বিজেপির নবান্ন অভিযানের জেরে রণক্ষেত্র কলকাতা। গ্রেপ্তার শুভেন্দু-সুকান্তকে ছাড়ল হাই কোর্ট। বিজেপির বিরুদ্ধে দায়ের জনস্বার্থ মামলা। বিজেপির নবান্ন অভিযানকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। ‘বিজেপি ধ্বংস চায়’, বললেন মমতা। বাধা থাকছে না দুর্গাপুজোয় সরকারি অনুদানে। তবে মানতে হবে ৬টি শর্ত। সিবিআই তদন্ত নয়। কল্যাণী এইমসে নিয়োগ দুর্নীতির তদন্ত করবে সিআইডিই।
হেডলাইন:
আরও শুনুন: 12 সেপ্টেম্বর 2022: বিশেষ বিশেষ খবর- ‘উৎকর্ষ বাংলা’ প্রকল্পে ১১ হাজার নিয়োগপত্র দিলেন মুখ্যমন্ত্রী
বিস্তারিত খবর:
1. নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে বিজেপির নবান্ন অভিযান ঘিরে দিনভর উত্তাল রাজ্য রাজনীতি। তিনটি পৃথক মিছিলের নেতৃত্বে ছিলেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষ। মিছিলে যোগ দেওয়ার আগেই হেস্টিংসে শুভেন্দু অধিকারীকে বাধা দেয় পুলিশ। মহিলা পুলিশকর্মীরা তাঁকে প্রিজন ভ্যানে তোলার চেষ্টা করলে শুভেন্দু বলেন, ‘ডোন্ট টাচ মাই বডি।’ এরপর নিজেই হেঁটে প্রিজন ভ্যানে উঠে যান বিরোধী দলনেতা, যা নিয়ে তীব্র কটাক্ষ করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। এদিকে কলেজ স্কোয়ার থেকে হাওড়া ব্রিজে পৌঁছনোর পরই পুলিশি বাধায় থেমে যায় দিলীপ ঘোষের মিছিল। অভিযান শেষ বলে ঘোষণা করেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি। যদিও সংবাদমাধ্যমের সামনে সে কথার বিরোধিতা করেন সুকান্ত মজুমদার, যার জেরে আরও একবার প্রকাশ্যে এল বিজেপির অন্তর্দ্বন্দ্ব। রণক্ষেত্র হাওড়া ময়দানের মিছিলের পুরোভাগে ছিলেন সুকান্ত। বঙ্গবাসী মোড়ে সেই মিছিল আটকে দেয় পুলিশ। সেখানে প্রায় ৪৫ মিনিট বসে বিক্ষোভ দেখান সুকান্ত-অগ্নিমিত্রারা। পরে সুকান্ত-অগ্নিমিত্রাকে আটক করা হয়। এদিকে সাঁতরাগাছি চত্বরে পুলিশকে লক্ষ্য করে ছোঁড়া হয় ইট-কাচের বোতল। লাঠি-বাঁশ দিয়ে পুলিশকে আক্রমণের চেষ্টা করে বিজেপি কর্মীরা। শোনা যায় বিস্ফোরণের শব্দ। পালটা কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিশ। এমজি রোডে পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। অবশেষে হাই কোর্টের বিচারপতির নির্দেশে ব্যক্তিগত বন্ডে ছাড়া পান শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা। বুধবার রাজ্যজুড়ে কালা দিবস পালনের ডাক দিয়েছে বিজেপি। পুলিশের তৎপরতায় ভেস্তে গিয়েছে বিজেপির অশান্তির ছক, পালটা দাবি করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।
2. বিজেপির নবান্ন অভিযানকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সাফ কথা, “বিজেপি ধ্বংস চায়। তাদের দিকে তাকানোর দরকার নেই।” খড়গপুর থেকে এদিন বিজেপির নবান্ন অভিযান ইস্যুতে মমতা বলেন, ”বিজেপির নবান্ন অভিযানে লোক হয়নি। লাইম লাইটে আসার জন্য ওরা এগুলো করে।” পাশাপাশি গণ আন্দোলনকে আরও জোরদার করারও বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো। এদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আটক নিয়েও তীব্র কটাক্ষ করেছে তৃণমূল। শুভেন্দুর আটকের ভিডিও পোস্ট করে তৃণমূল লিখেছে, “৫৬ ইঞ্চির চওড়া ছাতির মডেল ধরা পড়ে গিয়েছে।” রসিকতা করে সেই ভিডিওটি টুইট করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।