দুর্ঘটনায় হারিয়েছেন নিজের দাদুকে। আর কারও সাথে এমনটা হোক, একেবারেই চান না এই তরুণী। তাই নিজের কাঁধেই তুলে নিয়েছেন গুরু দায়িত্ব। রাস্তায় দাঁড়িয়ে থেকে পথচলতি মানুষদের সচেতনতার পাঠ শেখাতে শুরু করেছেন তিনি। এমনকি নিজে হাতে ১৫০০ টি সাইকেলে সেফটি লাইট লাগিয়ে দিয়েছেন এই তরুণী। কার কথা বলছি? আসুন শুনে নেওয়া যাক।
দুর্ঘটনা অকালেই কেড়ে নিয়েছে প্রিয় মানুষকে। এমন হাহাকার অনেকের মুখেই শোনা যায়। কখনও সচেতনতার অভাব, আবার কখনও ভাগ্যের ফের, বিভিন্ন কারণে পথ দুর্ঘটনা প্রাণ কেড়েছে অনেকের। তেমনই এক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন এই তরুণীর দাদু। তাই ওই একই ঘটনায় আর কাউকে পৃথিবী ছেড়ে চলে যেতে দেবেন না বলে ঠিক করেছেন তিনি।
আরও শুনুন: স্টেশনে ফোন হারিয়েছিলেন বচ্চনের মেক-আপ আর্টিস্ট, পেয়ে ফিরিয়ে দিলেন কুলি
কথা বলছি, উত্তরপ্রদেশের লখনউয়ের খুশি পাণ্ডের সম্পর্কে। সম্প্রতি একটি ভিডিওর জেরে নেটদুনিয়ায় বেশ চর্চায় উঠে এসেছেন তিনি। বছর ২২-র এই তরুণী বছর কয়েক আগে সাইকেল দুর্ঘটনায় হারিয়েছেন নিজের দাদুকে। সেই থেকেই তিনি পণ করেন এইভাবে আর কাউকে মারা যেতে দেবেন না। তাঁর দাদুর সাইকেলে সেফটি লাইট ছিল না। তাই রাতের অন্ধকারে সাইকেলটি দেখতে পায়নি একটি গাড়ি। সেই গাড়ির ধাক্কাতেই অকালে প্রাণ হারান ওই বৃদ্ধ। তাই খুশি ঠিক করেন যাঁদের সাইকেলে সেফটি লাইট থাকবে না, তিনি নিজেই সেই কাজটি করে দেবেন। যেমন ভাবা তেমন কাজ। এতদিনে প্রায় ১৫০০ সাইকেলে সেফটি লাইট হিসেবে লাল আলো লাগিয়েছেন তিনি। একইসঙ্গে, এমনটা করার জন্য সাইকেল আরোহীদের বারে বারে উৎসাহও জুগিয়ে যান তিনি। প্রায়শয়ই রাস্তার ধারে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাঁকে। যেখানে লেখা থাকে “সাইকেল পে লাইট লাগাও “।
আরও শুনুন: পাটনা স্টেশনের পর্ন-কাণ্ডের পরই ‘রহস্যময়’ টুইট, নিজের ভিডিও চিনতে পারলেন তারকা?
তাঁর এই কাণ্ডের ভিডিওই সম্প্রতি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। ভিডিওটি শেয়ার করে প্রশংসা করেছেন এক আইএএস অফিসার। সেখানে নেটিজেনরাও তাঁকে এই কাজের জন্য বাহবা দিয়েছে। সকলেই মনে করেছেন তাঁর এই সচেতনতা প্রচারের জেরে পথ দুর্ঘটনার পরিমান অনেকটাই কমবে।