তৃণমূল-বিজেপি বিধায়কদের হাতাহাতিতে ধুন্ধুমার। দার্জিলিং-এ ম্যাল চত্বর ঘুরে জনসংযোগ মমতার। বামেদের বনধে মিশ্র প্রতিক্রিয়া রাজ্যে। বাংলার বিজেপি সাংসদদের ডাক নরেন্দ্র মোদির। বগটুই অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু আরও ১ জনের। পাক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে সংসদে পেশ অনাস্থা প্রস্তাব। অস্কারের মঞ্চেসঞ্চালককে থাপ্পড় উইল স্মিথের।
হেডলাইন:
আরও শুনুন: 26 মার্চ 2022: বিশেষ বিশেষ খবর- রামপুরহাটে সিবিআইয়ের প্রতিনিধি দল, শান্তি ফেরাতে তৎপর রাজ্য পুলিশও
বিস্তারিত খবর:
1. নজিরবিহীন ঘটনা বিধানসভায়। বগটুই কাণ্ডের আঁচে বেশ কিছুদিন ধরেই উত্তপ্ত ছিল বিধানসভা। সোমবার তা পৌঁছল চরমে। তৃণমূল বিজেপি বিধায়কদের মধ্যে লেগে গেল হাতাহাতি। যার যেরে নাক ফাটল এক বিধায়কের। ঘটনার জেরে সাসপেন্ড করা হয়েছে শুভেন্দু অধিকারী-সহ ৫ বিজেপি বিধায়ককে।
সোমবার অধিবেশনের শুরুতে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের ভর্ৎসনার মুখে পড়েন বিজেপি বিধায়করা। গত কয়েকদিন ধরে তাঁরা যে অধিবেশন সুষ্ঠুভাবেচালাতে দিচ্ছেন না, এই অভিযোগ করেন তিনি। অধ্যক্ষের এই বক্তব্যের পরই ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা। ঘটনার সূত্রপাত তখনই। একই সঙ্গে বগটুই কাণ্ডেরও প্রতিবাদ জানাতে শুরু করেন তাঁরা। স্পিকার তাঁদের থামানোর চেষ্টা করেন। কিন্তু তাতে কাজ হয়নি। এরপরই তৃণমূল বিধায়কদের সঙ্গে তাঁরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। মাটিতে ফেলে মারধর চলে বলে অভিযোগ। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের নাক ফেটে যায়। তাঁকে এসএসকেএমে নিয়ে যাওয়া হয়। অসিতবাবুর অভিযোগ, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দ্বারা প্রহৃত হয়েছেন তিনি। হাতাহাতিতে গেরুয়া শিবিরেরও ১০ বিধায়ক আহত হয়েছেন বলে দাবি শুভেন্দু অধিকারীর। জানা গিয়েছে, বিজেপির পরিষদীয় দলনেতা মনোজ টিগ্গার জামা ছিঁড়ে দেওয়া হয়। ঘটনার প্রেক্ষিতে কড়া পদক্ষেপ করেন স্পিকার। শুভেন্দু অধিকারী-সহ ৫ বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে চলতি অধিবেশনের জন্য। যতদিন বিধানসভার এই অধিবেশন চলছে অর্থাৎ বিধানসভার এই অধিবেশন যতদিন ‘প্রোরোগ’ বা স্থগিত করা না হচ্ছে, ততদিন পর্যন্ত সাসপেন্ডেড থাকবেন তাঁরা।
বিধানসভার নজিরবিহীন অশান্তির খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে জানান ফিরহাদ হাকিম। ঘটনায় এফআইআরের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এই ঘটনার রেশ আছড়ে পড়েছে সংসদেও। বিজেপি সাংসদরা বিক্ষোভ দেখান সংসদের বাইরে। বিষয়টি নিয়ে ব্যাপক শোরগোল রাজ্যের রাজনৈতিক মহলে। ফিরহাদ হাকিমের দাবি, ”আরও অনেক বিরোধী দলনেতাকে আমরা দেখেছি। কিন্তু এরকম অরাজকতা সৃষ্টিকারী বিরোধী দলনেতা দেখিনি।” স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া, ”যে ঘটনা ঘটল, তা অনভিপ্রেত। বিধানসভার নিয়মকানুন নিয়ে পড়াশোনা করেন না। বিধানসভায় গুরুত্ব তাঁরা বোঝেন না।” বিধানসভায় যা ক্ষতি হয়েছে তারও হিসাব এবং তালিকা তৈরির নির্দেশ দেন তিনি। অবশ্য বিজেপির দাবি, বিধানসভায় এই অশান্তি তৃণমূলেরই পরিকল্পনা। সব মিলিয়ে বিধানসভায় ঘটে যাওয়া এই ঘটনা নজিরবিহীন বলেই মত রাজনৈতিক মহলের।
2. পৃথক গোর্খ্যাল্যান্ডের সুর উধাও। বরং জিটিএ-তে বাড়তি স্বায়ত্তশাসনেরি দাবি পাহাড়ের নেতাদের। সোমবার দার্জিলিংয়ের জিটিএ’র অন্তর্ভুক্ত রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী মে, জুন মাসেই জিটিএ নির্বাচন পাহাড়ে। তার প্রস্তুতি হিসাবেই এদিন রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। যোগ দিয়েছিলেন মোর্চা নেতা বিনয় তামাং, রোশন গিরিরাও। তাঁরা পাহাড়ে স্থায়ী রাজনৈতিক সমাধানের দাবি তুলেছেন। সম্প্রতি উত্তরবঙ্গে বিজেপির জনপ্রতিনিধিদের একাধিকবার পৃথক রাজ্যের দাবি তোলার বিষয়টি ফের অশান্তির আঁচ বাড়াচ্ছিল। তবে এবার মুখ্যমন্ত্রীর দার্জিলিং সফরে সেসব বিচ্ছিন্নতাবাদী হাওয়া উধাও। বরং জিটিএ অর্থাৎ গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের নির্বাচনের পর তার ক্ষমতাবৃদ্ধিরই দাবি তুলেছেন মোর্চা নেতা রোশন গিরি। অনীত থাপার দল বিজিপিএমের তরফে বলা হয়, জিটিএ’র হাতে আরও ক্ষমতা দিতে হবে। এ নিয়ে মুখ্যমন্ত্রী জানান, ”জিটিএ নির্বাচন করাতে সকলেই আগ্রহী। তবে রোশন গিরিদের অন্য প্রস্তাব আছে, তারা জানিয়েছে আমাকে। আশা করি, মে-জুনের মধ্যে নির্বাচন হয়ে যাবে। তারপর পাহাড়ে পঞ্চায়েত নির্বাচনও হয়ে যাবে। নির্বাচিত জনপ্রতিনিধিরা সকলেই ভালভাবে পাহাড়ের উন্নয়নে কাজ করবেন।” পাশাপাশি এদিন দার্জিলিং-এর ম্যাল চত্বর হেঁটে ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। কথা বলেন ব্যবসায়ী ও স্থানীয়দের সঙ্গে। রাস্তায় এক বৃদ্ধা মহিলা মুখ্যমন্ত্রীকে ডেকে কথা বলেন। জানান তাঁর সমস্যা ও অসুস্থতার কথা। এরপরই জেলাশাসককে তড়িঘড়ি বৃদ্ধার চিকিৎসার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে আপ্লুত পর্যটক এবং ব্যবসায়ীরাও।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।