মূল্যবৃদ্ধি, টাকার দামের লাগাতার পতনের মধ্যেই সুখবর। ২০২৩-এ বেতনবৃদ্ধির নিরিখে শীর্ষে থাকবে ভারতই। সম্প্রতি এক সমীক্ষা জানাল এই পূর্বাভাস। তালিকায় নিচে আছে কোন কোন দেশ? শুনে নিন।
বেতনবৃদ্ধির নিরিখে ২০২৩-এ স্বস্তিজনক অবস্থাতেই থাকবে ভারত। ECA-এর সাম্প্রতিক সমীক্ষা অনুযায়ী, যে দেশগুলিতে বেতনবৃদ্ধি আশানুরূপ হবে, সেগুলির মধ্যে একেবারে উপরেই থাকছে ভারত।
আরও শুনুন: ভারতবর্ষে মুসলমানও প্রশাসনের শীর্ষে যেতে পারে, পাকিস্তানকে জবাব IAS শাহ ফয়জলের
৬৮টি দেশের ৩৬০টি বহুজাতিক সংস্থায় সমীক্ষা চালিয়েই এই সিদ্ধান্তে পৌঁছেছে সমীক্ষাকারী সংস্থা। তথ্য বলছে, শতাংশের হারে বেতনবৃদ্ধিতে ভারত ছাড়া প্রথম দশে এশিয়ার বেশ কয়েকটি দেশ রয়েছে। এর মধ্যে চিন, ভিয়েতনাম ও সৌদি আরব উল্লেখযোগ্য। এই তালিকায় একেবারে নীচের দিকেই আছে ভারতের পড়শি দেশ শ্রীলঙ্কা ও পাকিস্তান। সেই নিরিখে ভারতের শীর্ষস্থানে থাকার পূর্বাভাস নিঃসন্দেহে স্বস্তিজনক।
আরও শুনুন: ভোটের স্বার্থে চূড়ান্ত বিভাজন চালাচ্ছে দল, বিজেপি ছেড়ে বিস্ফোরক অভিযোগ নেতার
সমীক্ষার অনুমান অনুযায়ী, ২০২৩-এ ভারতে বেতনবৃদ্ধির আনুমানিক হার হবে ৪.৬ শতাংশ। ভিয়েতনাম ও চিনের ক্ষেত্রে তা যথাক্রমে ৪ শতাংশ ও ৩.৮ শতাংশ। সমীক্ষা জানাচ্ছে, বিশ্ব জুড়ে ২০২২-এ কর্মীদের গড়ে বেতন কমেছিল ৩.৮ শতাংশ। সেই তুলনায় ২০২৩-এ সামান্য উন্নতি হবে পরিস্থিতির। তবে তা যে খুব উজ্জ্বল এমনটা বলা যাচ্ছে না। সংস্থার এক অধিকর্তার দাবি, গোটা বিশ্বের কর্মীদের জন্য ২০২৩ খুব একটা সুখের হাওয়া নিয়ে আসবে না। কেননা প্রাপ্ত তথ্য জানাচ্ছে, যে দেশগুলির উপর সমীক্ষা চালানো হয়েছিল, সেগুলির মধ্যে এক তৃতীয়াংশ ক্ষেত্রেই বেতনবৃদ্ধির পূর্বাভাস দেখা যাচ্ছে। এই বৃদ্ধির ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশগুলির মূল্যবৃদ্ধির হারের বিষয়টিও হিসাবের মধ্যে রাখা হয়েছে। এমনকী ২০২৩-এ বেতনবৃদ্ধির হার বেশ কম হতে পারে ব্রিটেনেও। সামগ্রিক ভাবে ইউরোপের অবস্থাই অবশ্য অনুজ্জ্বল। মূল্যবৃদ্ধির মাত্রা ও বেতনবৃদ্ধির পারস্পরিক হিসাব ধরলে, প্রকৃত বেতনবৃদ্ধির নিরিখে কোনওভাবেই তেমন লাভবান হবেন না সেখানকার কর্মীরা। তুলনামূলক পরিস্থিতি ভাল এশিয়ার দেশগুলিতে। কেননা এই সমীক্ষায় যে দশটি দেশ বেতনবৃদ্ধির নিরিখে উপরের সারিতে, তার মধ্যে ৮-টিই এশিয়ার।
বেতনবৃদ্ধির নিরিখে তালিকার প্রথম দশটি দেশ হল, ভারত, ভিয়েতনাম, চিন, ব্রাজিল, সৌদি আরব, মালেশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, ওমান এবং রাশিয়া। আর তালিকার একেবারে নীচে যে দেশগুলি, সেগুলি হল, পাকিস্তান, ঘানা, তুর্কি, শ্রীলঙ্কা ও আর্জেন্টিনা। পূর্বাভাস সত্যি হলে, বেতনবৃদ্ধির হারে চিন ও রাশিয়ার থেকেও সুবধাজনক জায়গায় থাকবে ভারত। দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতে এই পূর্বাভাস যে অনেকটাই স্বস্তিদায়ক, এমনটা তাই বলাই যায়।