বিশ্বের দরবারে বড় সম্মান জিতে নিয়েছে ‘আরআরআর’। কিন্তু এই সম্মানের দাবিদার কি কেবল দক্ষিণ ভারত? নাকি এ জয় গোটা দেশেরই? এই মর্মেই সম্প্রতি উসকে উঠেছে বিতর্ক। আর সেই বিতর্কেই এবার ঘি ঢাললেন সংগীতশিল্পী আদনান সামি। আসুন, শুনে নেওয়া যাক।
গোল্ডেন গ্লোব জিতে ভারতের মুকুটে নয়া পালক যোগ করেছে দক্ষিণী ছবি আরআরআর। যার প্রেক্ষিতে ছবির কলাকুশলীদের শুভেচ্ছা জানিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু এই শিরোপা ঘিরেও এবার ঘনিয়ে উঠেছে বিতর্ক। এই সম্মানের প্রথম দাবিদার কে, দেশ নাকি রাজ্য, এই মর্মেই চলছে চাপানউতোর। সেই বিতর্ক আরও উসকে দিল সংগীতশিল্পী আদনান সামির টুইট।
আরও শুনুন: হোটেলে ডাক যৌনকর্মীদের, খেতেও দেওয়া হয়নি, বিস্ফোরক অভিযোগ পাক অভিনেত্রীর
আসলে ‘আরআরআর’ পুরস্কৃত হওয়ার পর অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন রেড্ডি টুইটে লিখেছিলেন, ‘‘তেলুগু পতাকা মাথা উঁচু করে উড়ছে। অন্ধ্রপ্রদেশের পক্ষ থেকে আরআরআর ছবির টিমকে আমার শুভেচ্ছা।” কিন্তু এই শুভেচ্ছাবার্তাকে ভাল চোখে নেননি অনেকেই। তাঁদের দাবি, তেলুগু পতাকার কথা বলে আসলে রাজ্যের তরফে সব কৃতিত্ব আত্মসাৎ করতে চাইছেন জগন রেড্ডি। আর এই প্রেক্ষিতেই অন্ধ্রের মুখ্যমন্ত্রীকে পালটা দিয়েছেন আদনান সামি। তাঁর সাফ কথা, আমরা ভারতীয়, তাই বাকি দেশের থেকে নিজেকে আলাদা করার চেষ্টা বন্ধ করুন। বিশেষ করে আন্তর্জাতিক মঞ্চে যে গোটা দেশই আসলে এক, সে কথাও মনে করিয়ে দিয়েছেন শিল্পী। শুধু তাই নয়, এ প্রসঙ্গে সত্যজিৎ রায়ের জন্মদিনে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা একটি টুইটের প্রসঙ্গ টেনেছেন তিনি। যেখানে অস্কারজয়ী পরিচালক শুধু বাংলাই নন, গোটা দেশের গর্ব, এমনটাই বলেছিলেন মমতা।
আরও শুনুন: ‘বেশরম’ উরফি! খোলামেলা গেরুয়া পোশাকে বিজেপিকে পালটা দিলেন তারকা, দাবি নেটিজেনদের
এমনিতেই বলিউডের সঙ্গে তামিল সিনেদুনিয়ার একটা বিরোধ রয়েই গিয়েছে। যদিও সম্প্রতি দুই ছবির জগতেই কাজ করছেন একাধিক তারকা, তবুও দ্বন্দ্ব মেটেনি। আঞ্চলিক ভাষায় তৈরি হওয়া কোনও সিনেমাকে আঞ্চলিকতার গণ্ডিতে আটকে রাখা হবে, নাকি তাকে ভারতীয় সিনেমার সামগ্রিক নিরিখেই বিচার করা হবে, এই দ্বৈরথও উঠে এসেছে বারেবারেই। তাই আদনান সামির এহেন মন্তব্যের পরও কার্যত দ্বিধাবিভক্ত হয়ে গিয়েছে নেটদুনিয়া। অনেকেই সমর্থন করেছেন তাঁকে। কিন্তু বিপরীত মতের সংখ্যাও কম নয়। এমনকি আদনান সামির যে একসময় পাকিস্তানের নাগরিকত্ব ছিল, সেই কথা তুলেও শিল্পীকে কটাক্ষ করেছেন নেটিজেনদের একাংশ। দক্ষিণী ইন্ডাস্ট্রির পক্ষ নিয়ে তাঁদের অভিমত, দীর্ঘ দিন ধরেই দক্ষিণী ছবিকে ‘নিচু’ নজরে দেখেছে বলিউড। আর সেই উপেক্ষারই পালটা জবাব দিয়েছে আরআরআর, এমনটাই মনে করছেন তাঁরা।