মাত্র ১৫ বছর বয়সেই স্নাতক হওয়ার দোরগোড়ায় কিশোরী। এরপর আইন নিয়ে পড়াশোনা করে প্রধান বিচারপতি হতে চায় সে। কিশোরীর ইচ্ছের কথা শুনে কী পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি? আসুন, শুনে নেওয়া যাক।
খোদ দেশের প্রধানমন্ত্রীর মুখোমুখি হওয়ার সুযোগ কজনেরই বা আসে! তাও একেবারে অল্প বয়সে। কিন্তু নিজের যোগ্যতার জোরেই তেমন সুযোগ অর্জন করেছে এই কিশোরী। সম্প্রতি নরেন্দ্র মোদির মুখোমুখি হয়ে নিজের স্বপ্নের কথা জানিয়েছে সে। আর সে কথা শুনে তাকে পরামর্শ দিয়েছেন মোদিও।
আরও শুনুন: গরিব হলেন ধনকুবের! AI-এর কারসাজিতে ‘বিপ্লব’ নেটদুনিয়ায়
তানিষ্কা সুজিত নামের এই কিশোরী মধ্যপ্রদেশের ইন্দোরের বাসিন্দা। বয়স মাত্র ১৫৷ সাধারণত এই বয়সে মাধ্যমিক বা দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় বসে পড়ুয়ারা৷ কিন্তু মাত্র ১৩ বছর বয়সে দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গিয়েছে এই কিশোরী। সাইকোলজি নিয়ে পড়াশোনা করে এবার বিএ ফাইনাল পরীক্ষায় বসছে তানিষ্কা। অর্থাৎ এই বয়সেই স্নাতক হওয়ার দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে সে। আর মেধার জোরেই খোদ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ মিলেছে এই বিস্ময় কিশোরীর। তার মেধা এবং লড়াইয়ের কথা শুনে কিশোরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন মোদি। আসলে বিস্ময়কর প্রতিভা থাকলেও, জীবনের চলার পথটা যে তেমন মসৃণ নয় এই কিশোরীর। একই বছরে তার দাদু এবং বাবাকেও কেড়ে নিয়েছে মারণ ভাইরাস করোনা। কিন্তু যতই দুঃখ কষ্ট আসুক, জীবনের লড়াই ছাড়তে নারাজ তানিষ্কা। তার ইচ্ছে, এরপর আমেরিকায় গিয়ে আইন নিয়ে পড়াশোনা করবে সে৷ ভবিষ্যতে দেশের প্রধান বিচারপতি হওয়াই লক্ষ্য এই কিশোরীর। আর প্রধানমন্ত্রীকে নিজের সেই স্বপ্নের কথাই জানিয়েছে সে।
আরও শুনুন: অগ্নিহোত্রীর অগ্নি-সাহসে ইতি, জাগল বিবেক, টুইটের জেরে ক্ষমা চাইলেন আদালতে
চলতি মাসেই ভোপাল সফরে এসেছিলেন প্রধানমন্ত্রী। আর সেই সময়েই তাঁর সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছিল এই কিশোরী। দুজনের মধ্যে প্রায় মিনিট ১৫ কথা হয়। তানিষ্কার কথা শুনে কী বলেছেন নরেন্দ্র মোদি? ওই কিশোরী জানিয়েছে, তাকে স্বপ্নপূরণের জন্য উৎসাহ দিয়েছেন প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, তাকে সুপ্রিম কোর্টে যেতে এবং শীর্ষ আদালতের বিচারপতিদের সওয়াল শুনতেও পরামর্শ দিয়েছেন তিনি। সেই অভিজ্ঞতা তাকে স্বপ্নের দিকে এগিয়ে যেতে আরও উদ্বুদ্ধ করবে বলেই মত প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রীর উৎসাহ তাকে নিজের লক্ষ্যের দিকে আরও একাগ্র করে তুলেছে, এমনটাই জানিয়েছে তানিষ্কা সুজিত।