বিমানবন্দরে সিকিউরিটি চেকিং-এর সময় অন্তর্বাস পরে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। দিনকয়েক আগে এমনই অভিযোগ ছিল এক মহিলার। এবার উঠল আরও বিস্ফোরক অভিযোগ। নিরাপত্তা কর্মীদের বিরুদ্ধে টাকা ও গয়না চুরির অভিযোগ আনলেন এক ভিনদেশি মহিলা। ঠিক কী ঘটেছিল? আসুন শুনে নিই।
অস্ট্রেলিয়া থেকে উড়ান দিয়েছিলেন ভারতে আসার জন্য। শ্বশুরের শেষকৃত্যে অংশ নিতে চেয়েছিলেন ভিনদেশি মহিলা। কিন্তু শ্বশুরবাড়িতে পা রাখার অভিজ্ঞতা মোটেও সুখকর হল না। বিমানবন্দরে সিকিউরিটি চেকিং-এর সময় খোয়া গেল গয়না এবং ৫০ হাজার টাকা। বিস্ফোরক অভিযোগ তাঁর। শুধু তাই নয় দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীদের বিরুদ্ধে এফআইআর-ও দায়ের করেছেন তিনি।
আরও শুনুন: টেবিলের উপর আস্ত পাইথন, নির্বিকার মুখে খাচ্ছেন মহিলা, তাজ্জব নেটিজেনরা
বেশ কিছুদিন ধরেই বিমানবন্দরের নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে নানা অভিযোগ জানাচ্ছেন যাত্রীরা। কিছুদিন আগেই এক মহিলা অভিযোগ করেছিলেন যে, সিকিউরিটি চেকিং-এর সময় তাঁকে স্রেফ অন্তর্বাস পরে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। যদিও আরও বিস্ফোরক অভিযোগ তুলেছেন এই মহিলা। জানা গিয়েছে তাঁর নাম, আকেশ্নি সিং গৌর। বছর চল্লিশের এই মহিলা অস্ট্রেলিয়া থেকে দিল্লি ভায়া হয়ে হায়দরাবাদে যাচ্ছিলেন। কিন্তু দিল্লি বিমানবন্দরেই চুরির ঘটনা ঘটে বলে তাঁর অভিযোগ। ঘটনার বিবরণ দিয়ে মহিলা জানিয়েছেন, তাঁর জিনিসপত্র মিলিয়ে মোট ৫টি ট্রে হয়, যা চেকিং-এর জন্য গিয়েছিল। তিনি দেখেন, চারটি ট্রে ফিরেছে, কিন্তু একটিকে অন্য জায়গায় সরিয়ে রাখা হয়েছে। তাঁর হ্যান্ডব্যাগটি ওই ট্রে-তেই ছিল। যে সমস্ত লাগেজে সমস্যা থাকে, সেগুলিকে যেভাবে এক পাশে সরিয়ে রাখা হয়, সেভাবেই তাঁর ব্যাগটিও সরিয়ে রাখা হয়েছিল। তিনি এ ব্যাপারে খোঁজখবর করেন। একজন নিরাপত্তা কর্মী তাঁর থেকে বোর্ডিং পাস দেখতে চান। মহিলা জানান, বোর্ডিং পাস, ওই ব্যাগের ভিতরই আছে, নির্দেশমতো তিনি ব্যাগ থেকে তা বের করে দেখান, এবং নিরাপত্তাকর্মী তা দেখে তাঁকে ছেড়েও দেন। এরপর হায়দরাবাদে পৌঁছে তিনি খেয়াল করেন যে, তাঁর গয়না ও টাকা চুরি গিয়েছে। কিন্তু সন্দেহ যায় ওই দিল্লি বিমানবন্দরের নিরাপত্তাকর্মীদের উপরই। তাঁর প্রশ্ন, যদি আপত্তিকর কিছু ছিল বলে ব্যাগটিকে সরিয়েই রাখা হয়েছিল, তাহলে তাঁরা সে বিষয়ে পরে আর কিছু বললেন না কেন? মহিলার অভিযোগ, দুই সন্তানকে নিয়ে ট্রাভেল করছিলেন, এবং বিগত ১৫ ঘণ্টার জার্নিতে যথেষ্ট ক্লান্তও ছিলেন। তাঁর পরিস্থিতি দেখেশুনেই নিরাপত্তা কর্মীরা এই কাজটি করেছেন। এর সঙ্গে বেশ কয়েকজন জড়িত বলেই তাঁর বিশ্বাস।
আরও শুনুন: ইংরেজি বলতে না পারায় একদা সয়েছেন বিদ্রুপ, IAS হয়ে দেশের সেবায় ব্রতী সুরভি
তবে স্রেফ অভিযোগ তুলেই ক্ষান্ত হননি। দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন তিনি। মহিলার বক্তব্য, ভারতীয় বিচারব্যবস্থার প্রতি তাঁর পূর্ণ আস্থা আছে। আর তাই ঘটনার বিবরণ তিনি উচ্চতর কর্তৃপক্ষকে জানিয়েছিলেন। এমনকী মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকেও তাঁর অভিযোগ জানিয়েছেন। এরপর বিমানবন্দর নিরাপত্তার এ এআইজি-র তরফে তাঁকে জানানো হয় যে, স্থানীয় থানায় যেন তিনি এ ব্যাপারে যোগাযোগ করেন। সেই মতো অভিযোগ দায়ের করেছেন তিনি। তাঁর আশা, তিনি হারানো জিনিস ফিরে পাবেন। তবে শ্বশুরবাড়িতে পা রাখার মুহূর্তটি বিশ্রী হয়েই রয়ে গেল এই মহিলার।