“ভালো লাগে মেঘলা দিনে নিষ্পলকে রামধনু খুঁজতে…!” তা তো ভাল লাগে বটেই। কিন্তু রামধনু দেখতে নিষ্পলকে থাকতে হবে কেন? যদি হাতের কাছে এমন একটি রামধনু গাছ থাকে! অবাক হচ্ছেন তো? ভাবছেন, রামধনু গাছ আবার হয় নাকি! গাছের তো সেই সবুজ পাতা, খয়েরি কান্ড। ঠিক ছোট্টবেলায় মোম রং ঘষে যেমনটা আঁকতেন ড্রয়িং খাতায়। তবে সে সব হিসেব এক্কেবারে গুলিয়ে দিয়েছে এ গাছ। বলতে পারেন রংপেন্সিল বাক্সের সবকটা রং যেন কেউ বুলিয়ে দিয়েছে এ গাছের শরীরে। ব্যাপারটা কী? শুনে নিন বরং।
ফুল রঙিন। কখনও কখনও গাছের পাতারও অন্যরকম রং দেখেছি আমরা। তাই বলে গাছের কাণ্ডে সাত-সাতটি রং। যাকে বাংলায় সহজ সূত্রে বলে বেনিয়াসহকলা! এ তো মহাশ্চার্য। তা কত আশ্চর্য আশ্চর্য কথাই তো শুনছেন আপনারা। রামধনু পাহাড়, রামধনু নদী। এত সব কিছু রামধনু রঙা হতে পারলে, গাছই বা নয় কেন!
ব্যাপারটা তাক লাগানো হলেও একশো ভাগ সত্যি। সম্প্রতি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে এমনই আশ্চর্য এক গাছের ছবি।
আরও শুনুন: পাহাড়ের বুকে আঁকা সাত রঙের আল্পনা যেন! কোথায় গেলে দেখা পাবেন রামধনু পাহাড়ের?
সেই রামধনু গাছের নাম নাকি রেইনবো ইউক্যালিপটাস। তবে বিজ্ঞান বইয়ে এ গাছের নাম ইউক্যালিপটাস ডিগলুপ্টা। ইউক্যালিপটাস গাছের সম্পর্কে জানেন নিশ্চয়ই। দেখতে সুন্দর তো বটেই, পাশাপাশি বেশ কিছু ভেষজ গুণও রয়েছে গাছটির। মশা, পোকামাকড় তাড়ানোর ক্ষেত্রেও বেশ কাজের ইউক্যালিপটাস তেল। তবে এ সব তো সাধারণ ইউক্যালিপটাস গাছের কথা। যা আশপাশে হামেশাই দেখা যায়।
কিন্তু কোথায় মিলবে আশ্চর্য ইউক্যালিপটাস গাছ, যার কাণ্ড ধরে রাখে আকাশের সাত রং।
জানা গিয়েছে, এই আশ্চর্য গাছ নাকি প্রধানত হাওয়াই, ফিলিপ্পিনস, ইন্দোনেশিয়া, পাপুয়া নিউ গিনি, এমন বাছা বাছা কয়েকটা দেশেই পাওয়া যায়। বিস্তর লম্বা, বড় বড় পাতাগুলি সারা বছরই সবুজ থাকে। আর ঝড়ের গতিতে বৃদ্ধি পায় গাছগুলি। সাধারণ ভাবে ২৫০ ফুট পর্যন্ত লম্বা হতে পারে গাছগুলি। তবে সেখানে কোনও ম্যাজিক নেই।
আরও শুনুন: উপরে আকাশ নীল, নিচে নদীর বুকে রামধনু! কোথায় দেখা মিলবে এই রঙিন নদীর?
আসল ম্যাজিক তো গাছের কাণ্ডে। সাদা চোখে দেখলে মনে হবে যে কোনও গাছের মতোই সবজেটে বাকল। তবে সারা বছর ধরেই নাকি খোসা ছাড়ে এই গাছের কাণ্ড। আর গ্রীষ্মকাল পড়লেই ঘটে যায় রঙের বিস্ফোরণ। ক্রমশ সবুজ বাকলের ভিতর থেকে উঁকি দিতে থাকে লাল, নীল, কমলা, বেগুনি আঁকিবুঁকি। ঠিক যেন গাছের গায়ে রংধনু।
ভেষজ গুণ তো রয়েইছে। বাণিজ্যিক ভাবেও এ গাছের মূল্য কিন্তু বেশ বেশী। না তবে তার সঙ্গে রামধনু রঙের কোনও যোগ নেই। সাদা কাগজ বানাতে কাজে আসে এই গাছের কাণ্ডের নির্যাস। তবে সে যাই হোক না কেন, এই গাছের গুঁড়ির অপরূপ রূপ কিন্তু আপনাকে বাধ্য করবে মুগ্ধ হতে। সম্প্রতি এই গাছের ছবি তুলে টুইটারে শেয়ার করেছিলেন এক আইএফএস অফিসার। সেখানে দারুণ ভাইরাল হয়ে যায় ছবিগুলি। সত্যিই তো, এ যেন এক আশ্চর্য। ফুলের নানা রং হয়, তাই বলে গাছের গুঁড়ির এমন অদ্ভুত প্রাকৃতিক রং আশ্চর্য ছাড়া আর কী বলুন তো!