চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ের হস্টেল থেকে ছাত্রীদের স্নানের ভিডিও ভাইরাল। ঘটনায় গ্রেপ্তার ২। পড়ুয়াদের বিক্ষোভের জেরে আগামী ২ দিন বন্ধ ক্লাস। চিতা পুনর্বাসনের প্রক্রিয়া শুরু ইউপিএ আমলেই। নথি প্রকাশ করল কংগ্রেস। মোদিকে ‘মিথ্যাবাদী’ বলে কটাক্ষ হাত শিবিরের। স্বাস্থ্যপরীক্ষা পার্থ, কল্যাণময়ের। নিজাম প্যালেসে গেলেন ২ চিকিৎসক। টিটাগড়ের স্কুলে বোমাবাজির ঘটনায় গ্রেপ্তার ৪ জন। ব্যক্তিগত আক্রোশেই হামলা, বলছে পুলিশ।
হেডলাইন:
আরও শুনুন: 17 সেপ্টেম্বর 2022: বিশেষ বিশেষ খবর- জন্মদিনে কুনো অভয়ারণ্যে ৮ চিতা ছাড়লেন মোদি, কটাক্ষ বিরোধীদের
বিস্তারিত খবর:
১। বিশ্ববিদ্যালয়ের অন্তত ৬০ পড়ুয়ার গোপন ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় বিক্ষোভে উত্তাল চণ্ডীগড়। মেয়েদের স্নানের দৃশ্য রেকর্ড করে তা শিমলার এক ব্যক্তিকে পাঠানোর অভিযোগে ইতিমধ্যেই এক ছাত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত ছাত্রীর মোবাইল এবং ইলেকট্রনিক্স ডিভাইস নিজেদের হেফাজতে নিয়েছে মোহালি পুলিশ। রবিবারই গ্রেপ্তার করা হল শিমলার ওই ব্যক্তিকেও। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, অনভিপ্রেত ঘটনার জন্য সোমবার ও মঙ্গলবার অর্থাৎ ১৯ ও বিশে সেপ্টেম্বর পড়ানো বন্ধ রাখা হবে।
ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে বিশ্ববিদ্যালয় চত্বরে। ওই ভিডিও ভাইরাল হওয়ায় লজ্জায় আত্মহত্যার চেষ্টা করেন এক ছাত্রী। যদিও এই অভিযোগ মানতে নারাজ পুলিশ। এদিকে ভিডিও ছড়িয়ে পড়ার কথা অস্বীকার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অভিযুক্ত ছাত্রী নিজের গোপন ভিডিও রেকর্ড করে প্রেমিককে পাঠিয়েছিল বলে দাবি কর্তৃপক্ষের। পড়ুয়াদের পালটা দাবি, বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই ঘটনায় উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। ঘটনার তীব্র নিন্দা করেছেন অভিনেতা সোনু সুদ।
২। ৭৫ বছরের খরা কাটিয়ে ভারতে ফিরেছে চিতা। জন্মদিনেই ৮টি চিতাকে মধ্যপ্রদেশের অভয়ারণ্যে ছেড়ে দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আক্ষেপ করেছিলেন, এতদিন চিতাদের পুনর্বাসনের কোনও চেষ্টাই করা হয়নি। কোনও দলের নাম না করলেও মোদির লক্ষ্য যে শতাব্দীপ্রাচীন দল কংগ্রেসই, তা পরিষ্কার। কিন্তু মোদির এই পরোক্ষ নিশানার পরেই এবার পালটা দিল কংগ্রেস। রবিবারই টুইটে নিজের লেখা একটি চিঠি ভাগ করে নিয়েছেন কংগ্রেসের প্রচার বিভাগের সচিব জয়রাম রমেশ। সঙ্গে তাঁর বক্তব্য, ‘এই সেই চিঠি যেখান থেকে চিতা প্রকল্পের সূচনা হয়। আমাদের প্রধানমন্ত্রী অনর্গল মিথ্যা বলেন।’ কেন্দ্রে ইউপিএ সরকার থাকাকালীন লেখা ওই চিঠিতে দেখা গিয়েছে, দেশের এক বন্যপ্রাণ ট্রাস্টকে চিতার পুনর্বাসনের রোডম্যাপ তৈরির নির্দেশ দিয়েছিলেন জয়রাম রমেশ। ‘ভারত জোড়ো যাত্রা’য় ব্যস্ত থাকার কারণে শনিবার এই নথি প্রকাশ্যে আনা যায়নি বলে দাবি কংগ্রেস নেতার। তবে এদিনই এই নথি প্রকাশ করে মোদিকে ‘মিথ্যাবাদী’ বলে তোপ দাগল হাত শিবির।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।