ভারতবর্ষের রাজনীতিতে এক নতুন অধ্যায় হয়ে উঠেছে রাহুল গান্ধীর ভারত-জোড়ো-যাত্রা। ঘৃণার বিরুদ্ধে ভালবাসা ছড়িয়ে দেওয়ার এই যাত্রাপথ এবার অন্য মাত্রা পেল মহিলাদের অংশগ্রহণে। শুধু মহিলারাই এগিয়ে নিয়ে গেলেন ভারত-জোড়ো-যাত্রা। ঐতিহাসিক এই মুহূর্ত নিয়ে কী প্রতিক্রিয়া কংগ্রেসের? শুনে নিই।
রাহুল গান্ধীর ভারত-জোড়ো-যাত্রা এই মুহূর্তে প্রবেশ করেছে হরিয়ানায়। আর সেখানেই এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল এই পদযাত্রা। হয়ে উঠল শুধু মহিলা সমর্থকদের ভারত-জোড়ো-যাত্রা।
আরও শুনুন: ‘ঘৃণার ভূমিতে তৈরি অযোধ্যার রাম মন্দির’, বিতর্কিত মন্তব্য আরজেডি নেতার, প্রতিবাদে বিজেপি
এই যাত্রায় যে মহিলাদের আগে দেখা যায়নি, তা নয়। যে যে রাজ্যে এখনও পর্যন্ত যাত্রা সম্পূর্ণ হয়েছে, সেখানে মহিলা সমর্থকরা যাত্রাপথে পা মিলিয়েছেন। অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে তারকাদেরও। তবে হরিয়ানার এই মহিলাদের যাত্রা তার থেকে অনেকটাই আলাদা। কেননা, এদিন অংশগ্রহণকারী হিসাবে রাহুল গান্ধীর পাশে ছিলেন কেবল মহিলা সমর্থকরাই। এর আগে রাজস্থানে এরকম কায়দায় এগিয়েছে যাত্রা। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মদিনেও দেখা গিয়েছিল একই ছবি। তারই পুনরাবৃত্তি এবার দেখা গেল হরিয়ানায়। তবে এদিনের যাত্রার তাৎপর্য অন্য মাত্রার বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এর আগে যখন যাত্রা উত্তরপ্রদেশ ছুঁয়ে এগোচ্ছিল, তখন দেখা যায় প্রিয়াঙ্কা গান্ধী নারী নিরাপত্তা নিয়ে সরকারের বিরুদ্ধে তোপ দাগছেন। নারী নিরাপত্তা হরিয়ানার ক্ষেত্রে সবসময়ই একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেই নিরিখে হরিয়ানাতে মহিলাদের ভারত-যাত্রায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অন্য মাত্রা বহন করে। কংগ্রেসের পক্ষ থেকে তাই এদিনের যাত্রাকে মহিলাদের নামেই উৎসর্গ করা হয়েছে। নারীশক্তিই যে দেশকে এগিয়ে নিয়ে যাবে, সে বিষয়ে আত্মবিশ্বাসী কংগ্রেস।
महिला शक्ति देश को आगे बढ़ाती है…
वो आज #BharatJodoYatra में @RahulGandhi जी के साथ कदमताल कर यात्रा को आगे बढ़ा रही है।
भारत जोड़ो यात्रा में आज का दिन महिलाशक्ति के नाम… pic.twitter.com/ZjNnWLSE8Y
— Congress (@INCIndia) January 9, 2023
প্রাথমিক ভাবে, জানুয়ারির শেষে হবে ভারত-জোড়ো-যাত্রা। শ্রীনগরে জাতীয় পতাকা উত্তোলন করেন সমাপ্তি ঘোষণা করার পরিকল্পনা রয়েছে কংগ্রেসের। এই যাত্রার ফল ভোটের রাজনীতিকে কতটা প্রভাবিত করবে, তা বলা শক্ত। তবে যেভাবে সব স্তর থেকে এই যাত্রাকে সাধুবাদ জানানো হয়েছে, তা বেশ অভিনব। খোদ রাম মন্দির ট্রাস্টের পুরোহিত এবং সচিব রাহুলের প্রশংসা করেছেন। জানিয়েছেন, দেশের মানুষের জন্য রাহুলের এই যাত্রাকে তাঁরা সদর্থক পদক্ষেপ হিসাবেই দেখছেন। অন্য দলের পক্ষ থেকেও যাত্রাকে স্বাগত জানানো হয়েছে। নীতিশ কুমার তো বিরোধী শিবিরের প্রধানমন্ত্রিত্বের মুখ হিসাবে রাহুলকে দেখতে দ্বিধা করেননি। তবে এই সব রাজনৈতিক সমীকরণ পেরিয়েও বলা যায়, হরিয়ানায় শুধুমাত্র মহিলাদের অংশগ্রহণে অন্য মাত্রা-ই পেল রাহুলের ভারত-জোড়ো-যাত্রা।