ওয়ার্ক ফ্রম হোম নয়, হোমিং ফ্রম ওয়ার্ক। সোশ্যাল মিডিয়ার পাতায় এহেন হ্যাশট্যাগ ছড়িয়ে দিলেন এক ব্যক্তি। কারণ বাড়ি থেকে অফিসের কাজ করার বদলে বাড়িটাকেই কার্যত অফিসে নিয়ে এসেছেন তিনি। ভাবছেন, সে আবার কী? তাহলে আসুন, শুনে নেওয়া যাক তাঁর কাণ্ডকারখানা।
কোভিডকালের দৌলতে ওয়ার্ক ফ্রম হোম কথাটি সবার কাছেই এখন পরিচিত। বাড়ি থেকে অফিসের কাজকর্ম করতে গিয়ে অনেকেরই চাপে চাপে চিঁড়েচ্যাপটা হয়ে যাওয়ার দশা হয়েছিল সেই সময়। কিন্তু এই ভদ্রলোক তেমন কোনও অভিযোগ করেননি। তবুও, তাঁর দাবি, অফিস আর বাড়ি, দুটি জায়গা একসঙ্গে সামলানো তাঁর পক্ষে সম্ভব নয়। সুতরাং তল্পিতল্পা বেঁধে সোজা নিজের অফিসে এসেই আস্তানা গেড়েছেন তিনি।
আরও শুনুন: একটানা ২২ বছর ঘর ছেড়ে দূরে! সপরিবারে একশোরও বেশি দেশ ঘুরেছেন এই দম্পতি
কিন্তু কেন এমন দাবি করলেন ওই ব্যক্তি? তাঁর দাবি, তিনি যে পরিমাণ বেতন পান তা মোটেই পর্যাপ্ত নয়। অন্তত সেই বেতন দিয়ে বাড়ির খরচ সামলে অফিসে আসা সম্ভব নয় বলেই দাবি করেছেন তিনি। আর সেইজন্যই প্রতিবাদের এহেন উপায় বেছে নিয়েছেন তিনি। অফিসের যে কিউবিকলটিতে তিনি কাজ করেন, নিজের যাবতীয় জিনিসপত্র সহ এসে উঠেছেন সেখানেই। সোশ্যাল মিডিয়ায় নিজের এই নয়া বাসস্থানের ভিডিও ভাগ করে নিয়েছেন আমেরিকার ওই ব্যক্তি। ভিডিওটিতে দেখা গিয়েছে বাক্সপ্যাঁটরা খুলে খুলে প্রয়োজনীয় জিনিসপত্র নিজের ওয়ার্ক ডেস্কে সাজিয়ে রাখছেন তিনি। এমনকি কোম্পানির রেফ্রিজারেটরটিতে হ্যাম আর ক্যানড পাইনঅ্যাপলও জমিয়ে রেখেছেন তিনি। তাই দিয়েই চলছে খাওয়াদাওয়া। আর শোয়া? নিজের সবেধন নীলমণি ডেস্কটির তলাতেই দিব্যি নিদ্রা দিচ্ছেন ওই ব্যক্তি।
শুনতে যতই আশ্চর্য লাগুক, সোশ্যাল মিডিয়ার সূত্রে কিন্তু রীতিমতো সহানুভূতি আদায় করেছেন ইনি। তাঁকে সমর্থনও জানিয়েছেন অনেকেই। কেউ কেউ কথা বলেছেন সমব্যথীর মতো। কেউ বলেছেন, গ্যাসের ক্রমবর্ধমান দরের কারণেই এরকম সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন মানুষ।
আরও শুনুন: জন্ম থেকেই ৯০ ডিগ্রি বেঁকে থাকত মাথা, বিরল অস্ত্রোপচারে সুস্থ হলেন তরুণী
কম বেতনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এহেন পথ বেছে নিয়েছিলেন বলে জানিয়েছিলেন ওই ব্যক্তি। যদিও সে প্রতিবাদ দীর্ঘস্থায়ী হয়নি। মাত্র চারদিন নিজের এই আশ্চর্য আবাসে থাকার সুযোগ পেয়েছিলেন তিনি। তারপরই তাঁকে সেখান থেকে চলে যাওয়ার নির্দেশ দেয় অফিস। সোশ্যাল মিডিয়ার মন্তব্যে নিজেই এই কথা জানিয়েছেন ওই ব্যক্তি। এরপর তাহলে কী করবেন তিনি? সে কথা অবশ্য জানা যায়নি তাঁর তরফ থেকে।