কাজের রিপোর্ট কার্ড পেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। নাম না পালটালে মিলবে না বাংলা আবাস যোজনার টাকা। ‘অগ্নিপথ’-এর বিরোধিতায় প্রতিবাদ অব্যাহত, চাপের মুখে বড় সিদ্ধান্ত কেন্দ্রের। লন্ডন ও ম্যাঞ্চেস্টারের সঙ্গে গাঁটছড়া বাঁধবে কলকাতা পুরসভা। রাষ্ট্রপতি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ফারুক আবদুল্লা। আশা জাগিয়েও রনজিতে স্বপ্নভঙ্গ।
হেডলাইন:
আরও শুনুন: 17 জুন 2022: বিশেষ বিশেষ খবর- ‘অগ্নিপথ’ ইস্যুতে উত্তপ্ত দেশ, বিক্ষোভের আঁচ ছড়াল বাংলাতেও
বিস্তারিত খবর:
1. সাংসদ হিসাবে আট বছর পূর্ণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এই মাইলস্টোন ছুঁয়েই অভিনব কয়েকটি উদ্যোগ নিলেন তিনি। যার মধ্যে অন্যতম ‘এক ডাকে অভিষেক’ প্রকল্প। অনেকটা ‘দিদিকে বলো’-র অনুকরণেই এই পদক্ষেপ। যার মাধ্যমে ডায়মন্ডহারবারের বাসিন্দারা সরাসরি তাঁদের অভাব-অভিযোগ জানাতে পারবেন খোদ সাংসদের কাছে। জনতা ও নেতার মাঝের দেওয়াল ভেঙে জননেতা হয়ে ওঠারই প্রমাণ আরও একবার দিলেন অভিষেক। পাশাপাশি এদিন তিনি পেশ করেছেন তাঁর কাজের রিপোর্ট কার্ড। সাংসদ তহবিলের টাকা খরচের হিসাব থেকে আগামিদিনের পরিকল্পনা- সবই খোলসা করে মানুষকে জানিয়ে দিয়েছেন ডায়মন্ডহারবারের সাংসদ। এই সূত্রেই এদিন প্রধানমন্ত্রীকে কটাক্ষও করেছেন তিনি। অভিষেক বলেন, “প্রধানমন্ত্রী এই লোকসভায় একাধিক সভা করেছিলেন। বলেছিলেন, অভিষেক তো হারছেন। কিন্তু আপনারা পাত্তাই দেননি।” একইসঙ্গে তাঁর চ্যালেঞ্জ, “আমারও সাংসদ হিসেবে ৮ বছর হয়েছে, আপনাদেরও ৮ বছর হয়েছে। আমি তো রিপোর্ট কার্ড পেশ করলাম। সাহস থাকলে আপনারাও পেশ করুন।” পাশপাশি এদিন তিনি জানিয়ে দেন বহু বিজেপি নেতাই দলবদলের লাইনে দাঁড়িয়ে, তবে দল ভাঙানোয় বিশ্বাস করে না তৃণমূল। তিনি জানান, ধর্ম নিয়ে রাজনীতি তৃণমূল করে না। তাই বিজেপি ও তৃণমূলের রাজনীতির ভাষা আলাদা। ধর্ম নয়, উন্নয়নের রাজনীতিরই বার্তা এদিন দিলেন ডায়মন্ডহারবারের সাংসদ।
2. প্রকল্পের নামবদল নিয়ে ফের দেখা দিল কেন্দ্র-রাজ্য সংঘাতের আবহ। বাংলা আবাস যোজনার প্রকল্পে প্রধানমন্ত্রীর নাম যুক্ত না হলে, এই প্রকল্পের টাকা যে বাংলা আর পাবে না, তা সাফ জানিয়ে দিল দিল্লি। এই মর্মে নবান্নকে চিঠিও দিয়েছে কেন্দ্র। জানা যাচ্ছে, এই বিষয়ে বারবার কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করেছিল রাজ্য বিজেপি। সেই অভিযোগে সাড়া দিয়ে এর আগেও দুবার রাজ্যকে চিঠি পাঠায় কেন্দ্রের বিজেপি সরকার। কিন্তু ২০১৭ সালের ৩১ অগস্ট এবং ২০২২ সালের ১২ মে পাঠানো চিঠি দুটির কোনও জবাব রাজ্যের তরফে মেলেনি বলেই জানা গিয়েছে। তাই এবার সরাসরি কড়া পদক্ষেপ নিল মোদি সরকার। চলতি বছরে আবাস যোজনার টার্গেট জানায়নি কেন্দ্র, এই মর্মে সম্প্রতি সরব হয়েছিলেন মমতা। তাছাড়া আবাস যোজনার টাকা আটকে রাখা নিয়ে আলোচনার জন্য দিল্লিতে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংহের সঙ্গেও দেখা করেছিল তৃণমূল সাংসদদের একটি প্রতিনিধি দল। এরপরেই রাজ্যকে চিঠি পাঠাল কেন্দ্র। পাশাপাশি কেন্দ্রের নতুন প্রকল্প ‘আবাস প্লাস’ বাবদও বাংলাকে কোনও টাকা দেওয়া হবে না বলে জানিয়েছে গ্রামোন্নয়ন মন্ত্রক।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।