বিলকিস বানো ইস্যুতে সরব তৃণমূল। ধর্ষকদের সাজা মকুবের সিদ্ধান্ত খারিজের আবেদন। সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের মহুয়া মৈত্রের। বজায় রাখতে হবে দলের স্বচ্ছ ভাবমূর্তি। পঞ্চায়েত ভোটের আগে স্পষ্ট বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বগটুই অগ্নিকাণ্ডে সিবিআই-এর জালে আরও সাত। অভিযুক্তরা ভাদু শেখের ঘনিষ্ঠ। জিজ্ঞাসাবাদের জন্য ধৃতদের হেফাজতে নেওয়ার আবেদন।
হেডলাইন:
আরও শুনুন: 21 আগস্ট 2022: বিশেষ বিশেষ খবর- ভিত্তি-ভবিষ্যৎ পাশাপাশি, মমতা-অভিষেকের ছবি দিয়ে পোস্টারে নয়া বার্তা
বিস্তারিত খবর:
1. বিলকিস বানো ইস্যুতে এবার সোচ্চার তৃণমূল। ১১ জন দোষীর সাজা মকুবের সিদ্ধান্ত প্রত্যাহার করার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। সাজাপ্রাপ্তদের মুক্তির ফলে বিলকিস বানো ও তাঁর পরিবারের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা করা হয়েছে এই জনস্বার্থ মামলায়। গুজরাট সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলায় দাবি করা হয়েছে, দোষীদের এভাবে ছেড়ে দেওয়া সমাজের পক্ষে বিপজ্জনক। একইসঙ্গে অভিযোগ করা হয়েছে, দোষী ব্যক্তিদের সাজা মকুবের যোগ্যতা আছে কি না তা বিবেচনা না করেই মুক্তি দেওয়া হয়েছে। বিলকিস বানোর ধর্ষকদের মুক্তির বিরোধিতায় আগামী ২৫ ও ২৬ আগস্ট পথে নামতে চলেছে মহিলা তৃণমূল কংগ্রেসও। এদিকে একই দাবিতে মঙ্গলবার শীর্ষ আদালতে জনস্বার্থ মামলা করেছেন তিন নারী অধিকার রক্ষা কর্মী সুভাষিণী আলি, রেবতী লউল ও রূপরেখা ভার্মাও।
2. পাখির চোখ ২০২৪ সালের লোকসভা নির্বাচন। তার আগে পঞ্চায়েত ভোটকে সামনে রেখে জেলা নেতৃত্বকে প্রস্তুত হওয়ার নির্দেশ দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নিজের অফিসে তমলুক ও কাঁথি জেলার নেতাদের সঙ্গে বৈঠকে দলীয় সংগঠন মজবুত করতেই জোর দিলেন অভিষেক। পূর্ব মেদিনীপুরের দু’টি লোকসভা আসন- তমলুক ও কাঁথি খাতায় কলমে তৃণমূলের দখলে। কিন্তু অধিকারী গড় থেকে এই দুই আসন ছিনিয়ে আনাই এখন তৃণমূলের পাখির চোখ। তাই এদিন তমলুক সাংগঠনিক জেলা নেতৃত্বকে সংগঠন জোরালো করার নির্দেশ দিলেন অভিষেক। পাশাপাশি পেশিশক্তির আস্ফালন থেকে দূরে থাকারও বার্তা দিলেন জেলা নেতৃত্বকে। তাঁর স্পষ্ট বার্তা, পঞ্চায়েত ভোটে দু-চারটে আসনে হারলেও সমস্যা নেই। কিন্তু নির্বাচনে গা জোয়ারি করা চলবে না। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে স্বচ্ছ ভাবমূর্তিতে জোর দেওয়ারও নির্দেশ দিয়েছেন তিনি। যা থেকে স্পষ্ট, জনমানসে দলের স্বচ্ছ ভাবমূর্তি তুলে ধরতে এবার বদ্ধপরিকর দলের সেনাপতি।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।