সকালে স্কুল চালুর পরামর্শ শিক্ষাদপ্তরের। এগিয়ে আনা হতে পারে গরমের ছুটিও। হিট স্ট্রোকের বলি ১ পরীক্ষার্থী।টিকাকরণে অনুমতি ৬ থেকে ১২ বছর বয়সিদেরও। কোভ্যাক্সিন ব্যবহারে ছাড়পত্র দিল DCGI। বিজেপির বিকাশ ভবন অভিযানে ধুন্ধুমার। জমায়েতকারীদের সরাতে প্রয়োগ জলকামানের। অনুমতিই ছিল না মিছিলের, দাবি বিধাননগর পুলিশের।কংগ্রেসে যোগ দিচ্ছেন না প্রশান্ত কিশোর। নিজেই ফিরিয়ে দিয়েছেন যোগদানের প্রস্তাব।
হেডলাইন:
বিস্তারিত খবর:
১। তীব্র দাবদাহ চলছে গোটা বঙ্গে। এই পরিস্থিতিতে সকালে স্কুল করার পরামর্শ দিল রাজ্য শিক্ষা দপ্তর। স্কুল আদৌ খোলা রাখা হবে কি না তা নিয়ে দফায় দফায় বৈঠক করেছেন শিক্ষাদপ্তরের কর্তারা। স্কুলে স্কুলে পাঠানো হচ্ছে প্রয়োজনীয় নোটিস। ইতিমধ্যে স্কুলে-স্কুলে পর্যাপ্ত জল এবং ওআরএসের ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকী, বেলার বদলে সকালে স্কুল খোলার পরামর্শও দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে এদিন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, “প্রয়োজনে স্কুলের গরমের ছুটি এগিয়ে আসবে। সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী। আমরা সমস্ত বিভাগের সঙ্গে কথা বলে রিপোর্ট নিচ্ছি। তা মুখ্যমন্ত্রীর কাছে পাঠাচ্ছি।”
এদিকে এই গরমের মধ্যেই চলছে উচ্চমাধ্যমিক এবং একাদশ শ্রেণির পরীক্ষাও। তীব্র গরমে হিট স্ট্রোকের বলি এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। মৃত ছাত্রীর নাম অনিশা আফরিন মণ্ডল। যাদবপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক পরিমল ভট্টাচার্য জানান, গত ২৩ তারিখ অর্থাৎ শনিবার নিউট্রিশনের পরীক্ষা দিয়েছিলেন অনিশা। আজ, মঙ্গলবারও ছিল পরীক্ষা। কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাওয়ার পরও স্কুলে পৌঁছাননি অনিশা। তখনই তাঁর পরিবারকে ফোন করা হয় স্কুলের তরফে। পরীক্ষার্থীর বাড়ির সদস্যরা জানান, গত ২৪ এপ্রিল হিট স্ট্রোকে মৃত্যু হয়েছে তাঁর।
এদিকে হুগলির বৈদ্যবাটীতে এক বৃদ্ধের মৃত্যু হয় সোমবার। তীব্র গরমের কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে অনুমান করা হচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ২৮ এপ্রিল পর্যন্ত এই তাপপ্রবাহ চলবে বঙ্গে। ২ মে থেকে সম্ভাবনা রয়েছে বৃষ্টির।
২। দেশে করোনা সংক্রমণ যখন আবার বাড়ছে, তখনই কোভিড প্রতিরোধে উল্লেখযোগ্য পদক্ষেপ সরকারের। এবার শুরু হবে ৬-১২ বছর বয়সিদের টিকাকরণ। কোভ্যাক্সিন ব্যবহারে ছাড়পত্র দিল ড্রাগস কন্ট্রোল জেনারেল অফ ইন্ডিয়া। ১৮ ঊর্ধ্ব নাগরিকদের ক্ষেত্রে এই ভ্যাকসিন কোভিড প্রতিরোধে যথেষ্ট কার্যকর ভূমিকাই নিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থারও অনুমোদন পেয়েছে এই টিকা। এবার জরুরিভিত্তিতে শিশুদের জন্য তা ব্যবহারের অনুমতি মিলল। ইতিমধ্যেই দেশে ১৮ ঊর্ধ্বদের কোভিড টিকাকরণ প্রায় শেষের পথে। ১২-১৪ বছর বয়সিদের টিকাকরণও শুরু হয়েছে। চতুর্থ ঢেউয়ের মুখে দাঁড়িয়ে তাই ৬-১২ বছর বয়সিদেরও কোভিড টিকাকরণের আওতায় আনার পরিকল্পনা কেন্দ্রের। মূলত আধার কার্ডের মাধ্যমে জেনে নেওয়া হচ্ছে দেশে এই বয়সি শিশুদের সংখ্যা। দিনক্ষণ এখনও স্পষ্ট না হলেও জানা যাচ্ছে, খুব শীঘ্রই শুরু হবে এই টিকাকরণ প্রক্রিয়া।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।