এসএসসি সংক্রান্ত মামলা আর যাবে না অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে। সিদ্ধান্ত জানিয়ে বিজ্ঞপ্তি হাই কোর্টের। সোমবার থেকেই কার্যকর হবে নয়া সিদ্ধান্ত। শিথিল হল উচ্চমাধ্যমিকে ভরতির নিয়ম। ন্যূনতম ৩৫ শতাংশ পেলেই একাদশে বিজ্ঞান বিভাগে ভরতির জন্য আবেদন করা যাবে। নয়া বিজ্ঞপ্তি সংসদের। সংগীতশিল্পী কেকে-র মৃত্যুতে সরব রাজ্যপাল। ‘গাফিলতি’তেই মৃত্যু গায়কের। অভিযোগ ধনকড়ের, পালটা ফিরহাদের। এদিকে রোদ্দুর রায়ের বিরুদ্ধে দায়ের মামলা।
হেডলাইন:
আরও শুনুন: 3 জুন 2022: বিশেষ বিশেষ খবর- কোপ মধ্যবিত্তের সঞ্চয়েও, ইপিএফ-এ সুদ কমানোর প্রস্তাবে সায় কেন্দ্রের
আরও শুনুন: 2 জুন 2022: বিশেষ বিশেষ খবর- মুখ পুড়ল ইডির, অভিষেকের বিদেশযাত্রায় ছাড়পত্র কলকাতা হাই কোর্টের
বিস্তারিত খবর:
1. বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে আর যাবে না এসএসসি সংক্রান্ত নতুন কোনও মামলা। শুক্রবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে হাই কোর্ট প্রশাসনের তরফে। সোমবার থেকে কার্যকর হবে এই সিদ্ধান্ত। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পরিবর্তে এসএসসি সংক্রান্ত মামলাগুলির বিচার করবেন বিচারপতি রাজাশেখর মান্থা। বিচারপতি গঙ্গোপাধ্যায় প্রাথমিক শিক্ষা ও মাদ্রাসা সার্ভিস সংক্রান্ত বিচারের কাজ করবেন। তবে এসএসসি বেআইনি নিয়োগ ও সিবিআই তদন্তের মামলা অর্থাৎ যেগুলি আগেই ওঁর এজলাসে উঠেছে সেগুলির বিচার করবেন বিচারপতি গঙ্গোপাধ্যায়ই। অন্যদিকে, বিচারপতি কৌশিক চন্দ বিচার করবেন কলেজ, বিশ্ববদ্যালয়ের বিভিন্ন বিচারের কাজ। পুলিশি নিষ্ক্রিয়তা, অতিসক্রিয়তার মামলার দায়িত্বভার বিচারপতি শম্পা সরকারের। বিচারপতিদের বিচার্য বিষয়ে এমন বদল সচরাচর হয়েই থাকে। এক্ষেত্রেও রুটিন বদল হয়েছে বলেই, হাই কোর্ট প্রশাসনের তরফে জানা গিয়েছে।
2. উচ্চশিক্ষায় আরও জোর দিতে এবার একাদশ শ্রেণির ভরতির নিয়ম শিথিল করল শিক্ষাদপ্তর। মাধ্যমিকে ৩৫ শতাংশ নম্বর পেলেই একাদশে ভরতি হওয়া যাবে। এমনকি আবেদন করা যাবে বিজ্ঞান শাখায় ভর্তির জন্যেও।
শুক্রবার প্রকাশিত হয়েছিল চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফল। আর সেদিন রাতেই একাদশে ভরতি নিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। নয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিকে ৩৫ শতাংশ নম্বর থাকলেই যে কোনও শাখায় ভরতি হতে পারবে পড়ুয়ারা। তবে যে যে বিষয় নির্বাচন করে তারা পড়তে চাইবে, সেই বিষয়ে অন্তত ৩৫ শতাংশ নম্বর থাকা আবশ্যক। এছাড়াও একাদশ শ্রেণির আসন সংখ্যা ২৭৫ থেকে বাড়িয়ে ৪০০ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।