ভারতীয় গণতন্ত্র ‘অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল’। গণতন্ত্রের নির্বাচিত প্রতিনিধিরা তাই মানুষের ভাল-মন্দের খবর রাখবেন, সেটাই স্বাভাবিক। যদিও সবসময় তা দেখা যায়, তা তো নয়। আর তাই নেতা-মন্ত্রীদের সম্পর্কে ভুল ধারণাই ছড়িয়ে পড়ে। সেই নিরিখে একেবারে ব্যতিক্রমী হয়ে উঠলেন উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক। কী করলেন তিনি? আসুন শুনে নিই।
হাসপাতালে ডাক্তার দেখাতে এসেছিলেন যুবক। অপেক্ষা করছিলেন ডাক্তারের জন্য। আর ঠান্ডায় ক্রমশ কাঁপছিলেন। ঠিক সেই সময়ই হাসপাতাল পরিদর্শনে এসেছিলেন উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক। রোগীকে দেখেই এগিয়ে আসেন তিনি। নিজের পরনের জ্যাকেটটি খুলে পরিয়ে দেন ওই যুবককে। উপ-মুখ্যমন্ত্রীর এই মানবিক কাজে অভিভূত উপস্থিত রোগীরা।
আরও শুনুন: সংশোধিত নয়া ইতিহাস পড়বে স্কুলের পড়ুয়ারা, ঘোষণা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর
ঘটনা লখনউয়ের বলরামপুর হাসপাতালে। কোভিড পরিস্থিতি খতিয়ে দেখার জন্য দেশ জুড়ে বহু হাসপাতালেই চলছে মক ড্রিল। এমনটাই নির্দেশ ছিল কেন্দ্রের। সেইমতো এই হাসপাতালেও মঙ্গলবার চলছিল মক ড্রিল। আসন্ন কোভিড পরিস্থিতি নিয়ে সব রাজ্যই নিজেদের মতো করে প্রস্তুতি নিচ্ছে। কোভিড পরিকাঠামো খতিয়ে দেখার জন্যই এসেছিলেন ব্রজেশ পাঠক। হাসপাতালের প্রতীক্ষালয়ের সামনে দিয়ে যখন তিনি যাচ্ছিলেন, তখনই চোখ পড়ে ওই যুবকের দিকে। তাঁর পরনে শুধু একটি জামা ছিল। ঠান্ডায় রীতিমতো কাঁপছিলেন তিনি। যুবকটিকে দেখেই নিজের পরনের বহুমূল্য জ্যাকেটটি খুলে ফেলেন উপ-মুখ্যমন্ত্রী। পরিয়ে দেন ওই যুবককে। ঘটনার আকস্মিকতায় যুবকটি হকচকিয়ে যান। উপস্থিত অন্যান্য রোগীরাও চমকে যান।
আরও শুনুন: বারাণসী নাকি হরিদ্বার! ২০২২-এ কোন ধর্মস্থানে ভক্তরা ভিড় জমালেন বেশি?
সাধারণত নেতা-মন্ত্রীদের সঙ্গে জনতার একটা দূরত্ব থেকেই যায়। যদিও গণতন্ত্রে ‘গণ’ কথাটি আছে, তা-ও মন্ত্রীদের সঙ্গে মানুষের দৈনিক যোগাযোগ আর কতখানি! সেই নিরিখে যোগীরাজ্যের উপ-মুখ্যমন্ত্রীর এই কাজ নিঃসন্দেহে প্রশংসার। ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে, এই মানবিক কাজের জন্য মন্ত্রীমশাইকে সাধুবাদই জানিয়েছেন নেটিজেনরা।