মানুষের শরীরে হারিয়ে যাওয়া অঙ্গগুলির মধ্যে অন্যতম লেজ। বিবর্তনবাদ অনুযায়ী মানুষের পূর্ববর্তী প্রজন্মের দেহে লেজের দেখা মিললেও বর্তমানে মানুষের শরীরে, এই অঙ্গটি একেবারেই বেমানান। কিন্তু চিকিৎসাবিজ্ঞানের জগতে প্রতিনিয়ত ব্যতিক্রমের বহর লেগেই থাকে। সেই ধারা বজায় রেখেই এবার লেজ নিয়ে জন্মালো এক শিশু। প্রায় ২ ইঞ্চি দৈর্ঘ্যের লেজ নিয়ে জন্মানো এই শিশু ইতিমধ্যেই অবাক করেছে গোটা বিশ্বের বিজ্ঞান মহলকে। কোথায় হয়েছে এমন কাণ্ড? আসুন শুনে নেওয়া যাক।
অধিকাংশ স্তন্যপায়ী প্রাণীরই ভ্রূণাবস্থায় লেজ দেখা যায়। কিন্তু মানুষের ক্ষেত্রে তা বদলে গিয়ে টেল বোন-এ রূপান্তরিত হয়। এবং শিশু জন্মানোর আগেই তা দেহের ভিতর ঢুকে যায়। তবে এক্ষেত্রে তেমনটা হয়নি। মাতৃগর্ভে একেবারে স্বাভাবিক থাকলেও এক শিশুকন্যার জন্ম হয়েছে একটি লেজ নিয়ে। যার দৈর্ঘ্য প্রায় ২ ইঞ্চি।
আরও শুনুন: সঙ্গিনীর সঙ্গে সঙ্গমের উত্তেজনায় মৃত্যু বৃদ্ধের, দেহ লোপাটে সহায়তা খোদ মহিলার স্বামীর
ঘটনাটি ঘটেছে মেক্সিকো-র এক হাসপাতালে। সদ্য জন্ম নেওয়া এক শিশুর দেহে দেখা গিয়েছে প্রায় ২ ইঞ্চির একটি লেজ। যা দেখে রীতিমতো অবাক হাসপাতালের চিকিৎসকরা। জানা গিয়েছে, শিশুটির শরীরে এমনিতে কোনও অস্বাভাবিকতা ছিল না। এমনকি তার মায়ের শরীরও একেবারেই সুস্থ ছিল। কিন্তু জন্মানোর পর দেখা যায় তার দেহের পিছনের অংশে একটি লেজ রয়েছে। যদিও চিকিৎসকদের মতে এই লেজ অন্যান্য প্রাণীর দেহে থাকা লেজের মতো নয়। গোটা লেজটি আসলে একটি মাংসপিণ্ড। যার আকার লেজের ন্যায় লম্বা। তারপর সেই লেজটি শিশুর দেহে কোনও অনুভূতির জন্ম দিচ্ছে কিনা বোঝার জন্য নানা পরীক্ষা করেন চিকিৎসকেরা। প্রথমদিকে লেজ ধরে টানলে বা সেটিকে নাড়ালে কোনও প্রতিক্রিয়া দেয়নি শিশুটি। কিন্তু লেজে সুচ ফোটানোর পরীক্ষা করতেই শিশুটি কেঁদে ওঠে। যা দেখে চিকিৎসকেরা বুঝতে পারেন শিশুটির দেহে ওই অংশের সম্পূর্ণ অনুভূতি রয়েছে।
আরও শুনুন: লটারিতে স্বামী জিতেছেন ১.৩ কোটি, টাকা নিয়ে প্রেমিকের সঙ্গে ঘর বাঁধতে চললেন স্ত্রী
তাই তাঁরা সিদ্ধান্ত নেন দেহের এই অতিরিক্ত অংশটিকে বাদ দিয়ে দেবেন। কিন্তু এত ছোট শিশুর দেহে অস্ত্রোপচার সম্ভব নয়। তাই কয়েকমাস অপেক্ষা করে তাঁরা শিশুটির দেহে অস্ত্রোপচার করেন। এবং সফলভাবে সেই লেজ তার দেহ থেকে বাদ দিয়ে দেন। চিকিৎসাবিজ্ঞানে এমন ঘটনা নতুন নয়। তবে এই এর আগে যেসব শিশুর দেহে লেজ দেখা গিয়েছে তার দৈর্ঘ এত বেশি ছিল না। তা ছাড়া লেজ নিয়ে শিশু জন্মালে অনেক সময় তার অন্য কোনও না কোনও শারীরিক সমস্যাও দেখা দেয়। এক্ষেত্রে অবশ্য তা দেখা যায়নি। অথচ প্রায় স্বাভাবিক একটি লেজ জন্মের সময় ছিল শিশুটির। তাই এই ঘটনাকে একরকম বিরল বলেই ভাবছেন চিকিৎসকরা।