দিল্লিতে বিচারপতিদের সম্মেলনে সাক্ষাৎ মমতা-মোদির। ‘ডায়মন্ড হারবার মডেল’-এর ভূয়সী প্রশংসা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সিলেবাস সংস্কারে বিশেষ উদ্যোগ রাজ্যের শিক্ষাদপ্তরের। বিদ্রোহের পরই দিল্লিতে তলব অর্জুন সিংকে। কেন্দ্রকে পরোক্ষে কটাক্ষ দেশের প্রধান বিচারপতির। মোদির হয়ে সওয়াল প্রাক্তন আমলা ও বিচারপতিদের একাংশের। যাত্রী সুবিধায় ২৫০ বছরের মন্দির সরানোর নির্দেশ রেলের। প্রতিবাদে গণ আত্মহত্যার হুমকি হিন্দুত্ববাদী সংগঠনের। জাদেজা নয়, ধোনির কাঁধেই ফের গেল চেন্নাইয়ের অধিনায়কত্ব।
হেডলাইন:
আরও শুনুন: 29 এপ্রিল 2022: বিশেষ বিশেষ খবর- উত্তর-পূর্ব থেকে প্রত্যাহার হতে পারে আফস্পা আইন, আশ্বাস মোদির
বিস্তারিত খবর:
1. দিল্লিতে বিচারপতিদের সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। দিল্লির বিজ্ঞান ভবনে শনিবার বিচারপতি ও মুখ্যমন্ত্রীদের সম্মেলনে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে শুক্রবার তিনি একান্তে বৈঠক সারেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে। শনিবার সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মমতা বলেন, ”পশ্চিমবঙ্গে ৭২ জন বিচারকের কাজ করার পরিসর থাকলেও মাত্র ৩৯ জনকে নিয়ে কাজ করতে হচ্ছে। ছ’মাস আগে ১৩ জনের তালিকা পাঠানো হলেও মাত্র একজনের অনুমতি মিলেছে।” তিনি আরও জানান, “ইতিমধ্যে আমাদের দুটো হাই কোর্ট আছে। কলকাতা হাই কোর্ট এবং জলপাইগুড়ি হাই কোর্ট। নিউটাউনে ইতিমধ্যেই ১০ একর জমি হাই কোর্টের নতুন বিল্ডিংয়ের জন্য দিতে পারবে রাজ্য সরকার। পুরনো বিল্ডিংটি বন্ধ করা হবে না, সেটিও কাজ করবে। কারণ, এটি হেরিটেজ বিল্ডিং।’ ইতিমধ্যে জলপাইগুড়িতে হাই কোর্টের কাজ করা শুরু হয়েছে, যার ফলে উত্তরবঙ্গ এবং সিকিমের লোকজন যথেষ্ট সুবিধা পাবেন বলেই সম্মেলনে উপস্থিত বিশিষ্টদের জানান তিনি। পূর্ব নির্ধারিত কর্মসূচি না থাকলেও সম্মেলনের পর প্রধানমন্ত্রীর সঙ্গে প্রায় ১৫ মিনিট কথা হয় তাঁর। আলোচনা হয় নানা বিষয়ে। এদিন সম্মেলনে আদালতে আঞ্চলিক ভাষা ব্যবহারের উপরে আরও জোর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর এই মন্তব্যের জন্য বাংলার মুখ্যমন্ত্রী আলাদা করে দেখা করে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রীকে। মোদি-মমতার এই সংক্ষিপ্ত সাক্ষাৎকার তাৎপর্যপূর্ণ বলেই মত ওয়াকিবহাল মহলের।
2. ‘ডায়মন্ড হারবার মডেলের’ প্রশংসায় পঞ্চমুখ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার পৈলানে ডায়মন্ড হারবার পুলিশ জেলার নিজস্ব ভবন উদ্বোধন করেন সাংসদ। সেই উদ্বোধনের মঞ্চ থেকেই ডায়মন্ড হারবার প্রশাসনের প্রশংসা করে তিনি বলেন, “গোখলে একসময় বলেছিলেন, আজ বাংলা যা ভাবে, কাল গোটা দেশ তাই ভাবে। আজ ডায়মন্ড হারবার যা ভাবে, গোটা বাংলা কাল তাই ভাবে।”
এর পরই বহুচর্চিত ‘ডায়মন্ড মডেল’ প্রসঙ্গও টেনে আনেন তিনি। করোনার তৃতীয় ঢেউয়ের সময় পরীক্ষা বাড়িয়ে কীভাবে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছিল ডায়মন্ড হারবার প্রশাসন, তা-ও এদিন তুলে ধরেন তিনি। একইসঙ্গে মানুষকে সচেতন থাকার আহ্বানও জানান তিনি। পাশাপাশি এদিন কার্যত মুখ্যমন্ত্রীর সুরেই সংবাদমাধ্যমের কাছে পুলিশ প্রশাসনকে সাহায্য করার অনুরোধ জানান অভিষেক। একই সঙ্গে সংবাদমাধ্যমের সঙ্গে যোগাযোগ রেখে চলার বার্তা দেন পুলিশ-প্রশাসনকেও। সংবাদমাধ্যমকে বার্তা দিয়ে এদিন সাংসদ জানিয়েছেন, “কোনও খবর পেলে পুলিশ প্রশাসনকে জানান।” সঠিক খবরের জন্য পুরস্কার প্রদান করা হবে বলেও জানিয়েছেন অভিষেক।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।