চারিদিকে ঘুরছেন বিকিনি পরা বিদেশিনিরা। আর সমুদ্রসৈকতে তাঁদের মাঝখান দিয়েই হেঁটে আসছেন এক শাড়ি পরা ভারতীয় মহিলা। সম্প্রতি ভাইরাল হওয়া এই ভিডিও নিয়েই সরগরম নেটদুনিয়া। কী বলছেন নেটিজেনরা? আসুন, শুনে নেওয়া যাক।
কথায় বলে, রোমে গেলে রোমানদের মতোই আচরণ করতে হয়। কিন্তু সে পথে আদৌ হাঁটেননি এই মহিলা। বিদেশের এক সমুদ্রসৈকত, যেখানে সবাই সাঁতারপোশাকে ঘোরাটাকেই স্বাভাবিক বলে মনে করেন, সেখানেও তিনি সেই পোশাকটিই বেছে নিয়েছেন যাতে তিনি স্বচ্ছন্দ। হ্যাঁ, এই ঘরোয়া ধরনের ভারতীয় মহিলা দিব্যি শাড়ি পরেই এসে হাজির হয়েছেন ওই সৈকতে। আর সেই পোশাক নিয়ে খুব একটা আড়ষ্টতাও নেই তাঁর। সম্প্রতি তাঁর সেই সৈকতে ঘোরার একটি সংক্ষিপ্ত ভিডিও ছড়িয়ে পড়ছে নেটদুনিয়ায়। আর সেই ভিডিওর সূত্রেই নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছেন ওই মহিলা।
আরও শুনুন: ‘সংস্কারী হলে ধর্ষণ করেছিল কেন?’ বিলকিস বানোর ধর্ষকদের মুক্তিতে প্রশ্ন নির্ভয়ার মায়ের
মাত্র ৮ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যাচ্ছে, সৈকত ধরে হেঁটে আসছেন মহিলা। ঘন নীল জলের সমুদ্র আর আশেপাশে বিদেশিনিদের ভিড় দেখে এ কথা স্পষ্ট যে, দেশের নয়, বিদেশেরই কোনও জায়গায় রয়েছেন ওই মহিলা। তাঁর পরনে একটি লাল শাড়ি, উত্তরভারতীয় ধরনে পরা। মাথায় টানা ঘোমটা। যিনি ভিডিও তুলছেন তাঁর দিকে তাকিয়ে সামান্য হেসে কথা বলতে বলতেই এগিয়ে এসেছেন মহিলা। চলতে চলতে একদল বিদেশিনিকে পেরিয়ে এসেছেন তিনি, কেউ কেউ আবার উলটো দিক থেকে তাঁকে অতিক্রম করে এগিয়েও গিয়েছেন। তাঁদের সকলেরই পরনে রয়েছে বিভিন্ন ধরনের বিকিনি। বিদেশের সমুদ্রসৈকতে স্নান করা বা রৌদ্রস্নান করার জন্য যাঁরা যান, তাঁরা সকলেই সাঁতারপোশাক বেছে নেন স্বাভাবিকভাবেই। কিন্তু কোনোরকম অস্বস্তি ছাড়াই, তাঁদের মধ্যে দিয়েই সম্পূর্ণ অন্য ধরনের পোশাক পরে চলাফেরা করেছেন ওই মহিলা। আর সেই ভিডিও দেখে নেটিজেনদের মধ্যে কেউ কেউ যেমন মজা পেয়েছেন, তেমনি অনেকেই আবার সংস্কার বা ঐতিহ্যের কথা তুলে মহিলাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। ইতিমধ্যেই প্রায় এক লক্ষ দর্শক ভিডিওটি দেখে ফেলেছেন। রিশিকা গুর্জর-এর নামে থাকা যে টুইটার হ্যান্ডেল থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে, সেখানে মহিলাকে নিয়ে কার্যত মজা করা হয়েছিল। কিন্তু তার উত্তরে দেখা গিয়েছে, অনেকেই একে ভারতীয় সংস্কৃতি বলে মহিলাকে সমর্থন জানিয়েছেন।
আরও শুনুন: বিয়ের ভয়ে রোগী সেজে হাসপাতালে বর, অপটু অভিনয়ে শেষমেশ পর্দাফাঁস
বিকিনি বিতর্ক নিয়ে সম্প্রতি শোরগোল পড়েছিল কলকাতা শহরে। অবশ্য এই প্রথম নয়, বিশ্বজুড়ে প্রচলিত এই সাঁতারপোশাকটি অনেকসময়ই ভারতের মতো দেশে জনতার আলোচনার কেন্দ্রে এসে দাঁড়িয়েছে। তবে যে পোশাকই পরা হোক না কেন, নিজে স্বচ্ছন্দ থাকাই যে বড় কথা, সে কথাই যেন উঠে এল এই ভিডিওর সূত্রে।
अरे काकी कहां पहुंच गई 😂😂 pic.twitter.com/tQkIsGRuWD
— Rishika gurjar (@Rishikagurjjar) August 22, 2022