বিয়ারের বোতলে ব্যবহৃত হল হিন্দু দেবীর ছবি। রমরমিয়ে তা বিক্রিও হচ্ছে দোকানে দোকানে। যা দেখে প্রত্যাশিত ভাবেই বেশ ক্ষুব্ধ হিন্দু ধর্মাবলম্বীরা। কোথায় ঘটল এই ঘটনা? শুনে নিই।
দেবদেবীর ছবি হিন্দুদের কাছে পবিত্র হিসাবেই গণ্য। মূর্তি না থাকলে, দেবতার ছবিকে সামনে রেখেই পুজো-পাঠের রীতি হিন্দুদের। সেই দেবতার ছবিই ব্যবহার করা হল একটি বিয়ারের বোতলের লেবেলে। যা নিয়ে বেজায় ক্ষুব্ধ হিন্দু ধর্মাবলম্বীরা।
ঘটনাটি ঘটেছে ব্রিটেনে। টুইটারে বিষয়টি সামনে এনেছে ‘ইউকে ইনসাইটস’ নামে একটি টুইটার হ্যান্ডল। বিয়ারের বোতলের ছবিটিও সমক্ষে আনা হয়েছে। যেখানে দেখা যাচ্ছ, বোতলের লেবেলে যে ছবিটি ব্যবহার করা হয়েছে, তা হিন্দুদের আরাধ্য লক্ষ্মীদেবীর ছবির মতোই। স্বাভাবিক ভাবেই এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ভিনদেশি হিন্দু ধর্মাবলম্বীরা।
আরও শুনুন: পড়ানোর সময় হজরত মহম্মদের ছবি দেখিয়ে বিপাকে, চাকরি খোয়ালেন অধ্যাপিকা
নানা সংস্থার প্রোডাক্ট বা পণ্যে যে হিন্দু দেব-দেবীর ছবি ব্যবহৃত হয় না, তা কিন্তু নয়। এ দেশেও এরকম ব্যবহারের চল আছে। কিন্তু তা যথাযোগ্য সম্মানের সঙ্গে ব্যবহার করা হয়। কোনও নেশাকারক দ্রব্যে দেবতার ছবি কখনও ব্যবহার করা হয় না। কিন্তু ভিনদেশের মাটিতে সে ঘটনাই ঘটেছে। বিয়ারের বোতলটির ছবি তুলে টুইটারে তীব্র নিন্দা করা হয়েছে। এ ধরনের কাজ যে অত্যন্ত অপমানজনক, আপত্তিকর তাই-ই জানানো হয়েছে। হিন্দু ধর্মাবলম্বীদের দাবি, এই ঘটনা নির্দিষ্ট ধর্মের প্রতি অপমান ছাড়া আর কিছুই নয়। তাই তাঁদের দাবি, এই পণ্য এখনই বাজার তুলে নেওয়া হোক। পাশাপাশি, এই ধরনের অন্যান্য যে পণ্যে হিন্দু দেব-দেবীর ছবি ব্যবহার করা হয়েছে, তা-ও যেন না করা হয়। এবং সেই সমস্ত প্রোডাক্টের বিক্রিও যেন বন্ধ করে দেওয়া হয়। ওই টুইটের উত্তরে বহু হিন্দুই একই দাবি তুলেছেন। নিন্দা করেছেন ঘটনার।
Bien Manger uses sacred image of Hindu Goddess on their beer bottle.@BienManger it’s highly insensitive, disrespectful & hurtful to #Hindus. The Goddess Hindus worship is being used on your beer bottles. We demand you recall all such products & stop further manufacturing of it. pic.twitter.com/NiSvQ47Hh1
— INSIGHT UK (@INSIGHTUK2) January 10, 2023
বিদেশের মাটিতে এ ধরনের ঘটনা অবশ্য নতুন নয়। ২০১৮ সালে একটি বিয়ারের বোতলে মা কালীর ছবি ব্যবহার করা হয়েছিল, যা নিয়ে তীব্র আপত্তি উঠেছিল। ২০২১ সালে ফ্রান্সেও এরকম ঘটনা ঘটেছিল। এবার ব্রিটেনের মাটিতে ঘটল সেই ঘটনারই পুনরাবৃত্তি।