উপরাষ্ট্রপতি প্রার্থী পদে এবার বড় চমক। বিজেপির বাজি বঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়। ২১ জুলাইয়ের সমাবেশকে সর্বভারতীয় রূপ দেওয়ার উদ্যোগ তৃণমূলের। এবারও ভারচুয়ালি করার দাবিতে হাই কোর্টে চিকিৎসক। রাজ্যে একদিনে করোনায় মৃত ৬। নবান্নে জরুরি বৈঠক মুখ্যসচিবের। করোনাবিধি কার্যকর করতে পরামর্শ জেলাশাসকদের।
হেডলাইন:
আরও শুনুন: 14 জুলাই 2022: বিশেষ বিশেষ খবর- সংসদে শব্দ প্রয়োগেও ‘ফতোয়া’ কেন্দ্রের, সরব বিরোধীরা
বিস্তারিত খবর:
1. বঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়কেই উপরাষ্ট্রপতি পদে প্রার্থী করতে চলেছে এনডিএ। এতদিন এই পদে মুকতার আব্বাস নকভিকে প্রার্থী করা হতে পারে, এমন জল্পনাই ছড়াচ্ছিল। তবে শনিবার শরিক দলগুলির সঙ্গে বৈঠক শেষে বড় চমক দিল শাসক শিবির। জগদীপ ধনকড়ের উপরই বাজি ধরল বিজেপি। দার্জিলিং সফর সেরেই দিল্লি উড়ে গিয়েছিলেন ধনকড়। সেখানে শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক সারেন তিনি। শনিবারই তিনি দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। তবে শনিবার সন্ধে পর্যন্ত এ বিষয়ে প্রকাশ্যে কিছু জানাননি তিনি। এদিনই উপরাষ্ট্রপতি পদে প্রার্থী চূড়ান্ত করতে বৈঠকে বসেছিল এনডিএ-র শরিক দলগুলি। সেই বৈঠক শেষেই ঘোষণা করা হয় ধনকড়ের নাম। তিনি যদি শেষ পর্যন্ত উপরাষ্ট্রপতি হন, তবে নয়া রাজ্যপাল পেতে চলেছে বঙ্গ।
2. রাজ্যের কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে তৃণমূলের ২১ জুলাইয়ের সমাবেশ হোক ভারচুয়ালি। এই আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন শহরের এক নামী চিকিৎসক। তাঁর বক্তব্য, গত দু-বছরের মতো এই জনসভা ভারচুয়াল হোক এবারও। যদি একান্তই তা না করা যায়, তবে সমস্ত রকম কোভিড বিধি মেনে সমাবেশ করতে হবে। মাস্ক পরা, শারীরিক দূরত্ব বজায় রাখা, সব গেটে স্যানিটাইজার চ্যানেল রাখা, গেটে ঢোকার সময়ে শরীরের তাপমাত্রা মাপার ব্যবস্থা অর্থাৎ থার্মাল স্ক্যানার রাখতে হবে। যদি কেউ কোভিড আক্রান্ত হন, তাঁর জন্য কোয়ারেন্টাইন ও উপযুক্ত চিকিৎসা ব্যবস্থা যেন থাকে। সম্ভব হলে জেলাভিত্তিক পার্টি অফিস থেকে ভ্যাকসিন ও বুস্টার ডোজ চেক করে অংশগ্রহণকারীদের তালিকা বানানো – এরকম একাধিক দাবি জানিয়েছেন তিনি। আগামী মঙ্গলবার এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা। এদিকে এবারের সমাবেশকে সর্বভারতীয় রূপ দিতে তৈরি তৃণমূল। দলীয় সূত্রের খবর, দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা, গোয়া, অসম, ত্রিপুরা, মেঘালয়ের মতো রাজ্যগুলিতে দলের কার্যালয়ে শোনানো হবে নেত্রীর ভাষণ। এই সবকটি রাজ্যেই এই মুহূর্তে শাসকের আসনে বিজেপি। অর্থাৎ বিজেপির দুর্গেই মমতার বার্তা পৌঁছে দিতে চায় তৃণমূল। এদিকে এই সমাবেশের পালটা হিসাবে উলুবেড়িয়ায় জনসমাবেশের ডাক দিয়েছে বিজেপি। সভার অনুমতির ব্যাপারে হাওড়া গ্রামীণ পুলিশের তরফে কোনও সহযোগিতা পাওয়া যাচ্ছে না বলেই দাবি গেরুয়া শিবিরের। সে কারণে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছে তারা। এই মামলারও শুনানির সম্ভাবনা আগামী মঙ্গলবার।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।