খোলামেলা পোশাকে নিজেকে মেলে ধরার জন্যই খ্যাতি কুড়িয়েছেন উরফি জাভেদ। কিন্তু সেই উচ্ছল লাস্যের আড়ালে যা রয়েছে, তার সবটুকুই আনন্দের নয়। ছোটবেলাতেই শারীরিক নির্যাতনের মুখে পড়েছিলেন তিনি। একইভাবে, প্রায় সমবয়সি এক ছেলের সামনে পোশাক খুলতে বাধ্য হয়েছিলেন কঙ্গনা রানাউত-ও। তারকাদের জীবনের সবটুকুই যে আলো ঝলমলে নয়, সে কথাই ফাঁস করেছিলেন তাঁরা। শুনে নেওয়া যাক।
সোশ্যাল মিডিয়ার সবচেয়ে চেনা মুখের মধ্যে অন্যতম উরফি জাভেদ। কখনও সবুজ জালের মতো আবরণে শরীর জড়ানো, তো কখনও বুকের উপর ভাসছে রাজহাঁস- এমন সব অভিনব পোশাকের জেরে সবসময়েই চর্চায় থাকেন তিনি। কিন্তু কেবল সেইটুকুই তাঁর পরিচয় নয়। যৌন হেনস্তা, নানা ধরনের কুপ্রস্তাব ইত্যাদি বিষয়ে মুখ খুলে একাধিক বার সিনে ইন্ডাস্ট্রির কালো দিক তুলে ধরেছেন এই তারকা। শুধু কাজের জগৎই নয়, ব্যক্তিজীবন নিয়েও একইরকম খোলামেলা উরফি। বাবার কাছেই কীভাবে নির্যাতনের শিকার হয়েছিলেন তিনি, সে কথাও ফাঁস করেছেন এই মেয়ে।
আরও শুনুন: আড়াই বছর ধরে টানা যৌন হেনস্তা করেন মায়ের বন্ধু! কিশোরীবেলার অভিজ্ঞতা জানালেন কুবরা সইত
লখনউয়ের রক্ষণশীল মুসলিম পরিবারের মেয়ে উরফি। কৈশোর ও শৈশবে রীতিমতো শারীরিক এবং মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছিল তাঁকে, এমনটাই জানিয়েছেন উরফি। বলেছেন, ছোটবেলায় তাঁকে নিয়মিত মারধর করতেন তাঁর বাবা। একবার এমন মার খেতে হয়েছিল যে অজ্ঞান হয়ে যান উরফি। নির্যাতনের হাত থেকে রেহাই পেতেন না তাঁর মা ও বোনেরাও। বাবার লাগাতার অত্যাচার সহ্য করতে না পেরে অনেকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন উরফি। শেষমেশ ১৭ বছর বয়সে দিল্লি পালিয়ে আসেন তিনি, তারপর মুম্বাইয়ে এসে নিজের পায়ের তলার জমি শক্ত করেছেন উরফি জাভেদ।
আরও শুনুন: স্তন ছোট বলেই বাদ পড়েছেন সিনেমা থেকে, বলিপাড়ার গুপ্তকথা ফাঁস করলেন রাধিকা
মাত্র তিন বছর বয়সে যৌন হেনস্তার মুখে পড়তে হয়েছিল ফতিমা সানা শেখকেও। শৈশবেও একই অভিজ্ঞতার শিকার কঙ্গনা রানাউত-ও। তাঁর থেকে মাত্র তিন-চার বছরের বড় একটি ছেলের সামনে কীভাবে পোশাক খুলতে বাধ্য হয়েছিলেন তিনি, জানিয়েছিলেন অভিনেত্রী। নিজের আত্মজীবনীতে নীনা গুপ্তা লিখেছিলেন, অল্প বয়সেই এক ডাক্তার এবং এক দরজি কীভাবে তাঁকে যৌন হেনস্তা করেছিল।
আরও শুনুন: ডাক্তারের হাতে যৌন হেনস্তার শিকার, মুখ ফুটে মায়ের কাছেও বলতে পারেননি অভিনেত্রী
আসলে এ দেশে শিশু নির্যাতনের ঘটনা এখনও ভূরি ভূরি। সেই নির্যাতন কখনও আসে পরিবারের মধ্যে থেকে, কখনও পরিবারের বাইরে থেকে। কখনও শারীরিক, কখনও মানসিক, কখনও আবার যৌন হেনস্তার মধ্যে দিয়েও যেতে হয় এ দেশের অনেক শিশুকেই। অনেক সময়ই তা নিয়ে সেভাবে কথাও হয় না। কিন্তু সেই ছক ভেঙেই মুখ খুলেছেন উরফি-সহ এই তারকারা। আর তাঁদের মতোই নির্যাতিতদের জুগিয়েছেন আরও একটু সাহস।