‘কৃত্রিম বাঁধ নয়, মাল নদীতে করা হয়েছিল চ্যানেল’, দাবি জলপাইগুড়ির জেলাশাসকের। মালবাজারের দুর্ঘটনায় প্রশাসনকেই বিঁধল বিজেপি। পালটা দিল তৃণমূল। রেড রোডে পুজোর কার্নিভ্যালের জের। প্রশাসনের নির্দেশে একদিনের জন্য ধরনা প্রত্যাহার চাকরিপ্রার্থীদের। আন্দোলনকারীদের সঙ্গে সাক্ষাৎ রুদ্রনীল-ভারতীর। গরুপাচার মামলার ‘মূল পৃষ্ঠপোষক’ অনুব্রত মণ্ডল। গ্রেপ্তারির ৫৭ দিনের মাথায় চার্জশিটে দাবি সিবিআইয়ের। নেতার জেল হেফাজতের আরজি তদন্তকারীদের।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. মাল নদীতে কৃত্রিমভাবে কোনও বাঁধ দেওয়া হয়নি। ভাসানের জন্য ‘চ্যানেল প্যাকিং’ করেছিল মাল পুরসভা। মালবাজারের মর্মান্তিক দুর্ঘটনা প্রসঙ্গে এমনটাই জানালেন জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা। দশমীর হড়পা বিপর্যয় নিয়ে তদন্ত করা হবে বলেও জানিয়েছেন জেলাশাসক। মৃত ও জখমদের পরিবারের হাতে আর্থিক সাহায্যের চেক তুলে দেওয়া হয়েছে। এদিকে হড়পা বানে আট জনের মৃত্যুর ঘটনায় প্রশাসনকেই দায়ী করল বিজেপি। শুক্রবার মালবাজারে উপস্থিত হয়ে বিজেপির নয় সদস্যের প্রতিনিধি দল দাবি করল, এই বান আসলে ‘ম্যানমেড’। তদন্ত ঠিক পথে এগোচ্ছে কি না, মালবাজার থানায় গিয়ে সেই সংক্রান্ত নথিও চান বিজেপি বিধায়ক ও নেতারা। এই প্রেক্ষিতে পাল্টা কটাক্ষ শানাল রাজ্যের শাসকদলও।
এদিকে ‘হড়পা-বিপর্যয়’ প্রতিরোধ করার জন্য ভুটানের সঙ্গে যৌথভাবে ‘রেইন গেজ সিস্টেম’ বসানোর ভাবনা জলপাইগুড়ি জেলা প্রশাসনের। আগামী দিনে বিপর্যয় মোকাবিলায় পাহাড়ে বৃষ্টিপাতের তথ্য দ্রুত হাতে পেতে চাইছে জেলা প্রশাসন। সামনে ছট পুজো। ডুয়ার্সের একাধিক নদী হড়পা কবলিত। আর ওই নদীগুলিতে নেমেই পুজো সারেন ছটব্রতীরা। এই পরিস্তিতিতে মালবাজারের মর্মান্তিক ঘটনার পরে কোনও ঝুঁকি নিতে নারাজ জেলার প্রশাসনিক কর্তারা।
2. শনিবার রেড রোডে পুজোর কার্নিভ্যাল। আর সেই কারণেই শাসনের নির্দেশে একদিনের জন্য ধরনা প্রত্যাহার করলেন এসএসসি চাকরিপ্রার্থীরা। আগামিকাল গান্ধীমূর্তির পাদদেশে ধরনায় বসবেন না তাঁরা। তবে আন্দোলনকারীদের দাবি, আগামিকাল কার্নিভ্যালের মঞ্চ থেকে নিয়োগের বিষয়ে ইতিবাচক কিছু ঘোষণা করা হোক। অন্ততপক্ষে কার্নিভ্যাল শেষে আন্দোলনকারীদের সঙ্গে দেখা করুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই দাবি চাকরিপ্রার্থীদের।
এদিকে শুক্রবার আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের সঙ্গে দেখা করেছেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ ও রুদ্রনীল ঘোষ। আন্দোলন মঞ্চে গিয়ে রাজ্য সরকারকে একহাত নিয়েছেন গেরুয়া শিবিরের দুই নেতৃত্ব। বিরোধী নেতাদের পালটা জবাব দিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষও।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।