প্রধানমন্ত্রীর নামে কেউ ভোট চাইলে জুতোপেটা করুন। এমনই নিদান দিলেন হিন্দু সেনার প্রধান। এ বিষয়ে বিজেপি নেতাদের সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি। তাঁর দাবি, সত্যিই কাজ করে থাকলে মোদির ছবি ব্যবহার না করে প্রচার করুন বিজেপি নেতারা। হঠাৎ কোন প্রসঙ্গে এমন মন্তব্য করলেন তিনি? আসুন শুনে নিই।
বিজেপির অধিকাংশ প্রচারেই ব্যবহার করা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি। রাজ্য স্তরের নির্বাচন থেকে আরম্ভ করে পঞ্চায়েত ভোট, সব ক্ষেত্রেই বিজেপি প্রার্থীদের ছবির সঙ্গে দেওয়া থাকে মোদির ছবি। কিন্তু সম্প্রতি এই প্রবণতার বিরুদ্ধে সরব হয়েছেন হিন্দু সেনার প্রধান প্রমোদ মুথালিক। তাঁর দাবি, মোদির ছবি ব্যবহার করে কেউ ভোট চাইতে এলেই তাকে জুতোপেটা করা হোক।
আরও শুনুন: যোগীরাজ্যে হাতুড়ি দিয়ে ভাঙা হল শিবলিঙ্গ, চাঞ্চল্য এলাকায়
সামনেই কর্ণাটকের বিধানসভা নির্বাচন। প্রচারে ব্যস্ত সে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল। পিছিয়ে নেই বিজেপিও। অন্যান্য নির্বাচনের মতো, এখানেও বিজেপির প্রচারে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি। সে প্রসঙ্গে কথা বলতে গিয়েই বিজেপি নেতাদের বিরুদ্ধে গর্জে উঠলেন হিন্দু সেনা প্রধান প্রমোদ মুথালিক। তাঁর দাবি, মোদির ছবি ব্যবহার করে প্রচার চালাচ্ছেন বিজেপি নেতারা। তাই তাঁদের উদ্দেশ্যে হিন্দু নেতার চ্যালেঞ্জ, সত্যিই কাজ করে থাকলে মোদির ছবি ব্যবহার না করে প্রচার করুন। এক্ষেত্রে তাঁর স্পষ্ট যুক্তি, বিজেপি নেতারা যেন সরাসরি নিজেদের পরিচয়ে ভোট চান। তাঁরা যদি সত্যিই কাজ করে থাকেন তাহলে সেই কাজের কথা মানুষের সামনে প্রকাশ করেন। তিনি বারবার বিজেপি নেতাদের উদ্দেশ্য করে বলেছেন, তাঁরা যেন নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করেন। তাহলেই কেবল কাজের ভিত্তিতে ভোট চাইতে পারবেন নেতাকর্মীরা। তিনি আরও বলেন, বিজেপি নেতারা যেন সাধারণ মানুষকে বোঝান, তাঁরা হিন্দুত্ববাদের স্বার্থে ঠিক কতটা কাজ করেছেন। এমনকি গরু উদ্ধারের পরিসংখ্যানও মানুষের কাছে তুলে ধরার নিদান দিয়েছেন হিন্দু সেনা প্রধান।
আরও শুনুন: ১১ বছর ধরে পা পড়েনি বাইরে, তরুণীকে ঘরবন্দি করে নির্যাতন আইনজীবী স্বামীর
এরপরই তিনি বলেন, নিজেদের কথা না বলে বিজেপি নেতারা শুধুমাত্র প্রধানমন্ত্রীর নামে ভোট চাইছেন। এই প্রবণতা অবিলম্বে বন্ধ করা উচিত। শুধুমাত্র নিজেদের কাজের জোরেই ভোট চাইতে পারেন কোনও নেতা। কেন্দ্রে বিজেপি সরকার আছে বলেই প্রধানমন্ত্রীকে দেখিয়ে সেই সুবাদে ভোট চাওয়ার অধিকার নেই কারোরই, এ কথা মনে করিয়ে দিয়েছেন হিন্দু সেনা প্রধান।