রাজ্যে বাড়ছে ডেঙ্গু আতঙ্ক। রোগের বলি বেলেঘাটা ID হাসপাতালের সহকারী সুপার অনির্বাণ হাজরা। রাজ্যকে তোপ বিজেপির, পালটা দিলেন ফিরহাদ হাকিম। আমতলার সভা থেকে স্বচ্ছ নির্বাচনের বার্তা অভিষেকের। ডিএ মামলায় ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য সরকার। আরও পিছিয়ে গেল কর্মীদের বকেয়া মেলার সম্ভাবনা।
হেডলাইন:
আরও শুনুন: 3 নভেম্বর 2022: বিশেষ বিশেষ খবর- মিছিলে বন্দুকবাজের হামলা, গুলিবিদ্ধ ইমরান খান
বিস্তারিত খবর:
1. রাজ্যে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। এবার ডেঙ্গুর বলি খোদ প্রশাসনিক কর্তা। এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল বেলেঘাটা আইডি হাসপাতালের সহকারী সুপার অনির্বাণ হাজরার। জানা গিয়েছে, কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন ৪২ বছর বয়সি সহকারী সুপার। গত ১ নভেম্বর থেকে বেলেঘাটা হাসপাতালেই ভরতি ছিলেন তিনি। বৃহস্পতিবার প্লেটলেট নেমে যায় ১৬ হাজারে। আর শুক্রবারই মৃত্যু হল অনির্বাণ হাজরার। এই মৃত্যুর ঘটনা স্বাভাবিকভাবেই রাজ্যবাসীর দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত রাজ্যের প্রায় ৫০ হাজার বাসিন্দা ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। সংক্রমণের নিরিখে প্রথমে উত্তর ২৪ পরগনা, দ্বিতীয় স্থানে মুর্শিদাবাদ ও তৃতীয় স্থান কলকাতা। ডেঙ্গুর এই দাপট ও বেলেঘাটা হাসপাতালের সহকারী সুপারের মৃত্যু নিয়ে রাজ্যকে তোপ দেগেছেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। এদিন তিনি বলেন, “পরিস্থিতি মোকাবিলায় রাজ্যের কোনও উদ্যোগ নেই। কোনও সচেতনতার প্রচার হচ্ছে না। শুধু উৎসব চলছে পাড়ায় পাড়ায়। আর সরকারি হাসপাতালেও ব্যবস্থা নেই।” যদিও তাঁকে পালটা দিয়েছেন ফিরহাদ হাকিম।
2. বছর পেরলেই পঞ্চায়েত ভোটের দামামা বাজবে রাজ্যে। স্বচ্ছতার সঙ্গে নির্বাচন করতে বদ্ধপরিকর শাসকদল। শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার আমতলায় উৎসবের শুভেচ্ছা বিনিময়ের অনুষ্ঠানে যোগ দিয়ে স্বচ্ছ ভোট নিয়ে দলীয় কর্মীদের বার্তা দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট বললেন, দল প্রার্থী ঠিক করবে, স্বচ্ছভাবে পঞ্চায়েত ভোট হবে।
বিজয়ার পর রাজ্যজুড়ে বুথ স্তরে সম্মিলনী করার নির্দেশ দিয়েছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেসময় অভিষেক বন্দ্যোপাধ্যায় চিকিৎসার জন্য বিদেশে থাকায় তাঁর সংসদীয় কেন্দ্র ডায়মন্ড হারবারে কোনও বিজয়া সম্মিলনীতে অংশ নিতে পারেননি। শহরে ফেরার পরে এবার আমতলায় উৎসবের শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করলেন অভিষেক। সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর দলের জেলা কার্যালয়ে গিয়ে বৈঠকে যোগ দেন। সেখানে বজবজ ২ নং ব্লকের সহ-সভাপতি বুচান বন্দ্যোপাধ্যায়কে ধমক দেন অভিষেক। বলেন, ”অনেক অভিযোগ পেয়েছি, সবাইকে নিয়ে চলতে হবে। নিজেকে ঠিক করো।” একজনকে ভর্ৎসনা করে কার্যত বাকিদের বার্তা দিতে চাইলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।