‘ত্বকের যত্ন নিন’। তীব্র গরমে যতই কাহিল লাগুক, এ কথা মনে না রেখে উপায় নেই। গরমের দাপটে ক্লান্ত হচ্ছে আপনার ত্বকও। হারাচ্ছে কমনীয়তা। এদিকে রূপচর্চার উপকরণ সংগ্রহের জন্য বাইরে বেরোলে চোখ রাঙাবে সূর্য। তাহলে উপায়? উপায় আছে বইকি। বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন বিভিন্ন রূপটান, তাও একেবারেই বাতিল খাবারদাবার দিয়েই। আসুন, বরং শুনেই নেওয়া যাক।
রূপচর্চা করতে চাইলে যে জিনিসটি না হলেই নয়, তার বাহারি নাম রূপটান। আর চলতি কথায় তাকে আমরা চিনি স্ক্রাব, ফেসপ্যাক ইত্যাদি অষ্টোত্তর শতনামে। ত্বকের যত্ন নিতে চাইলে ভাল স্ক্রাব যে কতখানি জরুরি, সে কথা কে না জানে! কিন্তু সবসময়ই কি ঝুঁকতে হবে দামি ব্র্যান্ডেড স্ক্রাব কেনার দিকেই? নাহ, তেমন কোনও কথা নেই কিন্তু। বাড়িতে ঘরোয়া উপায়ে নিজেই বানিয়ে ফেলতে পারেন হরেক রকমের রূপটান।
আরও শুনুন: সঙ্গে পিঁয়াজ রাখলে গরম কম লাগে! চলতি ধারণার নেপথ্যে আসল সত্যিটা কী?
কী ভাবছেন, তার জন্য দরকার আরও অনেক শৌখিন আর দামি উপকরণ? একেবারেই না। বরং রান্নাঘরের কয়েকটি বাতিল জিনিসই হয়ে উঠতে পারে আপনার মুশকিল আসান। এমন জিনিস, যা আসলে কোনও খাবারের ফেলে দেওয়া অংশ। কিংবা হয়তো নষ্ট হয়ে যাওয়া, বাতিল খাবারই। ডাস্টবিনে না ফেলে তাই দিয়েই বানিয়ে ফেলা যেতে পারে চমৎকার স্ক্রাব।
এই যেমন ধরুন, শসা আর আলুর খোসা। ডাস্টবিনে ছাড়া তাদের আর গতি কোথায়? কিন্তু এই দুই সবজির খোসা একটু পিষে নিন বরং। তারপর এর সঙ্গে মেশান অল্প মধু আর বেসন। তাতেই আপনার ফেসপ্যাক তৈরি। ব্যবহার করতে পারেন সারা শরীরের স্ক্রাব হিসেবেও।
আবার ধরুন, নষ্ট হয়ে গিয়েছে টক দই। খাওয়ার উপায় নেই, সুতরাং ফেলে দেওয়া ছাড়া আর উপায় কী? উঁহু, ফেলে দেবেন না। বরং ওই দই ভালভাবে ফেটিয়ে তার সঙ্গে মিশিয়ে নিন এক চামচ করে লেবুর রস এবং মধু। আর দিন সামান্য হলুদ। ব্যস, সবটা মিশিয়ে নিলেই তৈরি আপনার হোমমেড হার্বাল ফেসপ্যাক। একবার বানালে কয়েকদিন রেখেও দিতে পারবেন এটি।
আরও শুনুন: গরমে রোদের তেজে ঝলসে যাচ্ছে ত্বক! ঘরোয়া উপায়ে পোড়া দাগ তুলবেন কীভাবে?
তবে সবকিছু কিন্তু এমন রেখে দেওয়া যায় না। যেমন লেবু। ফ্রিজে রাখলেও কিছুদিন পর কালো হয়ে যায়। এদিকে লেবুর বর্তমান বাজারদর জানলে পচে যাওয়া লেবু ফেলে দিতেও আপনার কষ্ট হবে। কী করা যায় তাহলে? এই লেবুর রসের সঙ্গে মিশিয়ে নিন চিনির গুঁড়ো আর সামান্য মধু। তবে এই স্ক্রাব মুখে ব্যবহার করবেন না। সারা গায়ে ব্যবহার করতেই পারেন।
লেবুর মতোই চটজলদি নষ্ট হয় কলা। অতিরিক্ত পেকে যাওয়া কলা, যা খেতে ইচ্ছে করছে না, তা দিয়েও বানাতে পারেন স্ক্রাব। বাড়িতে ফিল্টার করে কফি বানালে যে গুঁড়োগুলো ফেলে দিতে হবে, তা মিশিয়ে নিন এই কলার সঙ্গে। সারা গায়ের জন্য স্ক্রাব হিসেবে ব্যবহার করতে পারবেন এই মিশ্রণটি। একইভাবে নারকেলের দুধ বের করার যে ছিবড়ে পড়ে থাকে, তা দিয়ে বানিয়ে ফেলতে পারেন ফেসপ্যাক। কেবল মিশিয়ে নিতে হবে সামান্য মধু। এটি মুখে লাগানোর ক্ষেত্রেও কোনও বাধা নেই।
তাহলেই দেখুন, রূপচর্চা করার আগে আর বিউটি শপে না ছুটলেও চলবে। হাতের কাছে রান্নাঘরেই যখন মজুত এতরকম জিনিস, তবে আর ভাবনা কীসের! নিজের হাতেই বানিয়ে ফেলুন আপনার পছন্দের স্ক্রাব, যাতে গরমকালেও ত্বক থাকে একইরকম উজ্জ্বল।