নাতির সঙ্গে ঠাকুমা-দিদিমাদের সম্পর্ক চিরকালই খুব স্পেশাল। এমন এক মধুর সম্পর্ক যার তুলনা আর দ্বিতীয় হয় না। নাতিপুতিদের সান্নিধ্য তাই চিরকালই তাঁদের বড় প্রিয়। তবে মার্কিন মুলুকের এক বৃদ্ধা যে অভাবনীয় পরিবার পেয়েছেন, তারও বোধহয় কোনও তুলনাই হয় না। এই মুহূর্তে তাঁর নাতিপুতির সংখ্যা ৫৯৯ জন। আর এই বিরাট পরিবার নিয়ে বেজায় খুশি বৃদ্ধা। আসুন শুনে নিই তাঁর কথা।
কোলে সদ্যোজাতকে নিয়ে হাসিমুখে ছবি তুলেছেন এক বৃদ্ধা। পরিবারে নতুন সদস্য এলে আনন্দ যে হবে, সে তো আর নতুন করে উল্লেখের প্রয়োজন নেই। তবে আমেরিকান এক বৃদ্ধার কাছে এই মুহূর্ত নিঃসন্দেহে স্মরণীয়। কেননা এই নিয়ে মোট ৫৯৯ জন নাতিপুতি এল তাঁর জীবনে।
আরও শুনুন: পার্থ-অর্পিতার দৌলতে নেটদুনিয়ায় চর্চায় ‘লাভ সাইন’, কোথা থেকে এল এই ভালবাসার চিহ্ন?
শুনলে একটু অবাকই হতে হয় বইকি। তবে এই বৃদ্ধ দিদিমার পরিবার কিন্তু আক্ষরিক অর্থেই ব্যাপক। মাত্র ১৬ বছর বয়সে তাঁর বিয়ে হয়েছিল। তখন তাঁর স্বামীর বয়স ছিল ৫০। তিনি অবশ্য স্বামীর দ্বিতীয় পক্ষের স্ত্রী। আগের পক্ষে তাঁর স্বামীর ১০ জন সন্তান ছিলেন। বিমাতা হলেও তাঁদের সঙ্গে ভাল সম্পর্কই ছিল মহিলার। এরপর তাঁদের দাম্পত্য জীবনে আরও ১৩ জন সন্তান আসে পরিবারে। বোঝাই যাচ্ছে, গোড়া থেকেই পরিবারের বহর ছিল বেশ বড়। সেই পরিবাররই ক্রমে আরও বড় হয়েছে। বৃদ্ধার বাড়ির লোকেরা হিসাব করে দেখেছেন, তাঁর নাতি মোট ১০৬ জন। তাঁদের বিয়ে-থা হয়েছে, সন্তানসন্ততিও হয়েছে। ফলে পরিবারে যোগ হয়েছে আরও ২২২ জন সদস্য। পরবর্তী প্রজন্মের সন্তানরা ২৩৪ জন, এবং তারও পরবর্তী প্রজন্মে এখনও পর্যন্ত মোট ৩৭ জন সদস্য এসেছে পরিবারে। অর্থাৎ ৯৮ বছরের এই বৃদ্ধার নাতি-পুতির সংখ্যা সব মিলিয়ে মোট ৫৯৯। আর তাতে তিনি বেজায় খুশি। সংসার ভরে উঠুক এ যদি তাঁর প্রার্থনা হয়ে থাকে, তবে এই ভরা সংসার যে তাঁকে অনির্বচনীয় তৃপ্তি দিয়েছে, তা বলাই যায়। সদ্যই এক সদস্য এসেছে তাঁর পরিবারে। সেই সদ্যোজাতকে কোলে নিয়ে বৃদ্ধার মুখে যে স্বর্গীয় হাসি, তাতেই যেন লেখা আছে তাঁর আনন্দ-তৃপ্তির কথাটুকু।