শাড়ি, গয়না ,টিপ সেইসঙ্গে খোঁপায় ফুল। এভাবে সেজেগুজে পুজো দেওয়াই নিয়ম দক্ষিণের এই মন্দিরে। তবে মহিলারা নয়। এমনভাবে সেজে মন্দিরে পুজো দিতে যান পুরুষরা। আর তাঁরা এতটাই নিখুঁত ভাবে সাজেন, একবার দেখলে বোঝার উপায় নেই যে তাঁরা আসলে পুরুষ। এমন নিয়মের নেপথ্যে কী কারণ রয়েছে? আসুন শুনে নেওয়া যাক।
মহিলাদের মতো সেজে পুজো দেওয়া রীতি। যা পালন করতে হাজার হাজার পুরুষ ভক্ত ভিড় জমান এই মন্দিরে। সাজের বহরে লিপস্টিক, টিপ, শাড়ি, ব্লাউজ কিছুই বাদ রাখেন না তাঁরা। আর সাজ সম্পূর্ণ হলে এতটুকু বোঝার উপায় থাকে না তাঁরা আসলে পুরুষ। সম্প্রতি এমনই মহিলাদের সাজে পুরুষের ছবি দেখে রীতিমতো অবাক নেটদুনিয়া।
আরও শুনুন: স্বয়ং মহাদেব ভিক্ষা নেন তাঁর কাছে, ভক্তের অন্নের অভাব দূর করেন দেবী অন্নপূর্ণা
জালিকাট্টু কিংবা ভুতোকোলা, দক্ষিণ ভারতের একাধিক ধর্মীয় অনুষ্ঠানে অদ্ভুত কিছু রীতি পালনের রেওয়াজ রয়েছে। এমনই এক উৎসব ‘চাম্যাবিলক্কু’। সেখানকার এক প্রসিদ্ধ মাতৃ মন্দিরের বার্ষিক উৎসব এটি। নিয়ম অনুযায়ী এই উৎসবে পুরুষ ভক্তরা মহিলা সেজে পুজো দেন। তবে যেমন তেমন ভাবে নয়। তাঁরা এতটাই নিখুঁত ভাবে সাজেন যে একবার দেখলে বোঝার উপায় থাকে না তাঁরা আসলে পুরুষ। অধিকাংশ পুরুষ ভক্তই এদিন শাড়ি পরে মন্দিরে আসেন। সেই সঙ্গে মানানসই ব্লাউজ এবং গয়না পরেন। এখানেই শেষ নয়। এরপর তাঁরা মেকআপও করেন। টিপ লিপস্টিক সহ যাবতীয় মেয়েদের সাজ সজ্জার সরঞ্জাম সবই ব্যবহার করেন তাঁরা। তারপর নিজেদের নাম পরিচয় লেখা ব্যাজ পরে মন্দিরে পুজো দেন। এখন প্রশ্ন হচ্ছে পুজো দিতে এসে এঁরা নিজেদের নাম লেখা ব্যাজ কেন পরেন? আসলে তাঁদের সাজের ভিত্তিতে একটা প্রতিযোগিতার আয়োজন করে মন্দির কর্তৃপক্ষ। কার সাজ কতটা নিখুঁত হল সেই ভিত্তিতে পুরষ্কারও দেওয়া হয়। উৎসবের দিন কার্যত বোঝাই যায় না কে পুরুষ কে মহিলা।
আরও শুনুন: ব্যবহার হয়নি সিমেন্ট, ইন্দোরের এই কাচের মন্দির বিস্ময় জাগায় ভক্তদের
চলতি বছরে এই উৎসবে যিনি প্রথম পুরস্কার পেয়েছেন, তাঁর ছবি ঘিরে রীতিমতো শোরগোল শুরু হয়েছে নেটদুনিয়ায়। মেরুন শাড়ি ,সবুজ ব্লাউজ সঙ্গে মানানসই গয়না। সেইসঙ্গে এত সুন্দর ভাবে মেকআপ করেছেন, যে ছবি দেখে কেউ বিশ্বাসই করতে চাইছেন না তিনি একজন পুরুষ। এরকম আরও অনেক পুরুষ ভক্তের ছবি প্রকাশ্যে এসেছে। কাউকেই দেখলে বোঝার উপায় নেই তাঁরা পুরুষ। জানা গিয়েছে, এই প্রথা আজকের নয়। বহু বছর ধরে কেরলের এই মন্দিরে পালিত হয়ে আসছে এই অদ্ভুত রীতি। প্রতি বছরই হাজার হাজার ভক্ত এমন ভাবে সেজে মন্দিরে ভিড় জমান।
Here is a video that’s getting viral from this unique tradition pic.twitter.com/3qKHA7ggzk
— Arvind (@tweet_arvi) March 27, 2023