এবার রাজ্যের প্রশংসায় পঞ্চমুখ রাজ্যপাল। ‘বাংলার দত্তকপুত্র’ হিসাবে তুলে ধরলেন নিজেকে। আগ্রায় চিন-ফেরত ব্যক্তির শরীরে মিলল করোনা। দ্রুত পদক্ষেপ প্রশাসনের। ‘মন কি বাত’ অনুষ্ঠানে দেশবাসীকে মাস্ক পরার বার্তা প্রধানমন্ত্রীর। বড়দিনে চন্দননগরের আলোয় সাজল পার্ক স্ট্রিট। গণইস্তফার ২৪ ঘণ্টার মধ্যে ভোলবদল মুর্শিদাবাদের কান্দ্রা গ্রাম পঞ্চায়েতের ১১ জনের। ডোপ বিরোধী নিয়ম ভাঙার শাস্তি দু’বছরের নির্বাসনে বাঙালি জিমন্যাস্ট দীপা কর্মকার। মীরপুর টেস্টে জয় ভারতের।
হেডলাইন:
আরও শুনুন: 23 ডিসেম্বর 2022: বিশেষ বিশেষ খবর- প্রাথমিকে বাতিল ৫৩ বেআইনি নিয়োগ, নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
বিস্তারিত খবর:
1. বাংলার প্রশংসায় পঞ্চমুখ হলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। দিনকয়েক আগেই তাঁর প্রশংসা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে নতুন বছরের শুভেচ্ছা জানাতে রাজভবনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। পরে রাজ্যপালের প্রশংসা করে তিনি জানিয়েছিলেন, বাংলার সব কাজেই সহযোগিতা করছেন নতুন রাজ্যপাল। এবার পালটা বাংলার প্রশংসা শোনা গেল রাজ্যপালের মুখে। নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বাংলা ও বাংলা ভাষার ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, “বাংলার রাজ্যপাল হিসেবে দায়িত্ব নিয়ে খুব গর্বিত। বাংলার সাহিত্য-সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ। আর বাংলা ভাষা তো প্রশান্ত মহাসাগরের মতো গভীর।” এরপর নিজেকে বাংলার ‘দত্তকপুত্র’ হিসাবে উল্লেখ করেন। এ রাজ্যে তাঁর কাজের অভিজ্ঞতা নিয়ে বই লিখতে চান বলেও জানিয়েছেন তিনি। প্রশাসনের সঙ্গে হাতে হাত মিলিয়েই যে নিজের সাংবিধানিক কর্তব্য পালন করতে তিনি প্রস্তুত, এদিন রাজ্যপালের কথায় সেই ইঙ্গিত মিলল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
2. BF.7 আতঙ্কের আবহেই এবার চিন-ফেরত এক ব্যক্তির করোনা আক্রান্ত হওয়া নিয়ে ছড়াল চাঞ্চল্য। গত ২৩ ডিসেম্বর চিন থেকে আগ্রায় ফেরেন তিনি। তারপরই করিয়েছিলেন করোনা পরীক্ষা। সেই রিপোর্ট পজিটিভ আসায় দ্রুত পদক্ষেপ করেছে প্রশাসন। তাঁর বাড়িতে পাঠানো হয় র্যাপিড রেসপন্স টিম। সিল করে দেওয়া হয় বাড়িটি। এদিকে বছরের শেষের ‘মন কি বাত’-এর অনুষ্ঠানেও উঠে এল করোনার কথা। খোদ প্রধানমন্ত্রী এবার আমজনতাকে মাস্ক পরতে ও নিয়মিত হ্যান্ড স্যানেটাইজার ব্যবহার করে হাত ধোওয়ার পরামর্শ দিলেন। এদিন তিনি বলেন, “বিশ্বের বেশকিছু দেশে করোনা বাড়়ছে। আমাদের সতর্ক থাকতে হবে। মাস্ক পরুন, হাত পরিষ্কার রাখুন।” এ প্রসঙ্গে তিনি আরও বলেন, “করোনার বিরুদ্ধে মোকাবিলার জন্য আয়ুর্বেদে বিশ্বাস রাখুন। উৎসবে আনন্দে মাতুন কিন্তু সতর্ক থাকুন।”
শুনে নিন বিশেষ বিশেষ খবর।