৫০০ টাকার নোট দিয়ে তৈরি মালা পরিয়ে নতুন বরকে বরণ করেছিল কনেপক্ষ। হঠাৎ অজ্ঞাতপরিচয় কিশোর এসে সেই মালায় টান দেয়। কেউ কিছু বুঝে ওঠার আগেই ২ লক্ষ টাকা মূল্যের সেই মালা নিয়ে চম্পট দেয় সে। আচমকা এমন অপ্রাত্যাশিত কাণ্ডের জেরে স্তম্ভিত হয়ে যান বিয়েবাড়ির সকলেই। কোথায় ঘটেছে এমন ঘটনা? আসুন শুনে নিই।
নতুন বরকে টাকার মালা পরানোর রেওয়াজ অনেক পরিবারেই রয়েছে। সেইরকমই দিল্লির এক ব্যাঙ্কোয়েট হলের সামনে ৫০০ টাকার নোট দিয়ে তৈরি মালা পরিয়ে নতুন বরকে বরণ করছিলেন কনের ভাই। আচমকা সেখানে হাজির হয় এক অজ্ঞাতপরিচয় কিশোর। মুহূর্তের মধ্যে বরের গলা থেকে সেই মালা ছিনিয়ে নিয়ে চম্পট দেয় সে। সঙ্গে সঙ্গে তার পিছনে ধাওয়া করে বিয়েবাড়ির লোকজন। কিন্তু সবার চোখকে ফাঁকি দিয়ে টাকা নিয়ে সে পালিয়ে যায়।
আরও শুনুন: এবার মোগলাই পরোটার নাম বদল! খোঁচা জহর সরকারের, কেন্দ্রের সিদ্ধান্তের সমালোচনায় ডেরেক
ঘটনাটি ঘটেছে দিল্লির মায়াপুরী এলাকার একটি ব্যাঙ্কোয়েট হলের বাইরে। সেখানেই বিয়ে হওয়ার কথা ছিল বছর ২৭-এর রিজওয়ান খানের। জানা গিয়েছে, প্রায় আড়াই বছর আগে তাঁর বিয়ে ঠিক হয়েছিল। কিন্তু করোনা অতিমারির কারণে সেই বিয়ের দিন এতটা পিছিয়ে যায়। এই ক-দিনে নতুন জামাইবাবুর জন্য অদ্ভুত উপহারের পরিকল্পনা করে তাঁর শ্যালক। ৫০০ টাকার মোট ৪০০টি নোট জমিয়ে তিনি একটি বরমালা তৈরি করে করেন। এদিন নিজে হাতে সেই মালা পরানোর জন্য ব্যাঙ্কোয়েটের বাইরে বেরিয়ে আসেন তিনি। পরিকল্পনা মতো সেই মালা নতুন বরের গলায় পরিয়েও দেন। ঠিক সেই সময় কয়েকজন রূপান্তরকামী সেখানে এসে টাকা পয়সা চেয়ে অশান্তি করতে শুরু করেন। বিয়েবাড়ির বাকি সদস্যরা সেই ঝামেলা মেটাতে এগিয়ে যান। সেই গোলমালের সুযোগ নিয়ে ঘটনাস্থলে বিনা নিমন্ত্রণে উপস্থিত থাকা চার অজ্ঞাত পরিচয়ের কিশোরের একজন, বরের গলা থেকে মালাটি ছিনিয়ে নিয়ে চম্পট দেয়। আচমকা এই আক্রমণের জন্য তৈরি না থাকায় রিজওয়ান চেষ্টা করেও মালাটি ধরে রাখতে অক্ষম হন। তবু তাঁর প্রাথমিক চেষ্টায় কয়েকটি নোট মালা থেকে খুলে মাটিতে পড়ে যায়। সেই অবস্থাতেই মালার বাকি অংশ নিয়ে পাশের জঙ্গলের দিকে দৌড় দেয় ‘চোর’। সঙ্গে সঙ্গে কনের ভাই-সহ আরও কয়েকজন সদস্য তার পিছনে ধাওয়াও করে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে জঙ্গলের অন্ধকারে মিলিয়ে যায়।
আরও শুনুন: ২৮ বছরের বিধবা পুত্রবধূকে বিয়ে ৭০ বছরের বৃদ্ধ শ্বশুরের, জানাজানি হতেই ছড়াল চাঞ্চল্য
তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশে। ঘটনার কথা সবিস্তারে জানিয়ে অভিযোগ দায়ের করা হয় ওই কিশোরের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে পুলিশ। পুলিশ সূত্রে খবর, বরের গলায় থাকা মালাটিতে মোট ২ লক্ষ টাকা ছিল। যার বেশিরভাগটা নিয়েই চম্পট দিয়েছেল ওই কিশোর। কিন্তু জোর করে ছিনিয়ে নিয়ে যাওয়ার সময় প্রায় ৭১ টি ৫০০ টাকার নোট মালা থেকে খুলে পড়ে যায়। তাই ৩২৯ টি নোট নিয়ে সেদিন পালিয়ে গিয়েছিল ওই চোর। যদিও এলাকার সিসিটিভি ফুটেজ দেখে পরেরদিনই কিশোরকে শনাক্ত করে ফেলে পুলিশ। এবং বছর ১৪-র ওই কিশোরকে ঘটনাস্থলের মাত্র ৫ কিমি দূরত্বের এক এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। আপাতত তার কাছ থেকে মোট ৭৯টি নোট উদ্ধার করা গিয়েছে। বাকি টাকা সম্ভবত তার সঙ্গীদের কাছে রয়েছে বলেই মনে করছে পুলিশ। তাই সেগুলি উদ্ধারের জন্য তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ।