সলমন রুশদির উপরে হামলা আসলে ধর্মের নামে বর্বরতারই প্রকাশ, মনে করেন তসলিমা নাসরিন। এই ইস্যুতে একটি সংবাদমাধ্যমে লেখা নিবন্ধে তিনি তুলে আনলেন তাঁর প্রতি জারি হওয়া ধর্মীয় ফতোয়ার প্রসঙ্গও। ঠিক কী বলেছেন তসলিমা? আসুন, শুনে নেওয়া যাক।
নিউ ইয়র্কের অনুষ্ঠানে সলমন রুশদির উপর আততায়ীর হামলার পরেই এই ঘটনার তীব্র সমালোচনা করেছিলেন তসলিমা নাসরিন। গোটা বিশ্বে যাঁরা কট্টর মৌলবাদের সমালোচনা করেন, তাঁদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন লেখিকা। এবার ফের সেই ইস্যুতে নিজের ক্ষোভ প্রকাশ করলেন তিনি। এই সূত্রেই তুলে আনলেন তাঁর প্রতি জারি হওয়া ধর্মীয় ফতোয়ার প্রসঙ্গও। স্পষ্ট জানালেন, যদি কেউ তাঁর পথে নাও সাড়া দেয়, তবুও প্রাণের ভয় তুচ্ছ করে নিজের মতাদর্শ প্রকাশ করে চলবেন তিনি। যে কোনওরকম ধর্মীয় নৃশংসতার বিরুদ্ধে দাঁড়াবেন তিনি, কথা বলবেন মানবতা, জাতীয়তাবাদ আর নারীর সমান অধিকারের সপক্ষে।
আরও শুনুন: সাভারকর ও জিন্না ‘নাস্তিক’, বিতর্ক উসকে মন্তব্য কর্ণাটকের কংগ্রেস নেতার
গত ১২ অগস্ট, নিউ ইয়র্কে একটি সাহিত্যসভায় অতর্কিতে ছুরি নিয়ে রুশদির উপর ঝাঁপিয়ে পড়েছিল হাদি মাতার নামের এক খোমেইনি-পন্থী যুবক। বুকারজয়ী লেখকের বই ‘দ্য স্যাটানিক ভার্সেস’ নিয়ে বিতর্কের সময় তাঁর মাথার দাম ঘোষণা করেছিলেন ইরানের ধর্মগুরু খোমেইনি। সেই ফতোয়ার প্রেক্ষিতেই এই হামলা হয়েছে বলে মত ওয়াকিবহাল মহলের। এই হামলা আসলে ধর্মের নামে বর্বরতারই প্রকাশ, এমনটাই মনে করেন তসলিমা। তিনি আরও বলেছেন, ১৯৮৯ সালে যে ইরান রুশদির উপর ফতোয়া জারি করেছিল, সেই ইরানই সম্প্রতি বিশ্ববিখ্যাত চলচ্চিত্র পরিচালক জাফর পানাহিকে ছ’বছর কারাবাসের সাজা শুনিয়েছে। ধর্মীয় জাগরণের পর দেশটিতে আর মানবাধিকার বলে কিছু অবশিষ্ট নেই, এমনটাই মত লেখিকার। তাঁর মতে, যে কোনও ধর্মই ক্রমশ অমোঘভাবে গণতন্ত্রের উলটো পথে হাঁটে। যা গোটা পৃথিবীর পক্ষেই আশঙ্কাজনক বলে মনে করেন তসলিমা।
আরও শুনুন: হিন্দু দেবদেবীদের অবমাননার অভিযোগ, মুনাওয়ার ফারুকির অনুষ্ঠান বাতিলের দাবি বিশ্ব হিন্দু পরিষদের
রুশদির উপর হামলার পরেই সোশ্যাল মিডিয়ায় একাধিক হুমকি পেয়েছিলেন তসলিমা। পাকিস্তানের এক জঙ্গিগোষ্ঠীর তরফে প্রকাশ করা একটি ভিডিওতে তসলিমা ও রুশদির বিরুদ্ধে পয়গম্বর হজরত মহম্মদকে অবমাননার অভিযোগ এনে তাঁদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়। কিন্তু কোনও হুমকির ভয়েই যে নিজের মতাদর্শ থেকে সরবেন না, এদিন সে কথাই আরও একবার স্পষ্ট করে দিলেন লেখিকা।