প্রতিবাদের নয়া পথ খুঁজে নিলেন পড়ুয়ারা। পোস্টার কিংবা স্লোগান নয়, সেই প্রতিবাদের হাতিয়ার হল অন্তর্বাস। কুশপুতুল পোড়ানোর বদলে মন্ত্রীর বাড়ির সামনে অন্তর্বাস পুড়িয়েই সম্প্রতি প্রতিবাদে শামিল হলেন তাঁরা। কিন্তু কেন এহেন কাণ্ড ঘটিয়েছেন তাঁরা? আসুন, শুনে নেওয়া যাক সে কথা।
কেন্দ্র বনাম বিরোধীদের তরজায় বারেবারেই সরগরম হয়ে ওঠে দেশ। সাম্প্রতিক কালে জ্ঞানবাপী মসজিদ মামলা, মূল্যবৃদ্ধি, সাম্প্রদায়িক বিদ্বেষের জের- এমন একাধিক ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিরোধী দল কংগ্রেস। আর এবার নয়া মাত্রা পেল দুই দলের বিরোধ। অভিনব উপায়ে কেন্দ্র সরকারের শিক্ষানীতির প্রতিবাদ করলেন এনএসইউআই তথা ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়া-র সদস্যরা। শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে অন্তর্বাস পুড়িয়ে প্রতিবাদ কর্মসূচিতে শামিল হলেন তাঁরা। পালটা দিল গেরুয়া শিবিরও। কর্নাটকে ঘটা এই ঘটনাটি ফের উসকে দিল কেন্দ্র এবং বিরোধীদের মধ্যের তীব্র বিরোধকে।
এনএসইউআই আদতে কংগ্রেসেরই ছাত্র সংগঠন। সম্প্রতি কর্নাটকের শিক্ষামন্ত্রী বিসি নাগেশ-এর বাড়ির সামনে জড়ো হয়েছিলেন ওই সংগঠনের সদস্যরা। তারপর সেখানেই একজোড়া খাকি হাফপ্যান্ট পুড়িয়ে প্রতীকী প্রতিবাদে যোগ দেন তাঁরা। এই বিশেষ পোশাকটি আসলে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তথা আর.এস.এস বাহিনীর নির্দিষ্ট পোশাক। যে আর.এস.এস দল বস্তুত বিজেপির থিঙ্ক ট্যাংক, তার পোশাক পুড়িয়ে দিয়ে আদতে গেরুয়া শিবিরের ভাবনাচিন্তাকেই বর্জন করার ইঙ্গিত দিয়েছেন ওই বিরোধীরা।
আরও শুনুন: সংখ্যালঘুদের বিরুদ্ধে হিংসা ছড়ানোর উসকানি, সাধ্বী অন্নপূর্ণার বিরুদ্ধে মামলা দায়ের আলিগড়ে
কিন্তু কেন এমন কাজ করলেন ওই পড়ুয়ারা?
জানা গিয়েছে, সাম্প্রতিক কালে কেন্দ্রের বিজেপি সরকার যেভাবে পাঠ্যক্রমে বদল ঘটিয়েছে, তা একেবারেই মনঃপূত হয়নি একাধিক শিবিরের। পাঠ্য বই থেকে বিভিন্ন বিখ্যাত লেখকের লেখা বাদ পড়া, ইতিহাসের নির্দিষ্ট অধ্যায় বাদ দেওয়া, এহেন ঘটনাগুলির প্রেক্ষিতে সোচ্চার হয়েছেন অনেকেই। এইভাবে আসলে শিক্ষায় ‘গৈরিকীকরণ’ ঘটাতে চাইছে বিজেপি, এমনটাই দাবি বিরোধীদের। আর সেই কাজের প্রতিবাদ করতেই এহেন পদক্ষেপ নিল কর্নাটকের বিরোধী দল কংগ্রেস। সে রাজ্যের কংগ্রেস নেতৃত্ব সিদ্দারামাইয়া জানিয়েছেন, এখানেই শেষ নয়। গোটা কর্নাটক জুড়েই এই কর্মসূচিকে ছড়িয়ে দিতে চান তাঁরা।
আরও শুনুন: ঘৃণার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে বিজেপি, সিদ্ধান্তে খুশি দলের সংখ্যালঘু মোর্চা
তবে এর পালটা দিয়েছে কর্নাটকের গেরুয়া শিবিরও। রাজ্যের বাড়ি বাড়ি ঘুরে আর.এস.এস-এর পুরনো পোশাক সংগ্রহ করতে শুরু করেছে তারা। আর বাক্সবন্দি করে সেই হাফপ্যান্টগুলি তারা পাঠিয়ে দিচ্ছে কংগ্রেসের দপ্তরে। আর.এস.এস কর্মীদের দাবি, তারা এত অন্তর্বাসের জোগান দেবে যা পুড়িয়ে শেষ করতে পারবে না কংগ্রেস শিবির। দুই দলের এহেন চাপানউতোরে আপাতত উত্তাল কর্নাটকের রাজ্য রাজনীতি। সব মিলিয়ে এই ইস্যুতে ফের বেড়ে উঠল কেন্দ্র ও বিরোধী শিবিরের দ্বৈরথ।