ভারতসেরা মোহনবাগানকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর। ঘোষণা ৫০ লক্ষ টাকা পুরস্কারের। খুশি ATK সরে যাওয়ায়, বিশ্বসেরা হবে মোহনবাগান, আশা মুখ্যমন্ত্রীর। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার শান্তনু ঘনিষ্ঠ অয়ন শীল। ১৪ দিনের জেল হেফাজতে অনুব্রতর হিসাবরক্ষক মণীশ কোঠারি। নোবেলজয়ী অমর্ত্য সেনের নামে জমির মিউটেশন করল জেলা প্রশাসন। গ্রুপ ডি শূন্যপদে নিয়োগে স্থগিতাদেশ বহাল সুপ্রিম কোর্টেও। লিভ-ইন সম্পর্কে জরুরি নয় রেজিস্ট্রেশন।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. আইএসএল চ্যাম্পিয়ন মোহনবাগানের জন্য ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার ভারতসেরা ক্লাবকে সংবর্ধনা দিতে মোহনবাগান তাঁবুতে গিয়ে তিনি ঘোষণা করেন, “আমি চাই, আগামী দিনে এইভাবেই আরও এগিয়ে যাক মোহনবাগান। আমি সবসময়ে বাংলার ফুটবলের পাশে থেকেছি। মোহনবাগান ক্লাব যাতে পরিকাঠামোর দিক থেকে আরও উন্নতি করতে পারে, তাই পশ্চিমবঙ্গ সরকারের তরফে ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করছি।” সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর ঘোষণা, আগামী দিনে বিশ্বসেরার শিরোপা উঠবে সবুজ-মেরুনের মাথায়। এছাড়াও এদিন বক্তব্য রাখতে গিয়ে নিজের মায়ের মোহনবাগান প্রীতির কথা বলেন তিনি। তাঁর কথায়, “আমি কার সমর্থক, সেটা বলছি না। কিন্তু মোহনবাগানের আবেগই আলাদা। মোহনবাগান মোহনবাগানই। তার আগে এটিকে মোটেই ভাল লাগে না। এখন আর এটিকে নেই। এখন মোহনবাগানের নাম মোহনবাগান সুপার জায়ান্টস।” এদিন ভারতসেরাদের সংবর্ধনা অনুষ্ঠানে মিষ্টি হাতে মোহনবাগান ক্লাবে যান মুখ্যমন্ত্রী। সেখানেই ক্লাবের উন্নয়ন এবং জয় উদযাপনের জন্য ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেন তিনি।
2. নিয়োগ দুর্নীতি মামলায় জারি ধরপাকড়। এবার ইডির হাতে গ্রেপ্তার শান্তনু বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীল। প্রায় ৩৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর রবিবার গভীর রাতে অয়নকে সিজিও কমপ্লেক্সে নিয়ে আসেন ইডি আধিকারিকরা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, প্রোমোটিং ব্যবসার আড়ালে সল্টলেকের অফিসে বসে অয়ন চালাতেন নিয়োগ দুর্নীতির কারবারও। অয়নের অফিস থেকে উদ্ধার হয়েছে প্রায় চারশো ওএমআর শিট। মিলেছে প্রচুর অ্যাডমিট কার্ডের কপি। সাতটি কম্পিউটার থেকে পাওয়া গিয়েছে বিপুল পরিমাণ টাকার লেনদেনের হিসাব। সন্ধান মিলেছে প্রায় দশটি বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টের। তবে শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের নিয়োগ দুর্নীতি ছাড়াও বিভিন্ন পুরসভায় নিয়োগ দুর্নীতিতে অয়ন সরাসরি যুক্ত ছিলেন, সেই ব্যাপারেও বেশ কিছু প্রমাণ পেয়েছে ইডি। এমনকী, দমকল বিভাগে নিয়োগেও হাত রয়েছে তাঁর, এমনটাই দাবি তদন্তকারীদের। জানা গিয়েছে, অয়নের থার্ড পার্টি এজেন্সির মাধ্যমে চলত নিয়োগ। যে নিয়োগে প্রভাব খাটাতেন প্রাক্তন তৃণমূল যুবনেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়। ২০১৮-২০১৯ সালের মধ্য়ে এই নিয়োগ হয়েছিল বলে দাবি ইডির। মাত্র ৭-১০ দিনের মধ্যে অয়ন-শান্তনু দুজনের মধ্য়ে প্রায় সাড়ে সাত কোটি টাকার লেনদেন হয়েছিল বলে খবর। রাজ্যের অন্যান্য বিভাগের নিয়োগেও কি প্রভাব বিস্তার করেছে এই জুটি? এখন তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।