শারীরিক অসুস্থতার দোহাই দিয়েও রেহাই মিলল না অনুব্রতর। দিল্লিতেই নিয়ে যাওয়া হল দাপুটে নেতাকে। ঢাকার গুলিস্তানে ভয়াবহ বিস্ফোরণ। নিহত অন্তত ১৭। জখম শতাধিক। আরএসএস-এর সঙ্গে কট্টরপন্থী ইসলামিক সংগঠনের তুলনা। ব্রিটেনে বসে বিস্ফোরক মন্তব্য রাহুল গান্ধীর। ফের বিরোধীশূন্য নাগাল্যান্ড। প্রধানমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ প্রাক্তন পাক ক্রিকেট অধিনায়কের। পাকিস্তানে ফের ঘটল হিন্দু নির্যাতনের ঘটনা। ইন্দোরের পিচ বিতর্কে এবার পদক্ষেপ বিসিসিআই-এর।
হেডলাইন:
আরও শুনুন: 6 মার্চ 2023: বিশেষ বিশেষ খবর- ‘এর বেশি ডিএ নয়’, সরকারি কর্মীদের আন্দোলনের পালটা জবাব মুখ্যমন্ত্রীর
আরও শুনুন: 5 মার্চ 2023: বিশেষ বিশেষ খবর- কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার রুখতে মোদিকে চিঠি মমতা-সহ ৯ বিরোধী নেতার
বিস্তারিত খবর:
১। শারীরিক অসুস্থতার দোহাই দিয়েও দিল্লি-যাত্রায় রেহাই মিলল না অনুব্রত মণ্ডলের। মঙ্গলবার তাঁকে দিল্লি নিয়ে যাওয়ার ছাড়পত্র দিল জোকা ইএসআই হাসপাতাল। এদিন আসানসোল সংশোধনাগার থেকে তাঁকে কলকাতার জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষার জন্য নিয়ে আসা হয়। সেখানে কয়েক ঘন্টার পরীক্ষার পর চিকিৎসকরা জানিয়ে দেন, কোনও শারীরিক সমস্যা নেই অনুব্রতর। এরপরই তাঁকে নিয়ে যাওয়া হয় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে। সেখানেই পরবর্তী পর্যায়ের কাজকর্ম চলে। সেখান থেকেই বীরভূমের দাপুটে নেতাকে নিয়ে দিল্লিতে নিয়ে যান তদন্তকারীরা। বিমানবন্দরে তাঁর শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেয়। ইনহেলার নিতেও দেখা যায় তাঁকে। নেতার শারীরিক পরিস্থিতির তদারকির জন্য একজন চিকিৎসকও ছিলেন উড়ানে। এ ছাড়া ছিলেন ইডি-র আধিকারিকরা। সূত্রের খবর, বেশি রাতে পৌঁছনোর কারণে মঙ্গলবার রাতে ইডি দপ্তরেই রাখা হতে পারে তাঁকে। বুধবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে পেশ করা হতে পারে বীরভূমের জেলা তৃণমূল সভাপতিকে।
২। বিস্ফোরণে কেঁপে উঠল বাংলাদেশের রাজধানী ঢাকার গুলিস্তান। সেখানকার বিআরটিসির কাউন্টারের পাশেই ওই বিস্ফোরণ ঘটেছে বলে জানা গিয়েছে। নিহত অন্তত ৮। জখম শতাধিক। যুদ্ধকালী তৎপরতায় শুরু হয়েছে উদ্ধারকাজ। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকলের ১১টি ইঞ্জিন। মঙ্গলবার রাত থেকেই শুরু সবেবরাত। তার ঠিক আগেই এই ধরনের বিস্ফোরণকে সন্ত্রাস হানা বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত কোনও জঙ্গি গোষ্ঠী এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি। বিস্ফোরণের ভয়াবহতা দেখে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।