মহামারীকালে একদিকে যেমন নেমে এসেছিল বহু ক্ষয়ক্ষতি, অন্যদিকে তেমন বিত্ত বেড়েছিল দেশের একশ্রেণির মানুষের। মহামারী প্রকোপ কাটার পর দেখা যাচ্ছে, বিত্তশালীদের অনেকেই এখন দেশ ছেড়ে পাড়ি দিতে চাইছেন অন্যত্র। জীবনযাত্রার স্বাচ্ছন্দ্য, শিক্ষা ও স্বাস্থ্যক্ষেত্রে সুবিধা এবং বিনিয়োগের সুবিধার নিরিখে ভারত নয়, বরং অন্যান্য দেশেই বাস করতে চাইছেন তাঁরা। সেই তালিকায় আছে কোন কোন দেশ? আসুন শুনে নেওয়া যাক।
হাতে যাঁদের যথেষ্ট অর্থ আছে, অর্থাৎ যাঁরা বিত্তশালী, তাঁরা আর এই দেশে থাকতে চাইছেন না। সাম্প্রতিক এক সমীক্ষায় উঠে এল এরকমই তথ্য। জানা যাচ্ছে, চলতি বছরে অন্তত ৮০০০ জন বিত্তশালী ব্যক্তি ‘ভাল জায়গা’র খোঁজে দেশ ছাড়তে চাইছেন। যা বোঝায়, ভারতবর্ষকে আর তাঁরা বসবাসের জন্য যথেষ্ট ‘ভাল জায়গা’ বলে মনে করছেন না।
সারা পৃথিবীতে কোন দেশের নাগরিকরা নিজেদের দেশ ছেড়ে অন্যত্র পাড়ি দিচ্ছেন, সেইদিকে নজর রেখেই তৈরি হয় ‘দ্য হেনলি গ্লোবাল সিটিজেনস রিপোর্ট’। এই রিপোর্ট অনুযায়ী, চলতি বছরে হাজার আটেক প্রভূত বিত্তশালী ব্যক্তি দেশ ছাড়তে উদগ্রীব। এর আগে মহামারী চলাকালীন এই প্রবণতা দেখা গিয়েছিল। তবে মহামারীর প্রকোপ অনেকটা কমলেও কিন্তু এই পরিযায়ী-প্রবণতা বিন্দুমাত্র কমেনি। বরং বেড়েছে। সমীক্ষা বলছে, ২০১৯-এর তুলনায় দেশ ছাড়তে চাওয়ার প্রবণতা বেড়েছে অন্তত ১৪ শতাংশ।
আরও শুনুন: মাত্র ১ পয়সার জন্য বেঁচে গেল ১০ হাজার টাকা, বানচাল ব্যাঙ্ক জালিয়াতির ছক
কীসের খোঁজে দেশ ছাড়তে চাইছেন এই বিত্তশালীরা? মূলত তাঁদের লক্ষ্য এমন একটা জায়গায় বাস করা, যেখানে জীবনযাপনের মান যথেষ্ট উন্নত। মহামারী পেরিয়ে আসার দরুন, স্বাস্থ্য এবং শিক্ষার সুবিধা যেখানে বেশি পাওয়া যাবে, তেমন জায়গারই সন্ধান করছেন তাঁরা। শুধু ভারতের বিত্তশালীরাই যে পরিকল্পনা করছেন, তা নয়। সারা বিশ্বেই এই শ্রেণির মানুষরা আরও স্বাচ্ছন্দ্যের খোঁজে অন্যত্র পাড়ি দিচ্ছেন। এই নিরিখে বিশ্বে ভারতের অবস্থান তৃতীয়। প্রথম দুটি স্থানে আছে রাশিয়া এবং চিন।
আরও শুনুন: স্তন ছোট বলেই বাদ পড়েছেন সিনেমা থেকে, বলিপাড়ার গুপ্তকথা ফাঁস করলেন রাধিকা
স্বভাবতই প্রশ্ন জাগে, ভারত ছেড়ে ঠিক কোন জায়গাগুলিকে বসবাসের জন্য বেছে নিচ্ছে এই ধনী সম্প্রদায়? মার্কিন মুলুকে যাওয়ার স্বপ্ন আমাদের দেশের বেশিরভাগ মানুষই দেখেন। সেখানকার উন্নত শিক্ষা ব্যবস্থা বা অর্থনৈতিক প্রাচুর্যের টানে ঘর ছাড়েন অনেকেই। তবে তা ছাড়িয়েও এখন গ্রিস বা পর্তুগালে চলে যেতে চাইছেন বহু ভারতবাসী। সেখানে বসবাস এবং বিনিয়োগের জন্য যথেষ্ট সুযোগসুবিধাও দেওয়া হচ্ছে বিদেশি নাগরিকদের, যা এই বিত্তশালীরা হাতছাড়া করতে চাইছেন না কিছুতেই। আবার প্রযুক্তির সঙ্গে যুক্ত যাঁরা, তাঁদের বেশিরভাগেরই পাখির চোখ সিঙ্গাপুর। পিছিয়ে নেই মধ্যপ্রাচ্যের দেশগুলিও। বিনিয়োগের সুবিধার কারণে সেখানেও পাড়ি জমাচ্ছেন বহু মানুষ।
দেশের মাটি-ই তাঁদের বহুজনকে বিত্তশালী বানিয়েছে। কিন্তু না, তাই বলে দেশের মাটিতে মাথা ঠেকিয়ে পরে থাকার বান্দা তাঁরা মোটেও নন। সাম্প্রতিক রিপোর্ট অন্তত সেই ইঙ্গিতই দিচ্ছে।