি, বিশ্বভারতীর নোটিস অমর্ত্য সেনকে। অন্যথায় সিদ্ধান্ত বলপ্রয়োগের। বিশ্বভারতীর হুঁশিয়ারিতে ফের বিতর্ক। মোদি পদবি নিয়ে মামলায় বড় ধাক্কা রাহুল গান্ধীর। ফিরল না সাংসদ পদ। নিম্ন আদালতের রায়ে স্থগিতাদেশ দিতে নারাজ সুরাটের দায়রা আদালত।
হেডলাইন:
আরও শুনুন: 19 এপ্রিল 2023: বিশেষ বিশেষ খবর- শাহকে ফোনের প্রমাণ দিলে পদত্যাগ করব, শুভেন্দুকে চ্যালেঞ্জ মমতার
বিস্তারিত খবর:
1. গরমের দাবদাহে নাজেহাল রাজ্যবাসী। দক্ষিণবঙ্গের আট জেলায় বৃষ্টির পূর্বাভাস থাকলেও তালিকায় নাম ছিল না কলকাতার। এই পরিস্থিতিতে এবার স্বস্তির বার্তা শোনাল হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, শনিবার অর্থাৎ ঈদের দিন দক্ষিণবঙ্গের আট জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। এই আট জেলা ছাড়াও বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে সোম-মঙ্গলবার। শুক্রবার থেকে রবিবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের উপকূলের দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রামে। রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে বৃষ্টি হতে পারে কলকাতাতেও। এদিকে বৃষ্টি চলছে দার্জিলিং ও কালিম্পং জেলাতেও। যদিও সপ্তাহান্তের স্বস্তির আগে তাপপ্রবাহে জ্বলবে বাংলা। তবে শুক্রবার থেকে হাওয়া বদল হতে পারে রাজ্যে। জেলায় জেলায় বৃষ্টির ফলে তাপমাত্রার কমার আশা দেখছে হাওয়া অফিস।
2. পঞ্চায়েত ভোটের আগে ‘তৃণমূলে নবজোয়ার’ নামে অভিনব পদক্ষেপ ঘাসফুল শিবিরের। এবার জনমতের ভিত্তিতে প্রার্থী বাছাই হবে পঞ্চায়েত নির্বাচনে। বৃহস্পতিবার তৃণমূল ভবন থেকে নয়া কর্মসূচির সূচনা করলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক বৈঠকে তিনি জানান, “নিজেদের পছন্দের প্রার্থী বেছে নেওয়ার সুযোগ এর আগে বাংলা কেন, ভারতে কখনও কোথাও হয়নি। এটা হবে মানুষের পঞ্চায়েত। ৬০ হাজার গ্রামীণ বুথে মানুষের মতামতের ভিত্তিতে প্রার্থী বাছাই হবে।” চলতি মাসেই দক্ষিণবঙ্গ থেকে সংযোগ যাত্রা শুরু করছেন অভিষেক। প্রতি জেলায় একাধিক জনসভা করবেন তিনি, কথা বলবেন সাধারণ মানুষ থেকে বুথ সভাপতি সকলের সঙ্গেই। আর সাধারণ মানুষই গোপন ব্যালটে লিখে দেবেন প্রার্থী হিসেবে কাকে দেখতে চান। ভোটদাতার পরিচয় গোপন রাখা হবে। এই গোপন ব্যালটের ভিত্তিতেই প্রার্থী বাছাই হবে বলে জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এমনকি সেই পছন্দের প্রার্থী যদি বিরোধী দলের হন, তাতেও কোনও সমস্যা থাকবে না বলেই আশ্বাস দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।