বসন্ত তো এসেছে অনেকদিনই। দেখতে দেখতেই দরজায় উপস্থিত বসন্তোৎসব। সবার রঙে রং মেশানোর দিন। তবে উৎসবে মেতে ওঠার আগে খোঁজ নিয়েছেন আপনার ত্বক, চুল রঙের অত্যাচার সহ্য করার জন্য প্রস্তুত কিনা! বাদুড়ে রঙে ভূত সাজার আগে আপনার ত্বকের জন্য রইল ছোট্ট কয়েকটা টিপস। শুনে নিন।
বাতাসে ইতিমধ্যেই লেগে গিয়েছে দোলের আমেজ। পাড়ার মোড়ে মোড়ে চোখে পড়তে শুরু করেছে রঙের পসরা। আবির, বাদুড়ে রং থেকে শুরু করে পিচকারি, বেলুন- কী নেই সেখানে। অর্থাৎ দোলের দিন ভূত সাজা ও সাজানোর সব উপকরণ তৈরি হাতের কাছেই। রং খেলতে যত মজা, খেলাশেষে রং তুলতে ততটাই কষ্ট। এ কথা বোধহয় চোখ বুজে মানবেন সকলেই। তার পরে আবার রয়েছে রং খেলার পার্শ্বপ্রতিক্রিয়া। বিকেল গড়াতে না গড়াতেই মুখ ভর্তি ব়্যাশ, বিচ্ছিরি ফুশকুড়ি বা গোটা, রুক্ষ শুষ্ক খড়খড়ে চুল! আহা, এসব তো দোলেরই অনুসঙ্গ।
তবে আগে থেকে সতর্ক হলে কিন্তু এড়ানো যেতে পারে এই সব আনুসাঙ্গিক ফাঁড়া। কীভাবে? রইল তেমনই একগুচ্ছ টিপস।
আরও শুনুন: রং খেলবেন, কিন্তু রঙের হাত থেকে মোবাইল ফোনটিকে বাঁচাবেন কীভাবে?
এমনিতেই দোল মানেই শীতের শেষ। প্যাচপ্যাচে গরমের দিন শুরুর আভাস। এ বছর অবশ্য আগেই পুরো ফর্মে মাঠে নেমে পড়েছে গরম। এই সময়টায় এমনিতেই বিভিন্ন রকম সমস্যায় ভোগে ত্বক। আর্দ্রতা কমে যাওয়া থেকে শুষ্কতা, নানা ধরনের সমস্যা চলতেই থাকে। আর জানেন তো, শুষ্ক ত্বক কিন্তু সব চেয়ে স্পর্শকাতর। তাই দোলের বেশ কয়েকদিন আগে থেকে ত্বককে আর্দ্রতা দেওয়া শুরু করুন। তাতে রংয়ের কারণে ত্বকে ক্ষতির পরিমাণ কমবে। দিনে অন্তত ৩-৪ বার ত্বকে ময়েশ্চারাইজার জাতীয় জিনিস ব্যবহার করুন। শুধু মুখেই নয়, গলা, হাত, পা-ও যেন আর্দ্রতা থেকে বাদ না যায়।
দোল খেলতে যাওয়ার ৩০-৪৫ মিনিট আগে ভাল করে ময়েশ্চারাইজার মাখতে ভুলবেন না। যাতে পুরো আর্দ্রতাটা ত্বক শুষে নিতে পারে সেই সময়টুকু দিন। এতে রং তোলার ক্ষেত্রেও বেশি সুবিধা হবে। প্রয়োজনে অলিভ অয়েল বা নারকেল তেলও ব্যবহার করতে পারেন। রং খেলতে যাওয়ার আগে সানস্ক্রিন মাখুন মনে করে। আর যতটা পারেন মেকআপ ব্যবহার কম করুন দোলের দিন।
বড় হাতা জামাকাপড় পরার চেষ্টা করুন। লম্বা সালোয়ার বা প্যান্টই এ সময়ের জন্য আদর্শ। আর সিনথেটিকের বদলে এ সময়ে বেছে নিন সুতির, নরম ফেব্রিক। যা ত্বককে আরাম দেবে। রং খেলতে যাওয়ার আগে নখে ভাল করে নেলপালিশ পরতে ভুলবেন না। দেখবেন সেই রং যেন উজ্জ্বল এবং চড়া হয়। এর ফলে ক্ষতিকর বাদুড়ে রংয়ের হাত থেকে রক্ষা পাবে আপনার নখ ও নখের আশপাশের এলাকা।
আরও শুনুন: ভাল চুলের গোড়ার কথা পুষ্টি! শুনে নিন ভাল চুল পেতে কী কী খাবেন?
রং খেলতে যাওয়ার আগে চুলে ও স্কাল্পে ভাল করে নারকেল তেল মেখে তবেই বাইরে বেরোন। এতে চুল আর্দ্র থাকবে। রং তুলতেও সুবিধা হবে। দোলের আগে আগে চুলে স্ট্রেটনিং, হাইলাইটস এই ধরনের ট্রিটমেন্ট করানো থেকে বিরত থাকুন। এই ধরনের ব্যপারগুলো চুলকে আরও শুষ্ক করে তোলে। যার ফলে চুল আরও স্পর্শকাতর হয়ে যায়। আর রং খেলতে বেরনোর আগে চুল ভাল করে বেঁধে বেরোন। চুল খুলে রং খেলার ফলে রঙের কুচি এমন ভাবে চুলে লেগে যায়, যা তুলতে হিমশিম খেতে আপনি বাধ্য। আর তা চুলের ক্ষতিও করে। সবচেয়ে ভাল হয় যদি বান্দানা বা স্কার্ফ জাতীয় কিছু একটা মাথায় ব্যবহার করতে পারেন।
আসলে রং তো দিনের শেষে আনন্দের উৎসব। সবার রঙে রং মেলানোর উৎসব। এমনিতেই তো রোজের জীবনে নানারকম ভাবে অশান্তি, উদ্বেগের মধ্যে থাকি আমরা। তাই একটা দিন না হয় সমস্ত রকম দুশ্চিন্তা ভুলে মেতেই ওঠা যাক দোলে। তবে খেয়াল রাখুন আপনার আনন্দ যেন অন্যের নিরানন্দের কারণ না হয়। আর দোলের আগে ত্বকের যত্নের টিপস তো আপনার জন্য রইলই। ব্যাস, সব ভুলে মেতে উঠুন রঙিন আনন্দে।